শিলচর লোকসভা কেন্দ্র

আসামের লোকসভা কেন্দ্র

শিলচর লোকসভা নির্বাচনী কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের, আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। কাছাড় জেলায় অবস্থিত এই আসনটি অসংরক্ষিত। ১৯৫১ থেকে ১৯৭১ অবধি শিলচরের এই কেন্দ্রটির নাম ছিল কাছাড় লোকসভা কেন্দ্র।

শিলচর লোকসভা কেন্দ্র
আসামে শিলচর লোকসভা কেন্দ্রের অবস্থান
অস্তিত্ব১৯৫২
সংরক্ষণনেই
বর্তমান সাংসদড. রাজদীপ রায়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যআসাম
মোট ভোটদাতা১১,৯১,২৮৯
বিধানসভা কেন্দ্র

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০১৪ খ্রিস্টাব্দে আসাম লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১০,৬০,১৭৫ জন।[১] যার মধ্যে ৫,৫৪,৫৪০ জন পুরুষ, ৫,০৫,৫৫৮ জন নারী ছিলেন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৭৭ জন।

২০১৯ খ্রিস্টাব্দে শিলচর কেন্দ্রের ভোটার সংখ্যা বেড়ে হয় ১১,৯১,২৮৯ জন।[২] ভোটার পরিসংখ্যান নিম্নরূপ:

লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র ভোটকেন্দ্রের সংখ্যা পুরুষ ভোটার মহিলা ভোটার তৃতীয় লিঙ্গের ভোটার মোট ভোটার
১. করিমগঞ্জ ৯. শিলচর ২৫৫ ১,১০,১১৪ ১,১০,৩৭৫ ১৭ ২,২০,৫০৬
১০. সোনাই ২১৯ ৮৮,৭৮১ ৮৪,১০৫ ১,৭২,৮৯১
১১. ধলাই (তজা) ২০৬ ৯২,১৮৩ ৮৩,১৩০ ১,৭৫,৩১৫
১২. উধারবন্দ ১৯৬ ৭৭,৮০১ ৭২,৯৪১ ১৪ ১,৫০,৭৫৬
১৩. লক্ষীপুর ১৯২ ৮১,১০০ ৭৪,৩৫৪ ১৭ ১,৫৫,৪৭১
১৪. বড়খোলা ১৭৫ ৭৩,৩৪২ ৬৮,৯৭১ ১১ ১,৪২,৩২৪
১৫. কাটিগড়া ২১৮ ৯০,৬১০ ৮৩,৪০৭ ১,৭৪,০২৬
১,৪৬১ ৬,১৩,৯৩১ ৫,৭৭,২৮৩ ৭৫ ১১,৯১,২৮৯

বিধানসভা কেন্দ্রসমূহ সম্পাদনা

শিলচর লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খন্ডসমূহে সংগঠিত হয়েছে:[৩]

নির্বাচনী কেন্দ্র সংখ্যা নাম সংরক্ষণ (তফসিলি জাতি / তফসিলি উপজাতি / নেই) জেলা দল বিধায়ক
শিলচর নেই কাছাড়

বিজেপি

দীপায়ন চক্রবর্তী
১০ সোনাই নেই কাছাড়

এআইইউডিএফ

করিম উদ্দিন বড়ভূঁইয়া
১১ ধলাই তজা কাছাড়

বিজেপি

পরিমল শুক্লবৈদ্য
১২ উধারবন্দ নেই কাছাড়

বিজেপি

মিহিরকান্তি সোম
১৩ লক্ষ্মীপুর নেই কাছাড় বিজেপি কৌশিক রায়
১৪ বড়খোলা নেই কাছাড়

আইএনসি

মিসবাহুল ইসলাম লস্কর
১৫ কাটিগড়া নেই কাছাড়

আইএনসি

খলিল উদ্দিন মজুমদার

সংসদ সদস্য সম্পাদনা

টীকা

ভারতীয় জাতীয় কংগ্রেস
ভারতীয় জনতা পার্টি
নির্বাচন প্রার্থী[৪] দল
১৯৭৭ রাশিদা চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮০ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৪ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৯ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১ কবীন্দ্র পুরকায়স্থ ভারতীয় জনতা পার্টি
১৯৯৬ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৮ কবীন্দ্র পুরকায়স্থ ভারতীয় জনতা পার্টি
১৯৯৯ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৪ সন্তোষ মোহন দেব ভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৯ কবীন্দ্র পুরকায়স্থ ভারতীয় জনতা পার্টি
২০১৪ সুস্মিতা দেব ভারতীয় জাতীয় কংগ্রেস

নির্বাচন ফলাফল সম্পাদনা

২০১৯ সাধারণ নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০১৯:শিলচর[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি ড. রাজদীপ রয় ৪,৯৯,৪১৪ ৫২.৫৯ +১৪.৯৩
কংগ্রেস সুস্মিতা দেব ৪,১৭,৮১৮ ৪৩.৯৯ +১.৯২
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৮,৫৪৭ ০.৯০ +০.৩৬
সংখ্যাগরিষ্ঠতা ৮১,৫৯৬ ৮.৬০ +৪.১৯
ভোটার উপস্থিতি ৯,৫০,৬৯০ ৭৯.৫১ +৪.০৬
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৬.৫০

২০১৪ সাধারণ নির্বাচন সম্পাদনা

২০১৬ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ১৬তম লোকসভার গঠন লক্ষ্যে ভারতের মোট ৫৪৩ লোকসভা কেন্দ্রের সবকয়টির সংসদ সদস্যদের নির্বাচন করতে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয়টি পর্বে চলে যা দেশের ইতিহাসে দীর্ঘতম নির্বাচন।

সাধারণ নির্বাচন, ২০১৪: শিলচর[৬]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস সুস্মিতা দেব ৩,৩৬,৪৫১ ৪২.০৭ +১৩.৪২
বিজেপি কবীন্দ্র পুরকায়স্থ ৩,০১,২১০ ৩৭.৬৬ +২.২৯
গণতান্ত্রিক মোর্চা কুতুব আহমেদ মজুমদার ৮৫,৫৩০ ১০.৬৯ -১৮.৬৬
অগপ বিজয় কৃষ্ণ নাথ ৭,৬৭৯ ০.৯৬ +০.৯৬
উপরের কেউই না উপরের কেউই না ৪,৩১০ ০.৫৪ ---
আম আদমী পার্টি আব্দুল মান্নান বড়ভূইঞা ৩,১১৮ ০.৩৮৯ ---
সংখ্যাগরিষ্ঠতা ৩৫,২৪১ ৪.৪১ ১.৬১
ভোটার উপস্থিতি ৭,৯৯,৮৩০
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০০৯ সাধারণ নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০০৯ :শিলচর[৭]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কবীন্দ্র পুরকায়স্থ ২,৪৩,৫৩২ ৩৫.৩৭
গণতান্ত্রিক মোর্চা বদরুদ্দিন আজমল ২,০২,০৬২ ২৯.৩৫
কংগ্রেস সন্তোষ মোহন দেব ১,৯৭,২৪৪ ২৮.৬৫
সিপিআই(এম) দীপক ভট্টচার্য্য ১১,৮৩১ ১.৭২
নির্দল মনিষ ভট্টচার্য্য ৭,০৯৩ ১.০৩
সংখ্যাগরিষ্ঠতা ৪১,৪৭৯ ৬.০২
ভোটার উপস্থিতি ৬,৮৮,৫৪৬ ৭০.৩৭%
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২১ 
  2. http://ceoassam.nic.in/ls2004/ls2019.html
  3. "লোকসভা এবং বিধানসভা সমষ্টিসমূহের তালিকা" (পিডিএফ)আসাম। ভারতের নির্বাচন কমিশন। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫ 
  4. "List of winner/current and runner up MPs Silchar Parliamentary Constituency"Assam। elections.in। 
  5. 2019 India General election results Silchar election.in
  6. India General election 2014 results Silchar election.in
  7. "সমষ্টি অনুসারে বিস্তারিত ফলাফল" (পিডিএফ)। ভারতের নির্বাচন কমিশন। পৃষ্ঠা 153। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪