সতী কাজানোভা

রাশিয়ান গায়ক ও অভিনেত্রী

স্যাটানে সেতগালিভনা কাজানোয়া (রুশ: Сатаней Сетгалиевна Казанова, জন্ম ২ অক্টোবর ১৯৮২ কাবার্ডিনো-বাল্কারিয়ায়), যিনি সতী কাজানোভা (রুশ: Сати Казанова) নামে বেশি পরিচিত হলেন একজন রুশ গায়ক, ফ্যাশন মডেল, অভিনেত্রী এবং টিভি ব্যক্তিত্ব।[২] ২০১০ সালের মে পর্যন্ত তিনি রুশ পপ গার্ল গ্রুপ ফ্যাব্রিকা (রুশ: Фабрика; ইংরেজিতে ফ্যাক্টরি) এর তিন কণ্ঠশিল্পীর মধ্যে একজন ছিলেন। ২০০২ সালে তিনি রুশ রিয়্যালিটি শো স্টার কারখানা তে ফ্যাব্রিকার সদস্য হিসেবে প্রথম আসরে অংশ নিয়েছিলেন। যেখানে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

সতী কাজানোভা
সতী কাজানোভা
সতী কাজানোভা
প্রাথমিক তথ্য
জন্মনামস্যাটানে সেতগালিভনা কাজানোয়া
জন্ম (1982-10-02) ২ অক্টোবর ১৯৮২ (বয়স ৪১)
উদ্ভবকাবার্ডিনো-বাল্কারিয়া সোভিয়েত ইউনিয়ন
ধরনপপ, নৃত্য, রুশ
পেশাগায়ক, ফ্যাশন মডেল , অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব
বাদ্যযন্ত্রকণ্ঠ
কার্যকাল২০০২– বর্তমান
ওয়েবসাইটsatikazanova.ru (রুশ)

তিনি ২০০৬ সালে সর্বাধিক স্টাইলিশ মহিলা গায়ক হিসেবে তিনি আস্ট্রার পুরস্কার পান।[৩]

২০০৯ সালের ৫ অক্টোবর তিনি অ্যাডিজিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আসলান টাকাকুশিনভ দ্বারা সম্মানিত শিল্পী উপাধিতে ভূষিত হয়েছিলেন।[৪] মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের রুশ দূতাবাস গায়িকা সতী কাজানোভার গাওয়া গান্ধীর প্রিয় ভজন বৈষ্ণব জন তো গানটির ভিডিও পোস্ট করে। তিনি সেতার এবং অন্যান্য ভারতীয় বাদ্যযন্ত্রসহ গান গেয়েছিলেন।[৫]

প্রাথমিক জীবন সম্পাদনা

তিনি ১৯৮২ সালের ২ শে অক্টোবর সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বায়ত্তশাসিত কাবার্ডিনো-বলারিয়ানের ভারখনি কুরকুজন গ্রামে সেতগলি তালোস্তানোভিচ ক্যাসানভ ও ফাতেমা ইসমাইলোভনার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার তিন বোন : স্বেতলানা, মেরিনা এবং মদিনা।

তিনি নলচিক শহরের কাবার্ডিনো-বালকরিয়ান স্কুল অফ কালচার এবং আর্টস থেকে একাডেমিক গানে ডিগ্রি অর্জন করেছেন। আঞ্চলিক প্রতিযোগিতা "নলচিক ডনস" এর বিজয়ী হন। তিনি রুশ একাডেমিতে উচ্চশিক্ষা অর্জন করেছেন। পপ গানে প্রধানত জিনসিন । একসময় তিনি ক্যাসিনোতে গায়ক হিসাবে কাজ করেছিলেন । ২০১৪ সালে তিনি এ ওগারেভ কোর্সের অ্যাক্টর ডিগ্রি নিয়ে রুশ বিশ্ববিদ্যালয় থিয়েটার আর্টস (জিআইটিআইএস) থেকে স্নাতক হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি রুশ একাডেমি অফ মিউজিক থেকে পড়াশোনা করেছেন এবং তিনি মস্কোয় থাকেন।[৬]

সতীর জন্ম কাবার্ডিনো-বালকরিয়ায় । তিনি অ্যাডিজে জাতির লোক।তিনি মুসলিম পরিবারে বড় হন।[৭] পরে তিনি হিন্দুধর্ম গ্রহণ করেন এবং নিরামিষযোগব্যায়াম অনুশীলন করতে শুরু করেন।[৮][৯][১০] ২০১৭ সালের ৮ অক্টোবর সতী ইতালীয় ফটোগ্রাফার স্টেফানো টিয়োজোর সাথে ভ্লাদিকাভকাজে বিয়ে করেন। সতী এবং তাঁর স্বামী মরিশাসের হিন্দু গুরু স্বামী বিশ্বানন্দের অনুসারী।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "7Дней.ру – Новости, интервью, фото и видео звезд"7Дней.ру। ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. (রুশ ভাষায়) Star Factory Questionnaire Retrieved on 7 September 2008
  3. "Russian Fashion News"। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  4. "NewsMusic.ru"। ৭ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  5. Staff, Scroll। "Watch: On Mahatma Gandhi's 150th birth anniversary, Russian singer sings bhajan 'Vaishnav Jan To'"Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৬ 
  6. (রুশ ভাষায়) Simple Sati Retrieved on 7 September 2008
  7. "প্রধানমন্ত্রী মস্কোতে 'ফ্রেন্ডস্ অব ইন্ডিয়া' অনুষ্ঠানে অংশ নিয়েছেন"www.pmindia.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৬ 
  8. "Как Сати Казанова пришла к духовности и вегетарианству"। Yoga TV। ৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ 
  9. "Духовный поиск Сати Казановой"Передача "Вдохновение"। ১৭ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ 
  10. "বিশ্বের বিখ্যাত নিরামিষাশীদের: তালিকা | সমাজ | June 2021"istanbulbear। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা