গ্লাসগো বিশ্ববিদ্যালয়

গ্লাসগো বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়পাপাল বুল দ্বারা ১৮৫২ সালে প্রতিষ্ঠিত এটি ইংরেজি-ভাষী বিশ্বের চতুর্থতম বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের চারটি প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এডিনবরা, অ্যাবরদিন এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি ১৮তম শতাব্দীতে স্কটিশ আলোকিতকরণের একটি অংশ ছিল।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়
কুলচিহ্ন
লাতিন: Universitas Glasguensis
নীতিবাক্যলাতিন: Via, Veritas, Vita
বাংলায় নীতিবাক্য
পথ, সত্য, জীবন
ধরনপ্রাচীন সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৪৫১; ৫৭৩ বছর আগে (1451)
বৃত্তিদান£২০০.৬ মিলিয়ন (৩১ জুলাই ২০১৮ সালের হিসাবে)[১]
বাজেট£৬২৬.৫ মিলিয়ন (২০১৭-১৮)[১]
আচার্যড্যাম ক্যাথরিন গ্রেনার
রেক্টরআমির আনোয়ার
অধ্যক্ষস্যার অ্যান্টন মাস্কেল্টি
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২,৯৪২[২]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪,০০৩[২]
শিক্ষার্থী30,805 (২০১৮/১৯)[৩]
স্নাতক21,060 (২০১৮/১৯)[৩]
স্নাতকোত্তর9,745 (২০১৮/১৯)[৩]
অবস্থান,
পোশাকের রঙ
                     
আরও
অধিভুক্তিকমনওয়েলথ বিশ্ববিদ্যালয়গুলির সমিতি
ইউরোপীয় গবেষণা-নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির গিল্ড
পেগাসাস
রাসেল গোষ্ঠী
ইউনিভার্সিটিস ২১
উনিভার্সিটিজ ইউকে
ওয়েবসাইটwww.gla.ac.uk
মানচিত্র

প্রাক-আধুনিক যুগের বিশ্ববিদ্যালয়গুলির সাথে সাধারণ গ্লাসগো মূলত ধনী পটভূমির শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে; তবে, উনিশ শতকে ক্রমবর্ধমান নগর ও বাণিজ্যিক মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজনীয়তাও সরবরাহ করে এটি ব্রিটিশ উচ্চ শিক্ষায় অগ্রণী হয়ে ওঠে। গ্লাসগো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সকল পেশার জন্য প্রস্তুত করতে তাদের পরিষেবা দিয়েছে, সেগুলি হল - আইন, চিকিৎসা, সিভিল সার্ভিস, শিক্ষকতা ও গির্জা। এটি বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে পেশার জন্য স্বল্প কিন্তু ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছে।[৪] ২০১৭–১৮ অর্থবছরের জন্য £৬১০.১ মিলিয়ন ব্যয়ের সাথে এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় ছিল £৬২৬.৫ মিলিয়ন ডলার যার মধ্যে £১৮০.8 মিলিয়ন ডলার গবেষণা অনুদান এবং চুক্তি থেকে আসে।[১] এটি ইউনিভার্সিটিজ ২১, রাসেল গোষ্ঠী এবং ইউরোপীয় গবেষণা-নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির গিল্ডের সদস্য।

বিশ্ববিদ্যালয়টি মূলত শহরের হাই স্ট্রিটে অবস্থিত; ১৮৭০ সাল থেকে, এর প্রধান ক্যাম্পাসটি শহরের পশ্চিম প্রান্তের গিলমোরহিলে অবস্থিত।[৫] অতিরিক্ত হিসাবে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভবন অন্য কোথাও অবস্থিত, যেমন বিয়ার্সডেনের ভেটেরিনারি স্কুল এবং ডামফ্রিসের ক্রিকটন ক্যাম্পাস[৬]

প্রাক্তন শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মীদের মধ্যে জেমস উইলসন (আমেরিকার প্রতিষ্ঠাতা পিতা), দার্শনিক ফ্রান্সিস হ্যাচসন, ইঞ্জিনিয়ার জেমস ওয়াট, দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, পদার্থবিদ লর্ড কেলভিন, সার্জন জোসেফ লিস্টার, সাত জন নোবেল বিজয়ী ও তিন ব্রিটিশ প্রধানমন্ত্রী রয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Reports and Financial Statements for the Year to 31 July 2018" (পিডিএফ)। University of Glasgow। ৩১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮ 
  2. "Annual review 2013–14: Staff numbers"। University of Glasgow। ৩০ জুন ২০১৫। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৫ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; HESA citation নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. Paul L. Robertson, "The Development of an Urban University: Glasgow, 1860–1914," History of Education Quarterly, Winter 1990, Vol. 30#1 pp 47–78
  5. "University of Glasgow :: About us :: maps and travel"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  6. "Building Knowledge – An Architectural History of the University of Glasgow" published by Historic Scotland in association with the University (2013)

বহিঃসংযোগ সম্পাদনা