শেখ ফয়জুল্লাহ হলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৬শতকের মাঝামাঝি সময়ের একজন কবি।[১]

পরিচয় সম্পাদনা

তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে। কেউ বলেন পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ়। কেউ বলেন কুমিল্লা

সাহিত্য সম্পাদনা

তিনি অনেক কাব্য রচনা করেছেন। তবে, তার উল্লেখযোগ্য তিনটি কাব্যগ্রন্থগুলো হলো গাজীবিজয়, সত্যপীরবিজয় (১৫৭৫) এবং গোরক্ষবিজয়ো। এ ছাড়াও তিনি জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা ও পদাবলী কাব্য রচনা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শেখ ফয়জুল্লাহ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০