শান্তির বাজার রেলওয়ে স্টেশন

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন

শান্তির বাজার রেলওয়ে স্টেশন হল শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা রাজ্য, ভারতের একটি রেলওয়ে স্টেশন।

শান্তিরবাজার রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানগারডং, দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা
ভারত
স্থানাঙ্ক২৩°১৯′১৯″ উত্তর ৯১°৩১′৫৬″ পূর্ব / ২৩.৩২২০° উত্তর ৯১.৫৩২৩° পূর্ব / 23.3220; 91.5323
উচ্চতা৪৪ মিটার (১৪৪ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনশিলচর-সাব্রুম রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূমিগত (আদর্শ)
পার্কিংনাই
সাইকেলের সুবিধানাই
অন্য তথ্য
অবস্থানতুন লাইন
স্টেশন কোডSNTBR
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ লামডিং রেলওয়ে বিভাগ
বৈদ্যুতীকরণনাই
অবস্থান
মানচিত্র

এর কোড SNTBR। এটি শান্তিরবাজার শহরকে পরিসেবা প্রদান করে যা প্রায় ৩ কিলোমিটার স্টেশন থেকে পূর্বে অবস্থিত। [১]স্টেশনটি আগরতলা-সাব্রুম রেল সেকশনে অবস্থিত, যা উত্তর- উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে।আগরতলা থেকে উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত অংশটি ৩ অক্টোবর ২০১৯ সালে চালু হয়। [২] [৩]

আরো দেখুন

সম্পাদনা

বাংলাদেশের রেলওয়ে স্টেশনের তালিকা

তথ্যসূত্র

সম্পাদনা