শানে নুযূল
অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট
শানে নুযূল বলতে বুঝায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের কোন একটি সূরা বা এর অংশবিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা ইতিহাসকে।[১]
ব্যাখ্যা
সম্পাদনাইসলামী ইতিহাস অনুসারে কুরআন সুদীর্ঘ তেইশ বছর[২] ধরে বিভিন্ন ঘটনা এবং অবস্থার পরিপ্রেক্ষিতে খণ্ড খণ্ড অংশে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মাদের নিকট অবতীর্ণ হয়;[৩] এসব ঘটনার প্রেক্ষাপট বা ইতিহাসকেই কুরআন বিষয়ক আলোচনা ও ব্যাখ্যার ক্ষেত্রে 'শানে নুযূল' হিসাবে চিহ্নিত করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মাওলানা সাইদ আল-মিসবাহ (২০১৩)। শানে নুযূল। মোহাম্মাদী বুক হাউস' ঢাকা। পৃ: ভূমিকাংশ।
- ↑ "কোরআনের আলো ছড়িয়েছিল হেরা গুহায়"। দৈনিক যুগান্তর। ৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।
- ↑ "আল-কোরআন অবতরণ"। প্রথম আলো। ৩ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৫।