শিবরাম চক্রবর্তী

ভারতীয় লেখক, রসিক এবং বিপ্লবী
(শিবরাম চক্রবর্তীর সাহিত্য কর্ম থেকে পুনর্নির্দেশিত)

শিবরাম চক্রবর্তী (১৩ ডিসেম্বর ১৯০৩ – ২৮ আগস্ট ১৯৮০) ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে তাঁর সাহিত্য-জীবনের শুরু।[২] প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও — 'মানুষ' ও 'চুম্বন' — কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসাভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই: মস্কো বনাম পন্ডিচেরিফানুস ফাটাই। নাটকের গ্রন্থ: যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।

শিবরাম চক্রবর্তী
শিবরাম চক্রবর্তী
শিবরাম চক্রবর্তী
জন্ম(১৯০৩-১২-১৩)১৩ ডিসেম্বর ১৯০৩
চাঁচল, মালদহ পশ্চিমবঙ্গ[১]
মৃত্যু২৮ আগস্ট ১৯৮০(1980-08-28) (বয়স ৭৬)
কলকাতা, পশ্চিমবঙ্গ
পেশাকৌতুক-কথাকার
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
ধরনকৌতুককথা বা রম্যরচনা, রাজনীতি
উল্লেখযোগ্য রচনাবলিবাড়ি থেকে পালিয়ে

জন্ম ও বংশপরিচয় সম্পাদনা

শিবরাম চক্রবর্তীর জন্ম ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর কলকাতার দর্জিপাড়ায়, নয়ানচাঁদ দত্ত লেনে, তাঁর দাদামশাইয়ের বাড়িতে।[১] তাঁর বাবা শিবপ্রসাদ চক্রবর্তী ছিলেন মালদহের চাঁচলের রাজ পরিবারের সন্তান৷ যদিও তাঁদের আদি নিবাস ছিল মুর্শিদাবাদের চোঁয়ায়৷[৩] শিবরামের মায়ের নাম ছিল শিবরানি। শিবরামের আরো দুই ভাই ছিল শিবসত্য ও শিবহরি নামে।

ব্যক্তিজীবন সম্পাদনা

শিবরাম চক্রবর্তীর জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১৩ ডিসেম্বর (বাংলার ২৭ অগ্রহায়ণ ১৩১০) কলকাতায় মাতুলালয়ে। বিদ্যালয়ে পড়তে পড়তেই তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সংস্পর্শে আসেন। এর জন্য তাকে কারাবাসও করতে হয়। এই সময় তিনি বিজলী ও ফরওয়ার্ড পত্রিকার সাংবাদিক হিসেবে কাজ করেন। ছিলেন যুগান্তর পত্রিকার প্রকাশক। তার জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছে উত্তর কলকাতার মুক্তারাম বাবু লেনের একটি মেসবাড়িতে। তিনি অনাড়ম্বর জীবন কাটাতেন। শেষ জীবনে পশ্চিমবঙ্গ সরকার তার জন্য মাসোহারার ব্যবস্থা করেছিলেন।

সাহিত্য কর্ম সম্পাদনা

উপন্যাস সম্পাদনা

তার সর্বাধিক আলোচিত উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। লিখেছেন বাড়ি থেকে পালিয়ের পর, কলকাতার হালচাল, বর্মার মামা, মনের মত বৌ, মস্কো বনাম পন্ডিচেরী সহ আরও বেশ কিছু বই। তার অমর সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধনের গল্প যা আজো পাঠকমহলে সমানভাবে সমাদৃত। প্রবন্ধ, গল্পের পাশাপাশি তিনি কিছু রম্য গোয়েন্দাকাহিনিও লিখেছিলেন। তার গোয়েন্দার নাম কল্কেকাশি

গল্প সম্পাদনা

  • হাতির সঙ্গে হাতাহাতি
  • অশ্বত্থামা হতঃ ইতি
  • ঘোড়ার সঙ্গে ঘোরাঘুরি
  • অঙ্ক সাহিত্যের যোগফল
  • জোড়া-ভরতের জীবন কাহিনী
  • হাতাহাতির পর
  • মন্টুর মাস্টার
  • নরখাদকের কবলে
  • পরোপকারের বিপদ
  • শ্রীকান্তের ভ্রমণ-কাহিনী
  • শুঁড় ওলা বাবা
  • হরগোবিন্দের যোগফল
  • বিহার মন্ত্রীর সান্ধ্য বিহার
  • পাতালে বছর পাঁচেক
  • বক্কেশ্বরের লক্ষ্যভেদ
  • একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা
  • একটি বেতার ঘটিত দুর্ঘটনা
  • আমার সম্পাদক শিকার
  • আমার ভালুক শিকার
  • আমার বাঘ শিকার
  • আমার ব্যাঘ্রপ্রাপ্তি
  • ভালুকের স্বর্গলাভ
  • কাষ্ঠকাশির চিকিৎসা
  • গোখলে গান্ধীজী এবং গোবিন্দবাবু
  • দাদুর ব্যারাম সোজা নয়
  • দাদুর চিকিৎসা সোজা নয়
  • বিজ্ঞাপনে কাজ দেয়
  • প্রবীর পতন
  • জাহাজ ধরা সহজ নয়
  • শিবরাম চকরবরতির মত কথা বলার বিপদ
  • নিখরচায় জলযোগ
  • নববর্ষের সাদর সম্ভাষন
  • কল্কেকাশির অবাক কাণ্ড
  • হর্ষবর্ধনের সূর্য-দর্শন
  • বিগড়ে গেলেন হর্ষবর্ধন
  • হর্ষবর্ধনের বাঘ শিকার
  • ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন
  • হর্ষবর্ধনের কাব্য চর্চা
  • ঋণং কৃত্বা
  • মাসতুতো ভাই
  • ছারপোকার মার
  • কল্কেকাশির কাণ্ড
  • কালান্তক লাল ফিতা
  • পিগ মানে শুয়োরছানা
  • হাওড়া আমতা রেললাইন দুর্ঘটনা
  • স্যাঙাতের সাক্ষাত
  • যাহা বাহান্ন
  • পণ্ডিত বিদায়
  • ঘটোৎকচ বধ
  • যখন যেমন তখন তেমন
  • হারাধনের দুঃখ
  • পঞ্চাননের অশ্বমেধ
  • একদা এক কুকুরের হাড় ভাঙিয়াছিল
  • নকুড়বাবুর অনিদ্রা দূর
  • বিশ্বপতিবাবুর অশ্বত্ব প্রাপ্তি
  • সমস্যার চূড়ান্ত
  • আলেকজান্ডারের দিগ্বিজয়
  • একলব্যের মুন্ডপাত
  • তারে চড়ার নানান ফ্যাসাদ
  • প্রকৃতিরসিকের রসিক প্রকৃতি
  • মহাযুদ্ধের ইতিহাস
  • মহাপুরুষের সিদ্ধিলাভ
  • পৃথিবীতে সুখ নেই
  • নাক নিয়ে নাকাল
  • নাকে ফোঁড়ার নানান ফাঁড়া
  • ইঁদুরদের দূর করো
  • নিকুঞ্জকাকুর গল্প
  • পাকপ্রণালীর বিপাক
  • অগ্নিমান্দ্যের মহৌষধ
  • আস্তে আস্তে ভাঙো
  • টুকটুকির গল্প
  • ম্যাও ধরা কি সহজ নাকি
  • চাঁদে গেলেন হর্ষবর্ধন
  • চেঞ্জে গেলেন হর্ষবর্ধন
  • গোঁফের জ্বালায় হর্ষবর্ধন
  • দোকানে গেলেন হর্ষবর্ধন
  • গোবর্ধনের প্রাপ্তিযোগ
  • হর্ষবর্ধনের চৌকিদারি
  • হর্ষবর্ধনের বিড়ম্বনা
  • হর্ষবর্ধনের উপর টেক্কা
  • মামির বাড়ির আবদার
  • সোনার ফসল
  • গোলদিঘিতে হর্ষবর্ধন
  • হর্ষবর্ধনের পাখি শিক্ষা
  • দেশের মধ্যে নিরুদ্দেশ
  • বাড়ির ওপর বাড়াবাড়ি
  • পত্রবাহক
  • হর্ষবর্ধনের হজম হয় না
  • হর্ষবর্ধনের অক্কালাভ
  • চোর ধরল গোবর্ধন
  • ধাপে ধাপে শিক্ষালাভ
  • বৈজ্ঞানিক ভ্যাবাচাকা
  • চোখের ওপর ভোজবাজি
  • গোবর্ধনের কেরামতি
  • অ-দ্বিতীয় পুরস্কার
  • চেয়ারম্যান চারু
  • ঘুমের বহর
  • পরিত্যক্ত জলসা
  • সীট+আরাম =সীটারাম
  • মারাত্মক জলযোগ
  • নরহরির স্যাঙাত
  • জুজু
  • বাসের মধ্যে আবাস
  • ছত্রপতি শিবাজী
  • প্রাণকেষ্টর কাণ্ড
  • আমার বইয়ের কাটতি
  • শিশু শিক্ষার পরিণাম
  • মই নিয়ে হৈ চৈ
  • ভোজন দক্ষিণা
  • লাভপুরের ডিম
  • এক দুর্যোগের রাতে
  • মাথা খাটানোর মুস্কিল
  • ঢিল থেকে ঢোল
  • পড়শির মায়া
  • ভাগনে যদি ভাগ্যে থাকে
  • গ্যাস মিত্রের গ্যাস দেওয়া
  • ডিটেকটিভ শ্রীভত্তৃহরি
  • ভূতে বিশ্বাস করো ?
  • লক্ষন এবং দুর্লক্ষন
  • ভূত না অদ্ভুত
  • এক ভূতুরে কাণ্ড
  • ধূম্রলোচনের আবির্ভাব
  • বাসতুতো ভাই
  • গদাইয়ের গাড়ি
  • হাতি মার্কা বরাত
  • ট্রেনের ওপর কেরামতি
  • রিক্‌সায়া কোন রিস্‌ক নেই
  • খবরদারি সহজ নয়
  • কলকাতার হালচাল
  • হাওড়া আমতা এক্সপ্রেস
  • দেবতার জন্ম

কবিতা সম্পাদনা

  • বাড়িওলার বাড়াবাড়ি
  • নাম বিভ্রাট
  • জন্মদিনের রিহার্সাল
  • সাবাস্‌ দৌড়
  • অমার্জনীয়
  • পৃথিবী বানানো
  • মার চিঠি
  • কাঁচা সোনার রোদ
  • জমাখরচ
  • মশার মুশকিল
  • কচি মুখ

নাটক সম্পাদনা

  • পণ্ডিত বিদায়
  • মামা ভাগ্নে
  • ভোজবাজি
  • বেতন-নিবারক বিছানা
  • তোতলামি সারানোর স্কুল

জীবনের শেষ পর্যায় এবং মৃত্যু সম্পাদনা

অনেক অবহেলার কারণে তাঁর জীবনের বহু লেখা সযত্নে সংরক্ষণ করতে পারেন নি তিনি। তাঁর বহু মূল্যবান লেখা অবহেলায় খুঁইয়ে ফেলেছিলেন। তাঁর জীবনটাও কেটেছে চরম অবহেলায়। জীবনের শেষ পর্যায়ে তিনি গুরুতর আর্থিক সমস্যায় পড়েন। নিদারুণ অর্থকষ্টে তার জীবনটা ধীরে ধীরে স্থবির হয়ে পড়তে থাকে। অবশেষে তাঁর আর আপন বলে কিছুই ছিল না। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে মাসিক ভাতা প্রদান করে। তিনি ১৯৮০ সালে কলকাতায় মারা যান।

চলচ্চিত্রায়ণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. শিবরাম চক্রবর্তী (১৩৬৭)। ঈশ্বর পৃথিবী ভালোবাসা। বিশ্বাস পাবলিশিং হাউস, কলিকাতা। পৃষ্ঠা ১৫। 
  2. হ্যা (২০১৭-১২-১৩)। "বাঙালি রম্যলেখক শিবরাম চক্রবর্তী"bdnews24। ২০২৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-১৪ 
  3. শিবরাম চক্রবর্তী (১৩৬৭)। ঈশ্বর পৃথিবী ভালোবাসা। বিশ্বাস পাবলিশিং হাউস, কলিকাতা। পৃষ্ঠা ২৩।