সংঘর্ষ (১৯৯৫-এর চলচ্চিত্র)
(সংঘর্ষ (১৯৯৫) থেকে পুনর্নির্দেশিত)
সংঘর্ষ ১৯৯৫ সালের একটি বাংলা একশনধর্মী চলচ্চিত্র। লক্ষীচিত্রম এর ব্যানারে নির্মিত এই ছবিটির পরিচালক হরনাথ চক্রবর্তী ও প্রযোজক প্রবীর রক্ষিত।[১]
কাহিনী সম্পাদনা
একটি গ্রামের হসপিটালে ডাক্তার হয়ে আসেন কলকাতার মেধাবী ছাত্র শুভঙ্কর। তিনি এসেই বুঝতে পারেন গ্রামের উত্তরপাড়া আর দক্ষিণপাড়ার দুই বেকার যুবক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই দুই যুবক রানা আর ভোম্বল নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই করে আর সাধারণ জনগনকে ভয় দেখায়। কিন্তু এদের ব্যবহার করে রাজনৈতিক নেতারা, নিজের উদ্দেশ্যে। শুভঙ্কর এদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। রক্তক্ষয়ী সংঘর্ষের শেষে দুই যুবক বুঝতে পারে যে তারা ব্যবহার হচ্ছে ক্ষমতাশালী দুর্বৃত্তের দ্বারা।
অভিনয় সম্পাদনা
- প্রসেনজিত - ভোম্বল
- তাপস পাল - রানা
- রঞ্জিত মল্লিক - শুভঙ্কর
- মনোজ মিত্র
- তরুণ কুমার
- রুমা গুহঠাকুরতা
- অভিষেক চ্যাটার্জী
- অনুপ কুমার
- সাবিত্রী চট্টোপাধ্যায়
- লাবণী সরকার
- দুলাল লাহিড়ী
- চুমকি চৌধুরী
- সোমাশ্রী চাকি
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Sangharsha (1995) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"। Cinestaan। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১০।