শেরপুর পৌরসভা, বগুড়া
বগুড়া জেলার একটি পৌরসভা
শেরপুর পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।
শেরপুর পৌরসভা | |
---|---|
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শেরপুর উপজেলা |
প্রতিষ্ঠা | ১৮৭৬ |
সরকার | |
• মেয়র | আলহাজ্ব মোঃ জানে আলম (খোকা) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮৪০ |
অবস্থান ও সীমানা
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনা- ওয়ার্ড: ০৯ টি
- মৌজা:
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাএ পৌরসভার মোট আয়তন ১০.৩৯৫ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ৬১,১৪১ জন।
শিক্ষা
সম্পাদনা- শিক্ষার হার
- শিক্ষার হার: ৭৫.৯৩%।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- শিক্ষা প্রতিষ্ঠান
এ পৌরসভায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২১৩টি।
- স্নাতক মহাবিদ্যালয়: ২টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ৪টি
- মহিলা কারিগরি মহাবিদ্যালয়: ১টি
- মাদ্রাসা: ২টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪টি
- বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪৮টি
- আইটি ফার্ম: ১ টি (আয়াত আইটি সলিউশন) স্বত্তাধীকারী: মোঃ সাখাওয়াত হোসেন (শাকিল)
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান মেয়র- মোঃ জানে আলম খোকা।