শিয়ে চেন-ইয়ে
চীনা স্বল্প-পাল্লার দৌড়বিদ
শিয়ে চেন-ইয়ে (চীনা: 谢震业; ফিনিন: Xiè Zhènyè, জন্ম ১৭ই আগস্ট, ১৯৯৩) একজন চীনা স্বল্প-পাল্লার দৌড়বিদ। সর্বশেষ ২০২০ সালের হিসাব অনুযায়ী ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনি ২০০ মিটার দৌড়ে এশিয়ার দ্রুততম পুরুষ দৌড়বিদ।[৪] এছাড়া ১০০ মিটার দৌড়ে শিয়ে-র সেরা ব্যক্তিগত সময় ৯.৯৭ সেকেন্ড, যার মাধ্যমে তিনি দ্বিতীয় চীনা দৌড়বিদ হিসেবে (সু পিংথিয়েনের পরে) ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেন।[৫] শিয়ে ২০১২ ও ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | খছিয়াও জেলা, শাওশিং, চচিয়াং, চীন | আগস্ট ১৭, ১৯৯৩
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[১] |
ওজন | ৭৮ কিলোগ্রাম (১৭২ পা)[১] |
ক্রীড়া | |
দেশ | গণচীন |
ক্রীড়া | মল্লক্রীড়া |
বিভাগ | ৬০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪ × ১০০ মিটার রিলে |
সাফল্য ও খেতাব | |
ব্যক্তিগত সেরা | ৬০ মি: ৬.৫২ (বার্মিংহাম ২০১৮)[২] ১০০ মি: ৯.৯৭ (মোঁত্রই ২০১৮)[২] ২০০ মি: ১৯.৮৮ AR NR (London 2019)[৩] |
পদকের তথ্য |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Xie Zhenye - Profile"। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮।
- ↑ ক খ শিয়ে চেন-ইয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- ↑ শিয়ে চেন-ইয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- ↑ "China's Xie Zhenye wins men's 200m title in London with new Asian record"। Xinhua। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।
- ↑ "Xie Zhenye becomes China's fastest man in 100-meter event"। CGTN। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।