বালবীর
ভারতীয় হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিক
বালবীর হলো হিন্দি ভাষার একটি জনপ্রিয় ফ্যান্টাসি টেলিভিশন ধারাবাহিক। দেব যোশী এতে বালবীর চরিত্রে অভিনয় করেছেন। ৮ অক্টোবর ২০১২ সাব টিভি তে সম্প্রচার হওয়া শুরু হয় এবং ৪ নভেম্বর ২০১৬ শেষ হয়। [১] [২] হিন্দি ছাড়াও বাংলা ভাষায় ডাব করিয়ে বর্তমানে সনি আট চ্যানেলে প্রচারিত হচ্ছে।
বালবীর | |
---|---|
ধরন | ফ্যান্টাসি |
নির্মাতা |
|
লেখক | অমিত সেনচৌধুরী |
চিত্রনাট্য | রোহিত মালহোত্রা |
পরিচালক |
|
অভিনয়ে |
|
সুরকার |
|
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
পর্বের সংখ্যা | ১১১১ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | রাজন সিং |
প্রযোজক |
|
চিত্রগ্রাহক | পুষ্পাঙ্ক গাওয়াদে |
সম্পাদক | হেমন্ত কুমার |
ক্যামেরা সেটআপ | বহু ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | অপটিমিস্ট্রিক্স এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সাব টিভি |
ছবির ফরম্যাট | |
অডিওর ফরম্যাট | ডলবি ডিজিটাল |
মূল মুক্তির তারিখ | ৮ অক্টোবর ২০১২ ৪ নভেম্বর ২০১৬ | –
ক্রমধারা | |
পরবর্তী | বালবীর রিটার্নস |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
অভিনয়ে
সম্পাদনা- দেব জোশী – বালবীর
- অনুষ্কা সেন – মিহির দাগিল
- রুদ্র সোনি – মানব দাগিল
- কারিশমা তান্না/শ্রুতি শেঠ – রাণী পরী
- শর্মিলী রাজ – বাল পরী
- সুদীপা সিং – রাণী পরী
- অদিতি সাওয়ান – নাটখাট পরী
- শমা সিকান্দার/শ্বেতা কাওয়াত্রা – ভয়ংকর পরী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ TNN (২৫ এপ্রিল ২০১৪)। "Baal Veer over takes Mahadev in slot ranking"। Times of India। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৪।
- ↑ "SAB TV Baalveer official website"। sabtv.com। (Archived)