শাহ আজম

শাহ আজম একজন বাংলাদেশি অধ্যাপক, প্রাবন্ধিক, অর্থনীতিবিদ ও গবেষক।

ড. মোঃ শাহ্ আজম শান্তনু একজন বাংলাদেশি অধ্যাপক, প্রাবন্ধিক, অর্থনীতিবিদ ও গবেষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক যিনি বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]

অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম শান্তনু
উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
০৮ই ডিসেম্বর ২০২১
পূর্বসূরীঅধ্যাপক মো. আবদুল লতিফ (ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, প্রাবন্ধিক, গবেষকঅর্থনীতিবিদ

পরিচয় সম্পাদনা

শিক্ষা জীবন সম্পাদনা

তিনি ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে মাস্টর্স পাশ করেন। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে ২০০৬ সালে এমফিল এবং ২০১৪ সালে অস্ট্রেলিয়ার কর্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

তিনি সর্ব প্রথম সাধারণ বীমা কর্পোরেশন, ঢাকায় সহকারী ম্যানেজার পদে চাকরি করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি এ বিভাগের একজন অধ্যাপক। তিনি Center for Communication Economics and Electronic Market Research (CEEM), Australia এর সহযোগী গবেষক ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরাম, গোল্ড বাংলাদেশ, আরইউমুনাসহ বেশকিছু সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৬ই ডিসেম্বর তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পরবর্তী ৪ বছরের জন্য নিয়োগ পান এবং ৮ই ডিসেম্বর উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করেন। [৩]

দাম্পত্য জীবন সম্পাদনা

প্রকাশনা সম্পাদনা

  1. "Proceedings of the International Conference on Business and Sustainable Development (ICBSD) 2018", Published: March 2018, (ISBN 978-984-34-4281-9).;
  2. "Proceedings of the CGSB Research Forum 2013", Published: March 2013, (ISBN 978-0-9871089-2-0);
  3. "Proceedings of the CGSB Research Forum 2012", Published: March 2012, (ISBN 978-0-9871089-1-3)

এ ছাড়াও দেশ-বিদেশের অনেক জার্নালে তার অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dainikshiksha। "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শাহ আজম - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  2. "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক শাহ আজম শান্তনু"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  3. "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক শাহ আজম"Nojor24 (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-০৭। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  4. "RU | profile"rurfid.ru.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭