শ্রী শ্রী বারাহী দেবীর মন্দির, আমিশাপাড়া

হিন্দু মন্দির, নোয়াখালী, বাংলাদেশ

শ্রী শ্রী বারাহী দেবীর মন্দির নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের একটি প্রাচীন হিন্দু মন্দির।[১][২]

শ্রী শ্রী বারাহী দেবীর মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলানোয়াখালী জেলা
ঈশ্বরবরাহী
অবস্থান
অবস্থানআমিশাপাড়া,
সোনাইমুড়ি উপজেলা
দেশবাংলাদেশ
স্থাপত্য
প্রতিষ্ঠাতাবিশ্বম্ভর শূর
রানী শশীমুখী (পুনঃপ্রতিষ্ঠা)
বিনির্দেশ
দৈর্ঘ্য৩৬ ফুট
প্রস্থ৩৬ ফুট
উচ্চতা (সর্বোচ্চ)১১.২৫ ফুট
মন্দির৩ টি
উপাদানসমূহচুন, সুরকি ও ইট

ইতিহাস সম্পাদনা

কথিত আছে যে, রাজা আদিশূরের পুত্র বিশ্বম্ভর শূর ভুলুয়ায় রাজধানী স্তাহপন করে বারাহী দেবীর মন্দির স্থাপন করেছিলেন। তখন এই মন্দির ছিল ভুলুয়া সন্নিহিত কল্যানপুরে। পরবর্তী কালে রুদ্র মানিক্যের পত্নী রানী শশীমুখী আমিশাপাড়া গ্রামে মন্দির নির্মান করে বারাহী দেবিকে পুনঃ প্রতিষ্ঠিত করে। এ মন্দির নিয়ে কেউ তেমনা গবেষনা না হওয়ায়, প্রত্নতাত্ত্বিকরা এখনো বারাহী দেবীর মন্দিরের নির্মান কাল নির্নয় করতে পারিনি ।[১]

মন্দিরের বিবরণ সম্পাদনা

পর্যবেক্ষণে দেখা গেছে বারাহী দেবীর মন্দির টি চুন, সুরকি, ইট দ্বারা নির্মিত এবং ইহার দেওয়াল বাটালি গুড়ের অনুরূপ ইট দ্বারা প্রতিস্থাপিত । বারেন্দাসহ মন্দিরের দৈর্ঘ্য ৩৬ ফুট এবং প্রস্থ ও ৩৬ ফুট উচ্চতা ১১.২৫ ফুট। ইহার দেওয়ালের ঘনত্ব ২.২৫ ফুট। বর্গাকৃতি মন্দিরটির পশ্চিমদিক ব্যতীত অপর তিন দিকের বাররেন্দায় ১০টি সরু ও পিলার বা স্তম্ভ রয়েছে। মূল মন্দিরের প্রবেশ দ্বারে দুটি বড় অষ্টভূজাকৃতি স্মম্ভের ওপরের দেওয়ালে পদ্মফুলের কলি সাদৃশ্য নকশা পরিলক্ষিত হয়। মন্দিরের উত্তর ও পূরবে একটি করে মোট দুটি দরজা এবং দক্ষিনে একটি ও পূর্বে দুটি জানালা বিদ্যমান । পূর্বপার্শ্বে টিনসেডের একটি নাট মন্দির সংযুক্ত রয়েছে এবং মন্দির সংলগ্ন উত্তর পার্শে রয়েছে ষষ্ঠাভূজাকৃতি রাধাকৃষ্ণ মন্দির। যা এখনো নির্মানাধীন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শ্রী শ্রী বারাহী দেবীর মন্দির"amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০ 
  2. "Untitled Document"lakshmipurbarta.net.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২০