শ্বেতা কাওয়াত্রা

ভারতীয় অভিনেত্রী

শ্বেতা কাওয়াত্রা (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৭৬) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি কহানি ঘর ঘর কি ধারাবাহিকে পল্লবী আগরওয়াল এবং কুমকুম - এক প্যায়ারা সা বন্ধন ধারাবাহিকে নিবেদিতা মিত্তলের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি বালবীর ধারাবাহিকে ভয়ঙ্কর পরী চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সি.আই.ডি., আদালত সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন।

শ্বেতা কাওয়াত্রা
২০১২ সালে শ্বেতা কাওয়াত্রা
জন্ম (1976-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৭৬ (বয়স ৪৮)[১]
জাতীয়তাভারতীয়
পেশা
কর্মজীবন১৯৯৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীমানব গোহিল[২] (বি. ২০০৪)
সন্তান

ব্যক্তিগত জীবন সম্পাদনা

শ্বেতা কাওয়াত্রা ২০০৪ সালে টিভি অভিনেতা মানব গোহিলকে বিয়ে করেছেন।[৩] মানব ও শ্বেতা নাচ বলিয়ে নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে মানব সরোজ খান কর্তৃক সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছিলেন। বিবাহের আট বছর পর ২০১২ সালের ১১ মে মানব ও শ্বেতার একজন কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম জাহারা তাবিথা।[৪][৫] শ্বেতা কাওয়াত্রা বৌদ্ধ ধর্ম পালন করেন। তিনি সোকা গাক্কাইয়ের একজন সদস্য।

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
২০০৫ মাই ব্রাদার... নিখিল আইনজীবী
২০১১ মার্ডার ২ ড. সানিয়া
২০১৬ আজহার ম্যাগাজিন সাংবাদিক বিশেষ উপস্থিতি
২০২২ রাম সেতু আইনজীবী

টেলিভিশন সম্পাদনা

  • স্যাটারডে সাসপেন্স - সুমিতা চোপড়া (পর্ব ৯৮)
  • স্টার বেস্টসেলার্স - আইনজীবী (পর্ব ২৫)
  • মৌসম
  • খৌফ - অলকা (পর্ব ১ ও ২)
  • ঘর এক মন্দির - মালা
  • থ্রিলার অ্যাট ১০ - সোনিয়া মালহোত্রা (পর্ব ১১৬ - ১২০)
  • কহানি ঘর ঘর কি - পল্লবী ভান্ডারী/পল্লবী কমল আগরওয়াল
  • রিশতে - অনু (পর্ব ১৪২)
  • কোশিশ
  • কুসুম - এশা চোপড়া/এশা পুরী
  • মিস ইন্ডিয়া
  • কৃষ্ণা অর্জুন - মারিয়া (পর্ব ৪৪ - ৪৭)
  • সি.আই.ডি. - ড. নিয়তি প্রধান (পর্ব ১৩৯ থেকে)
  • ইয়ে মেরি লাইফ হ্যায়
  • জস্সী জ্যায়সি কোই নহিঁ - মীনাক্ষী
  • সিআইডি: স্পেশাল ব্যুরো - ড. নিয়তি প্রধান
  • সাত ফেরে: সালোনি কা সফর - রেবা সেহগাল
  • ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া - প্রতিযোগী
  • জিনা ইসি কা নাম হ্যায় - অতিথি (পর্ব ৭)
  • কুমকুম – এক প্যায়ারা সা বন্ধন - নিবেদিতা মিত্তল
  • বালবীর - ভয়ঙ্কর পরী (২০১৪-২০১৫)
  • সাওয়াল এ ইশক - শ্বেতা কাওয়াত্রা
  • নাচ বলিয়ে মৌসুম ২ - প্রতিযোগী
  • সোনি মাহিওয়াল - সোনি
  • সোনু সুইটি - সুইটি
  • গাড়ি বুলা রাহি হ্যায়
  • আদালত - অ্যাডভোকেট সুরভিন খুরানা
  • ফুলওয়া - এসএসপি অমৃতা তিওয়ারি
  • তিওহার কি থালি - অতিথি
  • করলে তু ভি মহব্বত - রাধিকা অবস্থি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Happy Birthday to Vikas Manaktala, Shweta Kawatra and Iqbal Khan"Tellychakkar Dot Com (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-১০। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৫ 
  2. Mazumder, Ranjib। "TV couple Manav Gohil and Shweta Kawatra on their journey of love"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৯ 
  3. "Marriage is a lifelong commitment: Manav Gohil"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  4. "Shweta Kawatra, Manav Gohil have a baby girl"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 
  5. "I want my daughter Zahra to learn patience & resilience: Manav Gohil"The Times of India। ২০২২-০৬-১৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা