সঞ্জীবনী বাবুরাও যাদব (জন্ম: ১২ জুলাই ১৯৯৬) একজন ভারতীয় দীর্ঘ-দূরত্ব ক্রীড়াবিদ যিনি ৫০০০ মিটার এবং ১০,০০০ মিটারে অংশ গ্রহণ করেন। এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে ৫,০০০ মিটার ব্রোঞ্জ এবং ২০১৯ সালে ১০,০০০ মিটারে ব্রোঞ্জ পদক জয় করেন।

সঞ্জীবনী যাদব
২০১৭ তে এশিয়ান আথলেতিক চ্যাম্পিয়নশিপে সঞ্জীবনী
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1996-07-12) ১২ জুলাই ১৯৯৬ (বয়স ২৭)
নাশিক, ভারত
শিক্ষাসাবিত্রীবাই ফুলে পুণে ইউনিভার্সিটি[১]
উচ্চতা১.৫৪ মিটার (৫ ফুট  ইঞ্চি)
ওজন৩৮ কেজি
ক্রীড়া
ক্রীড়ামহিলা অ্যাথলেটিক্স
বিভাগ৫,০০০ মিটার, ১০,০০০ মিটার

সঞ্জীবনী মহারাষ্ট্রের নাশিক শহরে জন্মগ্রহণ করেন.[২] ভোঁসলে সামরিক কলেজে পড়াশুনা করার সময়েই সিভিল সার্ভেন্ট পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তিনি দীর্ঘ-দূরত্বের দৌড়ের প্রতি আগ্রহী হন.[৩] ২০১৩ সালে প্রথম এশিয়ান স্কুল মিটে তিনি তিনটি পদক জিতেছেন। ২০১৬ দিল্লী ম্যারাথনে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন.[২]

তিনি কবিতা রাউত-এর প্রশিক্ষক বিজেন্দ্র সিং এর কাছে প্রশিক্ষণ নেন। . ২০১৭ সালে, তিনি এশিয়ান অ্যাথলেটিক গেমসে মহিলাদের ৫০০০ মিটারে ব্রোঞ্জ পদক জয় করেন.[৪] এবং ১০,০০০ মিটারে পঞ্চম স্থান লাভ করেন। ২০১৮ সালে এশিয়ান, ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ৮০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জয় করেন।.[৫]। ২০১৯ সালের দোহাতে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক গেমসে ১০,০০০ মিটারে ৩২:৪৪.৯৬ মিনিটে (তার সেরা) তিনি ব্রোঞ্জ পদক জয় করেন।[৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. 2017 Universiade bio[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Athletes"sportsnest.org (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  3. "Silver-winning Sanjeevani Jadhav from Maharashtra at Olympiad wants to become civil servant"dna (ইংরেজি ভাষায়)। ২০১৩-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  4. "Sanjivani Jadhav: Another middle-distance star emerges from Nashik"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  5. https://www.hindustantimes.com/other-sports/sanjeevani-jadhav-wins-bronze-in-asian-cross-country-championship/story-euicVEXZykXbzMrDQdsKpK.html
  6. https://sportscafe.in/articles/athletics/2019/apr/24/asian-athletics-championships-swapna-barman-mixed-relay-team-bag-silver-on-day-3