শাহনারা হোসেন (১ এপ্রিল ১৯৩৭ - ২ সেপ্টেম্বর ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি ইতিহাসবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ২০১০ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এছাড়াও তিনি এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য ছিলেন।[] এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাকে বিশেষ মর্যাদার অধ্যাপক হিসেবে ঘোষণা করে।

শাহনারা হোসেন
জন্ম(১৯৩৭-০৪-০১)১ এপ্রিল ১৯৩৭
মৃত্যু২ সেপ্টেম্বর ২০১৯(2019-09-02) (বয়স ৮২)
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীএবিএম হোসেন
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০১০)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

শাহনারা ১৯৩৭ সালের ১ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। শাহনারার পিতা আবদুল হাফিজ তৎকালীন ব্রিটিশ পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। পিতার কর্মস্থল কলকাতাতে তিনি শৈশব অতিবাহিত করেন।[] ১৯৪৭ সালের ভারত বিভাগের সময় তার পরিবার ঢাকায় চলে আসে।[] ঢাকায় এসে তিনি প্রথমে মুসলিম গার্লস হাইস্কুল এবং পরে কামরুন্নেসা হাইস্কুলে শিক্ষা লাভ করেন।[]

শাহনারা ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।[] তিনি ১৯৬৫ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

শাহনারা ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন।[] শিক্ষক থাকাবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভাগীয় সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।[] ২০০০ সালের ৩০ মে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনিই প্রথম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশেষ অধ্যাপক হিসেবে সম্মান লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

শাহনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর এবিএম হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] লন্ডনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।[] এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।[] শাহনারা ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

গ্রন্থ

সম্পাদনা

শাহনারা বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • প্রাচীন বাংলার ইতিহাস (২০১১)[]
  • বেলা শেষের পাঁচালি (২০১৮)[]
  • ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাঙালি মুসলিম নারী: রোকেয়ার নারীবাদ ও তার ধারাবাহিকতা (২০১৪)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আজীবন সদস্য" (পিডিএফ)এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। ১২ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  2. "শাহানারা হোসেনের বেলাশেষের পাঁচালি"কালি ও কলম। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  3. "বাড়লেও হাজারের নিচে নতুন ডেঙ্গু রোগী"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  4. "শোক"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  5. "University of Rajshahi"রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০