শ্রীকোল ইউনিয়ন

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন

শ্রীকোল বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা, মাগুরার একটি ইউনিয়ন

শ্রীকোল
ইউনিয়ন
৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ
শ্রীকোল খুলনা বিভাগ-এ অবস্থিত
শ্রীকোল
শ্রীকোল
শ্রীকোল বাংলাদেশ-এ অবস্থিত
শ্রীকোল
শ্রীকোল
বাংলাদেশে শ্রীকোল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২০′৩৯″ উত্তর ৮৯°১৩′৪০″ পূর্ব / ২৩.৩৪৪১৭° উত্তর ৮৯.২২৭৭৮° পূর্ব / 23.34417; 89.22778 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা, মাগুরা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানকুতুবউল্লাহ হোসেন কুটি
আয়তন
 • মোট৩২.০৪ বর্গকিমি (১২.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৭৫৩
 • জনঘনত্ব৭৪০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৪৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৬১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শ্রীকোল ইউনিয়নের আয়তন ৩২.০৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়নের জনসংখ্যা ২৩,৭৫৩ জন।

ইতিহাস ও নামকরন

সম্পাদনা

প্রাচীনকালের স্বাক্ষী বহনকারী কুমার নদীর তীরে গড়ে ওঠা শ্রীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল শ্রীকোল ইউনিয়ন। এই ইউনিয়নে অনেক পুরাতন ঘর-বাড়ি,দালান-কোঠার দিক নির্দেশনা পাওয়া যায়। এখানে অনেক জমিদারের বিভিন্ন জিনিস-পত্র পাওয়া যায়।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

শ্রীপুর উপজেলার দক্ষিণাংশে শ্রীকোল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সব্দালপুর ইউনিয়ন, পশ্চিমে গড়াই নদী, দক্ষিণে গড়াই নদী,মধুখালি নদী এবং পূর্বে কাদিরপাড়া ইউনিয়নকুমার নদী

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়ন শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৯১ নং নির্বাচনী এলাকা মাগুরা-১ এর অংশ। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ড এবং ২৩টি গ্রাম রয়েছে:

  • শ্রীকোল উত্তরপাড়া
  • শ্রীকোল দক্ষিণপাড়া
  • পূর্ব শ্রীকোল
  • খোর্দ্দরহুয়া
  • বারইপাড়া
  • রাধাকান্তপুর
  • উত্তর খামারপাড়া
  • দক্ষিণ খামারপাড়া
  • সরইনগর
  • দক্ষিণ টুপিপাড়া
  • উত্তর টুপিপাড়া
  • ছোনগাছা
  • রামনগর
  • উত্তর বরিশাট
  • দক্ষিণ বরিশাট
  • দাইরপোল
  • দোসতিনা
  • দরিবিলা
  • আরাজি টুপিপাড়া
  • খালিয়া
  • চরবড়বিলা
  • খড়িচাইল
  • সেনগাতি-সরইনগর

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়নে ১টি বালিকা ও ৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ২টি মাদ্রাসা এবং ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলো:

মাধ্যমিক বিদ্যালয়

সম্পাদনা
  • শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়
  • খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়
  • বরিশাট মাধ্যমিক বিদ্যালয়

মাদ্রাসা

সম্পাদনা
  • খামারপাড়া আলিয়া মাদ্রাসা
  • বরিশাট দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়

সম্পাদনা
  • শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বরিশাট বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোর্দ্দরহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • টুপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

মাগুরা এসে রিকশা করে মাগুরা ‌নতুন বাজার যেতে হবে। মাগুরা ‌নতুন বাজার থেকে শ্রীকোল খামার পাড়া গোরস্থান প্রায় ১৪ কিলোমিটার। গোরস্থান হতে খামার পাড়া বাজার সংলগ্ন আধা কিলোমিটার দুরে শ্রীকোল ইউনিয়ন পরিষদের অবস্থান।

অর্থনীতি

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়নে জনতা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।[]

  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো-অপারেটিভ লিমিটেড
  • আল বারাকা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
  • প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • জীবন বীমা কর্পোরেশন
  • ফারইস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড[]

পেশাজীবি সংগঠন

সম্পাদনা
  • কুমার নদ যুব সংঘ
  • নিজেরা করি ভুমিহীন সংগঠন
  • আব্দুল্লাহপুর জেলে সমবায় সমিতি
  • বুড়িরপাড় যুব উন্নয়ন সমিতি
  • জিন্নতপুর কৃষক সমিতি[]

খাল ও নদী

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়নে একটিমাত্র নদী আছে যার নাম কুমার নদী এবং অসংখ্য খাল-বিল,হাওড়,বাওড় রয়েছে।

হাট-বাজার

সম্পাদনা

শ্রীকোল ইউনিয়নের হাট-বাজারের তালিকা:

  • শ্রীকোল বাজার
  • খামারপাড়া বাজার
  • খালিয়া বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • কুমার নদী
  • খালিয়া-খড়িচাইল হাজরাতলা কালী মন্দির

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান : কুতুবউল্লাহ হোসেন কুটি

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্যাংক"www.sreekolup.magura.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯ 
  2. "এনজিও"www.sreekolup.magura.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯ 
  3. "বীমা"www.sreekolup.magura.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯ 
  4. "পেশাজীবি সংগঠন"www.sreekolup.magura.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা