শাঁওলি মিত্র

নাট্য অভিনেত্রী

শাঁওলি মিত্র একজন বাংলা থিয়েটার ও সিনেমার অভিনেত্রী। তিনি ঋত্বিক ঘটকের যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রে বংগবালা চরিত্রে অভিনয় করেছিলেন।[২] তিনি ছিলেন শম্ভু মিত্রতৃপ্তি মিত্রের কন্যা এবং তার পিতামাতাও থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন।[৩][৪] ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদ্‌যাপন সমিতির একজন চেয়ারপার্সন ছিলেন।[৫][৬]

শাঁওলি মিত্র
A portrait of Saoli Mitra who will be presented with the Sangeet Natak Akademi Award for Theatre - Acting (Bengali) by the President Dr. A.P.J Abdul Kalam in New Delhi on October 26, 2004.jpg
জন্ম১৯৪৮ (ইং)
মৃত্যু১৬ ই জানুয়ারি ২০২২ (ইং) ২ রা মাঘ ১৪২৮ (বাং)[১]
সমাধিসিরিটি শ্মশান কলকাতা
জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পেশাঅভিনেত্রী
পরিচিতির কারণযুক্তি তক্কো আর গপ্পো
উল্লেখযোগ্য কর্ম
নাথবতী অনাথাবৎ, হযবরল, ডাকঘর
পিতা-মাতা
  • শম্ভু মিত্র (পিতা)
  • তৃপ্তি মিত্র (মাতা)
পুরস্কারসংগীত নাটক আকাদেমি পুরস্কার
বঙ্গবিভূষণ

কর্মজীবনসম্পাদনা

ছোটবেলা থেকেই নাট্যচর্চা করেছেন শাঁওলি মিত্র। তার বাবা বিখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র এবং মা তৃপ্তি মিত্র। বাড়িতেই থিয়েটারের মহড়া চলতো। কখনও কখনও বহুরূপী'র শোয়ের সময় উইংসের পাশ থেকে নাটক দেখতেন শাঁওলী। কমলা গার্লস হাইস্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বহুরূপী নাট্যদলের প্রযোজন্য 'ছেঁড়া তার' নাটকে অভিনয় করেন তিনি। তৃপ্তি মিত্রের পরিচালনায় 'কিংবদন্তি', হিমাংশু চট্টোপাধ্যায়ের পরিচালনায় বাদল সরকারের লেখা 'ত্রিংশ শতাব্দী' নাটকে মিসেস ইথার্নির চিরিত্রে কিংবা পরে শম্ভু মিত্রের পরিচালনায় রবীন্দ্রনাথের 'রাজা' নাটকে সুরঙ্গমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ছোটবেলায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে তৈরি ‘ডাকঘর’ নাটকে অমলের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। পরবর্তীতে বাংলা নাট্য জগতের বিশিষ্ট নাম হয়ে ওঠেন তিনি, নিজের দলও গড়েন।[৭] তার তৈরি নাট্যদলের নাম 'পঞ্চম বৈদিক'।

চলচ্চিত্রসম্পাদনা

অভিনয়সম্পাদনা

  • বিতত বিতাংস
  • নাথবতী অনাথবত
  • পুতুলখেলা
  • একটি রাজনৈতিক হত্যা
  • হযবরল
  • কথা অমৃতসমান
  • লঙ্কাদহন
  • চণ্ডালী
  • পাগলা ঘোড়া
  • পাখি
  • গ্যালিলিও'র জীবন
  • ডাকঘর
  • যদি আর এক বার

পুরস্কারসম্পাদনা

জীবনাবসানসম্পাদনা

শাঁওলি মিত্র ২০২২ খ্রিস্টাব্দের ১৬ই জানুয়ারি রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেহালার বাড়িতে ৭৪ বৎসর বয়সে প্রয়াত হন। তার শেষ ইচ্ছাপত্র অনুসারে সবার আড়ালে তার শেষকৃত্য সিরিটি মহাশ্মশানে সম্পন্ন করা হয়। [১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "'বাবার মতো' চলে গেলেন শাঁওলি মিত্র"। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬ 
  2. "Jukti Takko Aar Gappo"Telegraph Calcutta। ৩০ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২ 
  3. "Shaonli Mitra : Theatre Person"Outlook India। ২৩ অক্টোবর ১৯৯৬। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২ 
  4. Radha Chakravarty (২০০৩)। Crossings, stories from Bangladesh and India। Indialog Publications। পৃষ্ঠা 14–20। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২ 
  5. "Tagore plans unveiled"Telegraph Calcutta। ২৭ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২ 
  6. "Of myth and reality"Telegraph Calcutta। ১৭ সেপ্টেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২ 
  7. "বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রের জীবনাবসান"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬ 
  8. "প্রয়াত নাট্যকার শাঁওলি মিত্র, লোকচক্ষুর আড়ালে থেকেই চিরবিদায় নিলেন 'নাথবতী অনাথবৎ'"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬ 
  9. ananda, abp (২০২২-০১-১৬)। "প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র"bengali.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৬ 

বহিঃসংযোগসম্পাদনা