শিজরা মানসাব আলি খান

রাজনীতিবিদ

শিজরা মানসাব আলী খান ( উর্দু: شزرا منصب علی خان ‎‎ ) হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি ২০১৫ সালের মার্চ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

শিজরা মানসাব আলি খান
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
২৪ মার্চ, ২০১৫ – ৩১ মে, ২০১৮
সংসদীয় এলাকাএনএ -১৯৭ (নানকানা সাহেব-৩)
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তা পাকিস্তান
রাজনৈতিক দলপাকিস্তান মুসলিম লীগ (এন)
সংসদ ভবন, ইসলামাবাদ

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

শিজরা মানসাব আলি খান পাকিস্তানি রাজনীতিজ্ঞ রাই মানসাব আলি খানের কন্যা।[১]

তিনি ইংরেজি সাহিত্যে ডক্টরেট এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। [২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

তিনি ২০১৫ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে এনএ -১৯৭ (নানকানা সাহেব-৩) আসন থেকে পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রার্থী হিসাবে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন।[৩][৪][৫] তিনি ৭৭,৮৯০টি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইজাজ শাহকে পরাজিত করেছিলেন। [৬]

তিনি এনএ-১১৮ (নানকানা সাহেব-২) নির্বাচনী এলাকায় পিএমএল-এন থেকে জাতীয় সংসদীয় আসনে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি পিটিআইয়ের বিজয়ী প্রার্থী ইজাজ শাহের বিপরীতে ৬১,৪১৩ টি ভোট পেয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "NANKANA SAHIB City News"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  2. http://www.na.gov.pk/en/profile.php?uid=1042
  3. "NA-137 by-poll: PPP alleges violation of code of conduct"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০১৫। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭ 
  4. "PML-N wins by-poll"DAWN.COM (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৫। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭ 
  5. "Dr Shuzra Mansib to contest by-poll in NA-137"The Nation। ৬ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭ 
  6. "PML-N's Dr Shazra wins Nankana by-poll"। Pakistan Today। ১৬ মার্চ ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৫