শিকারীপাড়া ইউনিয়ন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

শিকারীপাড়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

শিকারীপাড়া ইউনিয়ন
ইউনিয়ন
১নং শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ।
শিকারীপাড়া ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
শিকারীপাড়া ইউনিয়ন
শিকারীপাড়া ইউনিয়ন
শিকারীপাড়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
শিকারীপাড়া ইউনিয়ন
শিকারীপাড়া ইউনিয়ন
বাংলাদেশে শিকারীপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪২′৫৮.২৮৮″ উত্তর ৯০°৩′৪৮.১৭৫″ পূর্ব / ২৩.৭১৬১৯১১১° উত্তর ৯০.০৬৩৩৮১৯৪° পূর্ব / 23.71619111; 90.06338194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
উপজেলানবাবগঞ্জ উপজেলা, ঢাকা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআলীমোর রহমান খান পিয়ারা
আয়তন
 • মোট৯.৭ বর্গকিমি (৩.৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৯,৯৫২
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৮৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

গ্রামের সংখ্যা: ২৫টি
মৌজার সংখ্যা: ১৭টি
মোট জনসংখ্যা: প্রায় ১৯,৯৫২ জন
ভোটার সংখ্যা: ১৪,৪৪৫ জন।

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হার: ৪৬.৮৯%।
শিক্ষা প্রতিষ্ঠান:

  • প্রাথমিক বিদ্যালয়: ০৭টি
  • উচ্চ বিদ্যালয়: ০২টি
  • মাদ্রাসা: ০৩টি।

গ্রামসমূহের নাম সম্পাদনা

আনন্দ নগর, কন্ডপপুর, গঙ্গাদিয়া, গরিবপুর, চরবাগুরী, দাউদপুর, নট্টি, নরসিংহপুর, নয়াডাঙ্গী, নারায়নপুর, নূরপুর, পাঞ্জিপহুরী, বক্তারনগর, বিষমপুর, ভদ্রকান্দা, মনিকান্দা, মহেষপুর, লস্করকান্দা, শিকারীপাড়া, শিবপুর, শেখর নগর, শেরপুর, সুজাপুর, সোনাতলা, হাগ্রাদী।[২]

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: আলীমোর রহমান খান পিয়ারা।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
সৈয়দ উবাইদুল্লা
বাবু জ্ঞানেন্দ্র কুমার বালু মজুমদার
ফেরদৌস আলী বেগ
তোফাজ্জল হোসেন চৌধুরী
হেলাল উদ্দিন আহমেদ
গোলাম মোস্তফা
হেলাল উদ্দিন আহমেদ
এম.এ. জববার ১৯৮৩-১৯৯২
আলীমোর রহমান খান পিয়ারা ১৯৯২-২০০২
এম.এ. জববার ২০০২-২০১১
আলীমোর রহমান খান পিয়ারা ২০১১-চলমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শিকারীপাড়া ইউনিয়ন"shikariparaup.dhaka.gov.bd। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  2. "শিকারীপাড়া ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

ওয়েবসাইট