শিরক (ইসলাম)

(শির্‌ক থেকে পুনর্নির্দেশিত)

শিরক (আরবি: شرك) বলতে ইসলাম ধর্মে, পৌত্তলিকতা বা বহুঈশ্বরবাদ চর্চা করার পাপকে বুঝায়। অর্থাৎ শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে নির্ধারিত করা বা তার উপাসনা করা। শাব্দিকভাবে এর দ্বারা এক বা একাধিক কোন কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও কর্তৃত্বের অংশীদার সাব্যস্ত করাকে বুঝায়। এটি তাওহিদের পরিপন্থী একটি বিষয়। ইসলামে শিরক হলো একটি অমার্জনীয় অপরাধ যদি না মৃত্যু নিকটবর্তী হবার পূর্বে আল্লাহ্‌র নিকট এই অপরাধের জন্যে ক্ষমা চেয়ে না নেয়া হয়। ইসলামের নির্ভরযোগ্য তথ্য অনুসারে, আল্লাহ্ তায়ালার কাছে ক্ষমা না চাইলেও মৃত্যুর পর নিজের বিচার অনুসারে তার ইবাদতকারীদের যে কোনো ভুল ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের অপরাধী দুনিয়াতে ক্ষমা না চাইলে কখনোই ক্ষমা করবেন না।[][][]

আল্লাহ তায়ালা শিরকের বিপরীত তাওহিদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে,

বলঃ তিনিই আল্লাহ। একক/অদ্বিতীয়।

আল্লাহ্ কারও মুখাপেক্ষী নন। তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন,

এবং তাঁর সমতুল্য কেহই নেই। সুরাতুল ইখলাস।

প্রকারভেদ

সম্পাদনা

শিরক প্রধানত তিন প্রকার। যথা:

  1. আল্লাহ্‌র সত্তার সাথে শিরক করা (আত-তাওহিদুর রুবুবিয়াহ্‌র বিপরীত)। যেমন: আল্লাহ্‌র স্ত্রী, পুত্র, কন্যা আছে বলে বিশ্বাস করা।
  2. আল্লাহ্‌র ইবাদতে শিরক করা (আত-তাওহিদুল উলুহিয়্যাহ্‌র বিপরীত)।
  3. আল্লাহ্‌র গুণাবলিতে শিরক করা (তাওহিদুল আসমা ওয়াস-সিফাতের বিপরীত)। যেমন: নবী, রাসুল ও আওলিয়াগণ নিজে থেকে গায়েব জানেন বলে মনে করা, কারণ গায়েবের জ্ঞান শুধু আল্লাহ্ জানেন।

মূর্তিপূজা

সম্পাদনা

ইসলামী মূর্তিপূজার শিরকের অন্তর্ভুক্ত। ইবনে কাসির বলেন, প্রত্যেক পূজার মূর্তির সাথে একটি করে নারী শয়তান জিন থাকে, মূর্তিপূজারীরা মূলত এই নারী জিনের পূজা করে থাকে।[] মক্কা বিজয়ের পরে মুহাম্মাদ (সা:)-এর নির্দেশে খালেদ ইবনু ওয়ালীদ বিখ্যাত ‘উজ্জা’ মূর্তি ধ্বংস করার সময় সেখান থেকে বেরিয়ে আসা ঘোর কৃষ্ণবর্ণ বিক্ষিপ্ত চুল বিশিষ্ট একটা নগ্ন নারী জিনকে দ্বিখন্ডিত করেন।[] আল্লাহ বলেন,

إِنْ يَدْعُوْنَ مِنْ دُونِهِ إِلاَّ إِنَاثًا وَإِنْ يَدْعُوْنَ إِلاَّ شَيْطَانًا مَرِيْدًا ‘আল্লাহকে ছেড়ে এরা নারীদের আহবান করে। বরং এরা বিদ্রোহী শয়তানকে আহবান করে’

— (নিসা ৪/১১৭)।

এখানে - ৩টা (নারী) বলতে হয় সেই মূর্তি বা দেবীগুলোকে বুঝানো হয়েছে, যাদের নাম ছিল স্ত্রীবাচক। যেমন - উয্যা, মানাত, নায়েলা ইত্যাদি। অথবা এ থেকে ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে। কেননা - আরবের মুশরিকরা ফিরিশতাদেরকে আল্লাহর বেটী গণ্য করত এবং তাদের ইবাদত করত। মূর্তি, ফিরিশতা বা অন্য কোন সত্তার ইবাদত করার মানেই হল প্রকৃতার্থে শয়তানের ইবাদত করা। কারণ, শয়তানই মানুষকে আল্লাহ থেকে সরিয়ে অন্যের আস্তানা ও চৌকাঠে সিজদায় ঝুঁকিয়ে দেয়। পরের আয়াতে এ কথাই আলোচিত হয়েছে। [তাফসীর : আহসানুল বায়ান]

উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আ'নহু বলেছেন -

"তোমরা মুশরিকদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না। কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।”[]

জাদুবিদ্যা

সম্পাদনা

যাদু বিদ্যা এবং কালো জাদু শিরকের অন্তর্ভুক্ত।

জ্যোতিষ শাস্ত্র

সম্পাদনা

ভাগ্য গণনা ও জ্যোতিষ শাস্ত্র শিরকের অন্তর্ভুক্ত।

সর্বেশ্বরবাদ

সম্পাদনা

সর্বেশ্বরবাদ ইসলামের দৃষ্টিতে শিরক।

ওয়াহাদাতুল উজুদ

সম্পাদনা

সুন্নি দৃষ্টিভঙ্গি অনুযায়ী, সুফি মতবাদ ওয়াহদাতুল উজুদ শিরকের অন্তর্ভুক্ত, যা সৃষ্টি ও স্রষ্টাকে এক অস্তিত্ব হিসেবে দেখে। সুন্নির দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এটি ইন্দো ইউরোপীয় প্রাচীন ধর্মের সর্বেশ্বরবাদী ধারণা ও হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তবাদ হতে উদ্ভূত।

মৃতব্যক্তির আত্মার নিকট দোআ চাওয়া

সম্পাদনা

ইসলামী মৃত ব্যক্তির আত্মার কোন প্রকার উপকার বা ক্ষতি করার ক্ষমতা নেই। তাই তাদের নিকট দোয়া বা সাহায্য চাওয়া ইসলামী শিরকের অন্তর্ভুক্ত।

তৎকালীন মক্কার মুশরিকদের অবস্থা

সম্পাদনা

মক্কার মুশরিকরা আল্লাহ্‌র অস্তিত্ব ও প্রতিপালকত্বে বিশ্বাস করতো। একইসাথে তারা বিভিন্ন মূর্তি, পাথর, গাছ, নক্ষত্র, ফেরেশতা, জিন, মৃতব্যক্তি ইত্যাদি বস্তু ও জীবের ইবাদত বা উপাসনা করতো। আল্লাহ্ ছাড়াও ঐসব দেবদেবীকে ভয়-ভীতি, আশা-আকাঙ্খার সাথে ডাকা, বিপদে তাদের কাছে সাহায্য, আশ্রয়, উদ্ধার প্রার্থনা করা এবং তাদের নামে জবাই ও মানত করা ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে শিরক করতো। কুরআনে বলা হয়েছে:

"আর তুমি যদি জিজ্ঞাসা কর, আসমানসমূহ ও যমিন কে সৃষ্টি করেছেন? তারা (মুশরিকরা) অবশ্যই বলবে, মহাপরাক্রমশালী সর্বজ্ঞই কেবল এগুলো সৃষ্টি করেছেন।"[কুরআন ৪৩:৯]

কুরআনে আরও বলা হয়েছে,

"তাদের অধিকাংশ আল্লাহ্‌র প্রতি বিশ্বাস করে, তবে (উপাসনায়) শির্‌ক করা অবস্থায়।"[কুরআন ১২:১০৬]

মক্কার মুশরিকরা দাবি করত যে, দেবদেবীকে ডাকলে বা উপাসনা করলে এরা আল্লাহ্‌র নৈকট্য মিলিয়ে দেয়। কুরআনে বলা হয়েছে,

"জেনে রেখ, আল্লাহ্‌র জন্যই বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য। আর যারা আল্লাহ্ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, ‘আমরা কেবল এজন্যই তাদের উপাসনা করি যে, তারা আমাদেরকে আল্লাহ্‌র নিকটবর্তী করে দেবে।’..."[কুরআন ৩৯:৩]

তারা আরও দাবি করত যে, দেবদেবীরা আল্লাহ্‌র দরবারে আমাদের জন্য সুপারিশ করে আমাদের প্রয়োজন মিটিয়ে দিবেন। কুরআনে বলা হয়েছে,

"আর তারা আল্লাহ্ ছাড়া এমন কিছুর ইবাদত করছে, যা তাদের ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। আর তারা বলে, ‘এরা আল্লাহ্‌র নিকট আমাদের সুপারিশকারী’। বল, ‘তোমরা কি আল্লাহ্কে আসমানসমূহ ও যমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন’? তিনি পবিত্র মহান এবং তারা যা শরিক করে, তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।"[কুরআন ১০:১৮]

কুরআনে এগুলোকে মিথ্যাচার এবং তাদের মনগড়া উদ্ভাবন বলা হয়েছে,

"অতঃপর তারা আল্লাহ্‌র সান্নিধ্য লাভের জন্য আল্লাহ্‌র পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে অদৃশ্য হয়ে গেল, আর এটা তাদের মিথ্যাচার এবং তাদের মনগড়া উদ্ভাবন।"[কুরআন ৪৬:২৮]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nonbelief: An Islamic Perspective
  2. "Surah Luqman Verse 13 | 31:13 لقمان - Quran O"qurano.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩ 
  3. Sinai, Nicolai. "Key terms of the Qur'an: a critical dictionary." (2023): 1-840.
  4. At-tahreek, Monthly। "প্রশ্ন (২৮/২৬৮) : জনৈক আলেম বলেন, প্রত্যেক মূর্তির সাথে নগ্ন একটি মহিলা জিন থাকে। তাই যারা মূর্তি পূজা করে তারা মূলত ঐ নগ্ন জিনের পূজা করে। উক্ত দাবী কি সঠিক -"মাসিক আত-তাহরীক । ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৫ 
  5. ন‌াসাই কুবরা হা/১১৫৪৭, তাবাক্বাত ইবনু সা’দ ২/১৪৫-৪৬।
  6. ইমাম ইবনুল ক্বাইয়্যিম রাহিমাহুল্লাহ তাঁর 'আহকামুল জিম্মাহ' (১/৭২৩-৭২৪), সহীহ সনদে বায়হাক্বী থেকে এই রেওয়ায়েতটি বর্ণনা করেছেন
  1. These translations have been criticized by Nicolai Sinai as inaccurate. According to him, the terms idolatry and polytheism have a narrow definition of worshipping images, betraying the Quranic meaning. In the Quran, those who commit shirk may place an idol, but the sin itself consists of associating something with God.[]

বহিঃসংযোগ

সম্পাদনা