শুভ্রাংশু রায়
শুভ্রাংশু রায় বাঙালি ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ এর ২৪শে মে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি্তে যোগদান করেন। [১]
শুভ্রাংশু রায় | |
---|---|
বিধায়ক | |
কাজের মেয়াদ ২০১১ – ২০২১ | |
পূর্বসূরী | ডঃ নির্ঝরীনি চক্রবর্তী |
উত্তরসূরী | সুবোধ অধিকারী |
নির্বাচনী এলাকা | বীজপুর বিধানসভা কেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (২০১৯ পর্যন্ত) |
পিতামাতা | মুকুল রায় (পিতা) কৃষ্ণা রায় (মাতা) |
রাজনৈতিক জীবন
সম্পাদনা২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রার্থী ডঃ নির্ঝরীনি চক্রবর্তী কে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন।[২]
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রার্থী রবীন্দ্রনাথ মুখার্জি কে ৪৭ হাজার ৯৫৪ ভোটে পরাজিত করে দ্বিতীয় বার বিধায়ক নির্বাচিত হন।[৩]
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবারও এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে ভোটে লড়েন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারীর কাছে ১৩ হাজার ৩৪৭ ভোটে পরাজিত হন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Just the first phase: BJP after defection of MLAs, councillors from Trinamool Congress"।
- ↑ "103 bijpur"।
- ↑ "103 Bijpur"।
- ↑ "ফলাফল"। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।