শ্রীলঙ্কা রূপবাহিনি কর্পোরেশন

শ্রীলঙ্কার রাষ্ট্রীয় দূরদর্শন সংস্থা
(শ্রীলঙ্কা রূপবাণী কর্পোরেশন থেকে পুনর্নির্দেশিত)

শ্রীলঙ্কা রূপবাহিনি কর্পোরেশন (সংক্ষেপে:এসএলআরসি);(সিংহলি:ශ්‍රී ශ්‍රී ලංකා සංස්ථාව);(যথিকা রূপবাহিনি লিমিটেড বা কেবল রূপবাহিনি নামেও পরিচিত) হলো শ্রীলঙ্কার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ও যা ১৯৮২ সালের ১৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়। এটি সিংহলি,তামিলইংরেজিতে তিনটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করে। এটি শ্রীলঙ্কার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান।

শ্রীলঙ্কা রূপবাহিনি কর্পোরেশন
ধরনরাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান
শিল্পসংবাদ মাধ্যম
বিনোদন
প্রতিষ্ঠাকাল১৪ ফেব্রুয়ারি ১৯৮২; ৪২ বছর আগে (1982-02-14)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
শ্রীলঙ্কা
আয়বৃদ্ধি Rs ১.৯৫১ বিলিয়ন (২০১৫)[১]
নেতিবাচক বৃদ্ধি Rs −৩৩৮.৯ মিলিয়ন (২০১৫)[১]
নেতিবাচক বৃদ্ধি Rs −371.7 million (2015)[১]
মোট সম্পদহ্রাস Rs ১.৯৮৫ বিলিয়ন (২০১৫)[১]
মোট ইকুইটিহ্রাস Rs ১.২১৯ বিলিয়ন (২০১৫)[১]
কর্মীসংখ্যা
বৃদ্ধি ১,০৩০ (২০১৫)[১]
মাতৃ-প্রতিষ্ঠানতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (শ্রীলঙ্কা)
অধীনস্থ প্রতিষ্ঠানচ্যানেল আই
নেত্রা টিভি
এনটিভি (শ্রীলঙ্কা)
ওয়েবসাইটwww.rupavahini.lk

ইতিহাস

সম্পাদনা

১৯৮২ সালের ২৩ জানুয়ারি,শ্রীলঙ্কার একটি সরকারি আইনের অধীনে এসএলআরসি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এটি সে বছর ১৪ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয় এবং পরের দিন ১৫ ফেব্রুয়ারী সম্প্রচার শুরু করে।

১৯৯৯ সালের ২ এপ্রিল,শ্রীলঙ্কা রূপবাহিনির অধীনে "রূপবাহিনি ২" নামের একটি চ্যানেল চালু করে যা ২০০০ সালে "চ্যানেল আই" নামে পূণরায় নামকরণ করা হয়।[২] ২০১৮ সালে এটি "নেত্রা টিভি" নামের আরো একটি টেলিভিশন চ্যানেল চালু করে।

সরকারবিরোধী বিক্ষোভে হামলা

সম্পাদনা

২০২২ সালে শ্রীলঙ্কায় তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ১৩ ই জুলাই কলোম্বোয় অবস্থিত শ্রীলঙ্কা রূপবাহিনির সদর দপ্তরে হামলা চালায়। তারা রূপবাহিনিকে সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রচারের জন্য আহ্বান জানায়। বিক্ষোভকারীরা রূপবাহিনির অফিসে প্রবেশ করে নিজেরাই সরকারবিরোধী সংবাদ পাঠ করা শুরু করে। এ ঘটনার কিছুক্ষণ পরেই রূপবাহিনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।[৩][৪]

চ্যানেল সমূহ

সম্পাদনা
  • রূপবাহিনি: এটি সিংহলি ভাষার চ্যানেল এবং এসএলআরসির প্রধান চ্যানেল। এটি প্রতিদিন ২০ ঘন্টা সম্প্রচার করে থাকে। এটিতে সংবাদ,চলচ্চিত্র,শিক্ষামূলক অনুষ্ঠান,আলোচনা অনুষ্ঠান ইত্যাদি সম্প্রচারিত হয়।
  • চ্যানেল আই (ইংরেজি:Channel eye): এটি ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল। এটি প্রতিষ্ঠার শুরুতে "চ্যানেল ২" নামে পরিচিত ছিল। এটি তথ্যচিত্র ও ক্রীড়া ইভেন্ট যেমন:ক্রিকেট,ফুটবল,ভলিবল ইত্যাদি সম্প্রচার করে থাকে।
  • নেত্রা টিভি: এটি একটি তামিল ভাষার চ্যানেল যা ২০০৮ সালে চ্যানেল আই-এর ফ্রিকোয়েন্সিতে দৈনিক ২ বার সম্প্রচার করা হতো। তবে ২০১৮ সালে এটি নিজস্ব ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার শুরু করে। এটি তামিল সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন চলচ্চিত্র,নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করে।
  • ২০০৯ সালে,রূপবাহিনি "এনটিভি" নামের একটি চ্যানেল চালু করে। এটির সম্প্রচার কার্যক্রম সম্পূর্ণরূপে ইংরেজিতে পারিচালিত হতো। কিন্তু ২০১৫ সালে কম রেটিং-এর কারণে এটি বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sri Lanka Rupavahini Corporation 2015 Annual Report" (পিডিএফ)Parliament of Sri Lanka। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১৬ 
  2. "'Ru Entertainment'; Rupavahini creations in DVDs"www.sundaytimes.lk। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫ 
  3. https://www.risingbd.com। "শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার স্থগিত"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫ 
  4. "Sri Lanka Crisis: শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল রূপাবাহিনীর স্টুডিওতে বসে ভাষণ বিক্ষোভকারীর, দেখুন ভিডিও | 👍 LatestLY বাংলা"LatestLY বাংলা। ২০২২-০৭-১৩। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা