বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী (অন্ত-পত্ররন্ধ্রীয় বায়ুকুঠুরী বা অন্ত-পত্ররন্ধ্রীয় শ্বাসকুঠুরী) উদ্ভিদের পত্ররন্ধ্রের ঠিক নিচে অবস্থিত একটি প্রকোষ্ঠ। এটি আন্তঃকোষীয় ফাঁকাস্থানের সাথে যুক্ত থেকে একটি ব্যাপন প্রকোষ্ঠের মতো কাজ করে ও উদ্ভিদকোষের ভেতরে ও বাইরে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসীয় পদার্থের (যেমন ফেরোমন) ব্যাপন নিয়ন্ত্রণ করে।[১]

ভূট্টা পাতার বায়ুকুঠুরী

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গ্রাহাম এল ই, গ্রাহাম জে এম, উইলকক্স জে এম (২০০৬) Plant Biology (দ্বিতীয় সংস্করণ)। পিয়ারসন এডুকেশন, যুক্তরাষ্ট্র। আইএসবিএন ০-১৩-১৪৬৯০৬-১