শিয়ে চেন-ইয়ে

চীনা স্বল্প-পাল্লার দৌড়বিদ

শিয়ে চেন-ইয়ে (চীনা: 谢震业; ফিনিন: Xiè Zhènyè, জন্ম ১৭ই আগস্ট, ১৯৯৩) একজন চীনা স্বল্প-পাল্লার দৌড়বিদ। সর্বশেষ ২০২০ সালের হিসাব অনুযায়ী ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০০ মিটার দৌড়ে এশিয়ার দ্রুততম পুরুষ দৌড়বিদ।[] এছাড়া ১০০ মিটার দৌড়ে শিয়ে-র সেরা ব্যক্তিগত সময় ৯.৯৭ সেকেন্ড, যার মাধ্যমে তিনি দ্বিতীয় চীনা দৌড়বিদ হিসেবে (সু পিংথিয়েনের পরে) ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেন।[] শিয়ে ২০১২ ও ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেন।

শিয়ে চেন-ইয়ে
২০১৭ সালে মাদ্রিদ শহরে শিয়ে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1993-08-17) আগস্ট ১৭, ১৯৯৩ (বয়স ৩১)
খছিয়াও জেলা, শাওশিং, চচিয়াং, চীন
উচ্চতা১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[]
ওজন৭৮ কিলোগ্রাম (১৭২ পা)[]
ক্রীড়া
দেশ গণচীন
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগ৬০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪ × ১০০ মিটার রিলে
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা৬০ মি: ৬.৫২ (বার্মিংহাম ২০১৮)[]
১০০ মি: ৯.৯৭ (মোঁত্রই ২০১৮)[]
২০০ মি: ১৯.৮৮ AR NR (London 2019)[]
পদকের তথ্য

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Xie Zhenye - Profile"। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  2. শিয়ে চেন-ইয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
  3. শিয়ে চেন-ইয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
  4. "China's Xie Zhenye wins men's 200m title in London with new Asian record"। Xinhua। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯ 
  5. "Xie Zhenye becomes China's fastest man in 100-meter event"। CGTN। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯