পূরণচন্দ্র চক্রবর্তীর পুত্র শান্তি চক্রবর্তী (?- ১৯৪৩) অবিভক্ত বাংলার চট্টগ্রামের কাট্টলী গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় একজন পুরোহিত, তার বাবা চেয়েছিলেন যে তিনি একই অনুসরণ করুন; কিন্তু খুব সুগঠিত শান্তি অন্য কিছুর স্বপ্ন দেখেছিল।[১]

শান্তি চক্রবর্তী
শহিদ শান্তি চক্রবর্তী
জন্ম??
কাট্টালি,চট্টগ্রাম
মৃত্যু২৩ জুলাই ১৯৪৩
চট্টগ্রাম সদর হাসপাতাল
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি,
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • পূরণচন্দ্র চক্রবর্তী (পিতা)

বিপ্লবী কর্মকাণ্ড এবং মৃত্যু

সম্পাদনা

স্কুলে পড়ার সময় তিনি চট্টগ্রাম বিপ্লবী দলে যোগ দেন। এবং যুবকদের শারীরিক ব্যায়াম, ঘোড়ায় চড়া এবং লাঠি ও ছুরি নিয়ে খেলার জন্য সংগঠিত করতে শুরু করেন। ১৯৩০ সালে অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন আইন অমান্য আন্দোলনের সময় পিকেটিংয়ের জন্য ব্রিটিশ পুলিশ তাকে মারধর করে; কিন্তু তাতে তার পাল্টা আঘাত হানার দৃঢ় সংকল্প আরও দৃঢ় হয়। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর শান্তি,প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্বাধীন চট্টগ্রাম ইউরোপীয় ক্লাবে আক্রমণে অংশ নিয়ে দুজনকে হত্যা ও অনেককে আহত করেন। প্রীতিলতা ছাড়া তাদের পক্ষে আর কেউ হতাহত হয়নি, যিনি পটাসিয়াম সায়ানাইড সেবন করেছিলেন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারিতে গৈরালা গ্রামে তাঁর ডান কাঁধে পুলিশের গুলি লাগে; কিন্তু মাস্টারদাকে রক্ষার জন্য বাঁ হাত দিয়ে গুলি চালাতে থাকেন। পরের বছর তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারে তাকে সশ্রম কারাদণ্ডসহ আট বছরের জন্য অভিবাসনের সাজা দেওয়া হয়। সেলুলার জেলে অমানুষিক শারীরিক নির্যাতনের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চট্টগ্রাম হাসপাতালে প্রত্যাবর্তনের পর তিনি (২৩ জুলাই ১৯৪৩) মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ২৪-২৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গণ, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৭।