শিল্পী (১৯৫৬ এর চলচ্চিত্র)

বাংলা চলচ্চিত্র

শিল্পী হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অগ্রগামী। এই চলচ্চিত্রটি ৩০ নভেম্বর ১৯৫৬ সালে অগ্রগামী প্রোডাকশনস ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, উত্তম কুমার, কমল মিত্র, পাহাড়ী সান্যাল এবং কালী বন্দ্যোপাধ্যায়[১][২][৩]

শিল্পী
পরিচালকঅগ্রগামী
প্রযোজকঅগ্রগামী প্রোডাকশনস
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুচিত্রা সেন
কমল মিত্র
পাহাড়ী সান্যাল
সুরকাররবীন চট্টোপাধ্যায়
মুক্তি৩০ নভেম্বর ১৯৫৬
দৈর্ঘ্য১৫১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনীসম্পাদনা

দরিদ্র পরিবারের ছোট্ট একটি ছেলে ধনী পরিবারের একটি ছোট মেয়ে ছিল। ধনী লোক (রায় বাহাদুর) খুবই কঠিন ব্যক্তি ছিল এবং আনন্দিত হয় তাদের চাকর একটি গ্রামের ছেলেকে নিয়ে আসে। ছেলেটি এবং ধনী লোকটির মেয়ে একে অপরকে ভালবাসত। এই বাড়িতে এক মাস্টার ছিলেন, তিনি রায় বাহাদুরের মেয়েকে পড়াতেন। রায় বাহাদুর ছেলে এবং মেয়েটির সম্পর্কের কথা জানতেন কিন্তু রায় বাহাদুর চান তাঁর মেয়ে তার শৈশব বন্ধুর ছেলের (অসিতবরণ) এর সাথে বিবাহ হোক। অবশেষে যখন উত্তম কুমার বিষয়টি জানতে পারল তখন তিনি তার নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন যেখানে তার বাবা অসুস্থ ছিলেন। উত্তম কুমারের বাবার পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে রায় বাহাদুর উত্তমের সাথে তার মেয়ের বিয়ে মানতে প্রস্তুত ছিলেন না। কয়েকমাস পরে তিনি সুচিত্রা সেন একটি চিঠি লেখেন। সুচিত্রা সেনের মাস্টার মশাই (পাহাড়ী সান্যাল) দিনের পর দিন রায় বাহাদুরকে বোঝানোর চেষ্টা করছিলেন। শেষ অসিতবরণ রায় বাহাদুরকে শিক্ষকের বিষয়টি জানান।

শ্রেষ্ঠাংশেসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Shilpi (1956) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"Cinestaan। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২০ 
  2. "Shilpi (1956)"Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২০ 
  3. "Uttam Kumar – Suchitra Sen Classic: Shilpi (1956) – Calcutta Tube" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২০ 

বহিঃসংযোগসম্পাদনা