সচিন রাজ্য
সচিন রাজ্য (গুজরাটি: સચીન રિયાસત; উর্দু: سچن ریاست) ছিল ব্রিটিশ ভারতে বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত সুরাট এজেন্সির (সাবেক কানদেশ এজেন্সি) একটি দেশীয় রাজ্য। বর্তমান গুজরাতের সুরাট জেলার দক্ষিণাঞ্চলীয় শহর সচিন ছিল রাজ্যের রাজধানী।
সচিন রাজ্য সচিন রিয়াসাত સચીન રિયાસત سچن ریاست | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৭৯১–১৯৪৮ | |||||||
পতাকা | |||||||
![]() সুরাট এজেন্সিতে সচিন রাজ্য (গোলাপি রঙ) | |||||||
আয়তন | |||||||
• ১৯৩১ | ১২৭ বর্গকিলোমিটার (৪৯ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯৩১ | 22107 | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৭৯১ | ||||||
১৯৪৮ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | সুরাট জেলা, গুজরাত |


ইতিহাস সম্পাদনা
১৭৯১ সালে সচিন রাজ্য প্রতিষ্ঠিত হয়। ৮৫% হিন্দু অধ্যুষিত এই রাজ্যের শাসক ছিল আফ্রিকান বংশোদ্ভূত সুন্নি সিদি রাজবংশ।[১]
ব্রিটিশ প্রটেক্টরেট হওয়ার পূর্ব পর্যন্ত সচিন রাজ্য মারাঠা পেশওয়ার সুরক্ষার অধীনে ছিল। ১৮২৯ সালে রাজ্য দেউলিয়া হয়ে যায় এবং ১৮৩৫ থেকে ১৮৬৪ সালের মধ্যে রাজ্য ব্রিটিশ বেসামরিক প্রশাসনের অধীনে ছিল। রাজ্যের নিজস্ব অশ্বারোহী বাহিনী, মুদ্রা, স্টাম্প কাগজ এবং আফ্রিকান সদস্যসহ রাষ্ট্রীয় ব্যান্ড ছিল।
ভারতীয় চলচ্চিত্রের প্রথমদিককার অন্যতম সুপারস্টার ফাতেমা বেগম সচিনের নবাব দ্বিতীয় সিদি ইবরাহিম মুহাম্মদ ইয়াকুত খানের স্ত্রী ছিলেন বলে কথিত রয়েছে। তবে রাজপরিবারের সূত্রে এ বিষয়ে কিছু জানা যায় না।[২]
১৯৪৮ সালের ৮ মার্চ সচিন রাজ্য ভারতীয় ইউনিয়নে যোগ দেয়। এরপর রাজ্য বোম্বে প্রদেশের সুরাট জেলার অংশ হয়।[৩][৪]
শাসক সম্পাদনা
সচিনের শাসকদের নবাব উপাধি দ্বারা সম্বোধন করা হত। ব্রিটিশ কর্তৃপক্ষ রাজ্যকে ৯টি গান স্যালুট অনুমোদন করেছিল।[৫]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Pandey, Vikash (১৯ ডিসেম্বর ২০১৪)। "Africans in India: From slaves to reformers and rulers"। Newspaper। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ RoyalArk - Princely State of Sachin 3
- ↑ Hunter, Sir William Wilson. The Imperial Gazetteer of India. London, Trübner & Co., 1885
- ↑ Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
- ↑ Princely States of India
বহিঃসংযোগ সম্পাদনা
- উইকিমিডিয়া কমন্সে সচিন রাজ্য সম্পর্কিত মিডিয়া দেখুন।