শার্ল বোয়ায়ে

ফরাসি -মার্কিন অভিনেতা

শার্ল বোয়ায়ে (ফরাসি: Charles Boyer; ২৮ আগস্ট ১৮৯৯ – ২৬ আগস্ট ১৯৭৪) ছিলেন একজন ফরাসি অভিনেতা। তিনি ১৯২০ সাল থেকে ১৯৭৬ সালের মধ্যে ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাট্যকলা বিষয়ে পাঠগ্রহণের পর তিনি মঞ্চ কাজ শুরু করেন, কিন্তু তিনি ১৯৩০-এর দশকে মার্কিন চলচ্চিত্রে কাজ করে প্রথম সফলতা অর্জন করেন। তার স্মরণীয় কাজসমূহের মধ্যে রয়েছে, দ্য গার্ডেন অব আল্লাহ (১৯৩৬), আলজিয়ার্স (১৯৩৮) ও লাভ অ্যাফেয়ার (১৯৩৯) এবং রহস্য-থ্রিলারধর্মী গ্যাসলাইট (১৯৪৪)। তিনি চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের এবং একবার সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন অর্জন করেন।

শার্ল বোয়ায়ে
Charles Boyer
১৯৪২ সালে বোয়ায়ে
জন্ম(১৮৯৯-০৮-২৮)২৮ আগস্ট ১৮৯৯
ফিগেক, লত, ফ্রান্স
মৃত্যু২৬ আগস্ট ১৯৭৮(1978-08-26) (বয়স ৭৮)
মৃতদেহ আবিস্কার২৬ আগস্ট ১৯৭৮(1978-08-26) (বয়স ৭৮)
সমাধিহলিক্রস সেমেটারি, কালভার সিটি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২০–১৯৭৬
দাম্পত্য সঙ্গীপ্যাট প্যাটারসন
(বি. ১৯৩৪; মৃ. ১৯৭৮)
সন্তানমাইকেল শার্ল বোয়ায়ে
পুরস্কারএকাডেমি সম্মানসূচক পুরস্কার (১৯৪৩)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বোয়ায়ে ১৮৯৯ সালের ২৮শে আগস্ট ফিগেয়াকে জন্মগ্রহণ করেন। তার মাতা ওগুস্তিন লুই দ্যুরাঁ এবং পিতা মরিস বোয়ায়ে ছিলেন একজন ব্যবসায়ী।[১] বোয়ায়ে ১১ বছর বয়সে চলচ্চিত্র ও মঞ্চে প্রতি আগ্রহী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধকালীন তিনি যুদ্ধের সৈনিকদের জন্য স্কেচ কৌতুকাভিনয় পরিবেশন করতেন।[২] তিনি অল্প কিছুদিন সরবনে পড়াশোনা করেন এবং প্যারিস কনজারভেটরিতে অভিনয় বিষয়ে পড়ার জন্য অপেক্ষা করেন।[৩] তিনি প্যারিসে তার পড়াশোনা সমাপ্ত করতে যান, কিন্তু সেখানে তিনি মঞ্চ কর্মজীবন শুরুতে মনযোগী হয়ে ওঠেন। ১৯২০ সালে তার স্মরণশক্তির জন্য তিনি একটি মঞ্চনাটকে প্রধান চরিত্রে অপর একজন অভিনেতার স্থলাভিষিক্ত হন এবং মঞ্চনাটকটি তাৎক্ষণিক হিট তকমা লাভ করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. গ্যারেটি, জন আর্থার; কার্নস, মার্ক ক্রিস্টোফার; আমেরিকান কাউন্সিল অব লার্নড সোসাইটিজ (১৯৯৯)। American national biography। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। আইএসবিএন 978-0-19-512782-9 
  2. TCM Film Guide, p. 29.
  3. সুইন্ডেল, ল্যারি (১৯৮৩)। Charles Boyer: The Reluctant Lover। ডাবলডে। 

বহিঃসংযোগ সম্পাদনা