শের লামা (জন্ম জানুয়ারি ৯, ১৯৭৩) একজন নেপালি বংশোদ্ভূত হংকং -এর ক্রিকেটার যিনি একটি একদিনের আন্তর্জাতিক এবং চারটি আইসিসি ট্রফি ম্যাচ খেলেছেন। ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে অভিষেকের সময় ওয়ানডে আন্তর্জাতিক খেলায় তিনি ছিলেন প্রথম নেপালি ক্রিকেটার। তার একমাত্র ওয়ানডে ম্যাচে তিনি ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং অর্ডারের নয় নম্বরে নেমে অপরাজিত ১৬ রান করেছিলেন, যা হংকংয়ের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল। তবে এটি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পরা ঠেকাতে পারেনি। ২০০১ সালের আইসিসি ট্রফিতে লামা চারটি ম্যাচ খেলেও সর্বোচ্চ ১৯ রান ও মোট ৩৮ রান করেছিলেন (আমেরিকার বিপক্ষে) এবং উইকেট না নিয়ে ১৬ ওভার বোলিং করেছিলেন। তিনি হংকংয়ের জাতীয় মহিলা দলের কোচিংও করেছেন।

শের লামা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশের বাহাদুর লামা
জন্ম (1973-01-09) ৯ জানুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
নেপাল
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনরাইট-আর্ম মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ 6)
১৬ জুলাই ২০০৪ বনাম বাংলাদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এক দিনের আন্তর্জাতিক লিস্ট এ আইসিসি ট্রফি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১৬ ১৬ ৩৮
ব্যাটিং গড় ১৯.০০
১০০/৫০ –/– –/– –/–
সর্বোচ্চ রান ১৬* ১৬* ১৯
বল করেছে ৯৬
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং –/– –/– –/–
উৎস: CricketArchive, ২২ জানুয়ারি ২০১১

তথ্যসূত্র সম্পাদনা