শ্যামল বসাক

বাংলাদেশী শিল্পী

শ্যামল কৃষ্ণ বসাক (জন্ম ১ জানুয়ারী, ১৯৬৭) একজন বাংলাদেশী শিল্পী, এবং ২০ বছর ধরে বাংলাদেশে ন্যাশনাল মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির [১] সিনিয়র শিল্পী কাম অডিও-ভিজ্যুয়াল অফিসার হিসাবে কাজ করেছেন, এবং পূর্বে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রধান শিল্পী ছিলেন।

শ্যামল বসাক
শ্যামল কৃষ্ণ বসাক
২০১৫ সালে
জন্ম (1967-01-01) ১ জানুয়ারি ১৯৬৭ (বয়স ৫৭)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণভাস্কর্য, ইন্সটলেশন আর্ট, পেইন্টিং, প্রিন্ট মেকিং, গ্রাফিক ডিজাইন, সেট ডিজাইন
উল্লেখযোগ্য কর্ম
সায়েন্স পার্ক
দাম্পত্য সঙ্গীগৌরী বশাক
পুরস্কারডাকসু একুশে পদক ১৯৯২, পোস্টার ডিজাইনে শ্রেষ্ঠত্বের জন্য পরিচর্যা পুরস্কার ১৯৯৬, বাংলাদেশ বই প্রকাশনা সংস্থা সেরা বইয়ের কভার ডিজাইন এবং চিত্রণ ১৯৮৫

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

বাংলাদেশের ময়মনসিংহের একজন বিশিষ্ট মেকআপ শিল্পী [২] নারায়ণ চন্দ্র বাশাকের ঘরে জন্মগ্রহণ করেন, শ্যামল ছোটবেলা থেকেই চারুকলার প্রতি আগ্রহী ছিলেন। [৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রিন্ট মেকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Office Personnel"www.nmst.gov.bdNational Museum of Science and Technology। ফেব্রুয়ারি ২৮, ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ১০, ২০১৬ 
  2. Islam, Aminul (জুলাই ৩, ২০১৭)। "Veteran makeup artist Narayan no more"The Daily StarDhaka, Bangladesh। সংগ্রহের তারিখ অক্টোবর ৩১, ২০১৭ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"Times of Youth। Varind Group of Companies। মার্চ ৯, ২০১৫। নভেম্বর ৯, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৬