ডাকঘর (নাটক)
ডাকঘর (১৯১১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। মোট তিনটি দৃশ্যে ও ৩৯৯টি সংলাপে সমগ্র নাটকটি সম্পূর্ণ হয়েছে।[১]ডাকঘর রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয় যা দেশে তো বটেই, বিদেশেও অনূদিত ও অভিনীত হয়েছিল।
ডাকঘর | |
---|---|
রচয়িতা | রবীন্দ্রনাথ ঠাকুর |
চরিত্র | মাধব দত্ত অমল, তাঁর পালিত শিশু সুধা, একটি ছোট ফুল-সংগ্রহকারী মেয়ে ফকির দইওয়ালা প্রহরী গ্রামের মোড়ল, একটি উত্পীড়ক রাজকবিরাজ ছেলের দল |
মূল ভাষা | বাংলা |
প্রেক্ষাপট | সমসাময়িক গ্রামীণ বাংলা |
অনুবাদ
সম্পাদনাদেবব্রত মুখোপাধ্যায় দ্য পোস্ট অফিস (১৯১১ খ্রিস্টাব্দ) নামে এর অনুবাদ করেন। ভূমিকায় কবি ইয়েটস্ লেখেন, It conveys to the right audience an emotion of gentleness and peace.[২]
বিষয়বস্তু
সম্পাদনা'অমল' নামে একটি ছয়-সাত বছরের ছেলে, তারই ক্ষয় অবসন্নতা ও মৃত্যুর ঘটনা নিয়ে এই নাটক। শারীরিক বদ্ধতার মধ্যে, ক্লান্তি ও অসহায়তার মধ্যে, তার মনটি কেমন উজ্জ্বল চঞ্চলতায় দেশবিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে, এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তোলেন লেখক রবীন্দ্রনাথ।
নাটকে মৃত্যুর উপস্থিতি প্রতীকী; মুক্তির কথাটা এসেছে ব্যঞ্জনায়। রাজার ডাকঘর, ডাকঘরের নানা ডাকহরকরা, এবং তাদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি, সবই এই প্রতীকের অঙ্গ।
প্রযোজনা ও বিদেশে সমাদর
সম্পাদনা- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এ জার্মান নাৎসি বাহিনীর কবলগ্রস্ত পারি শহরের রেডিওতে এর অভিনয় হয়।
- ১৯৯৩-৯৪ সালে জার্মান প্রযোজক মেরিং এর প্রযোজনায়।
- ১৯৯৪ সালে লন্ডনে উইলিয়াম রাডিচে ও জিল ফারবিনের উপস্থাপনায়।[১]
সমালোচনা
সম্পাদনা- প্রভাতকুমার মুখোপাধ্যায় —"আধ্যাত্মিক দিক থেকে ডাকঘরের একটা সুষ্ঠু ব্যাখ্যা করা যায়।"[৩]
- উপেন্দ্রনাথ ভট্টাচার্য —"মৃত্যুই অমলের মুক্তির দূত — তাঁর পরমবন্ধু।"[৪]
- আশুতোষ ভট্টাচার্য —"অমলও মানবাত্মার প্রতীক, বন্ধনই আত্মার পীড়া। অমলের পীড়া শারীরিক কোন বিকার মাত্র নহে, ইহা মনের অস্বস্তি-অবস্থা, চারিদিকের বন্ধন হইতেই অস্বস্তির জন্ম। এই বন্ধন হইতে মুক্তিই আত্মার চিরন্তন কাম্য; একমাত্র মৃত্যুর মধ্য দিয়াই এ মুক্তি সম্ভব হইয়া থাকে।"[৫]
- আবু সয়ীদ আইয়ুব —"এই বালক শিশুটি আর সব ভুলে গিয়ে অনন্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে — এমন কল্পনাও আমার পক্ষে পীড়াদায়ক।"[৬]
আরও পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Sarkar, Pabitra। 'ডাকঘর': নাস্তিকের নিবিড় পাঠ। 'পশ্চিমবঙ্গ', রবীন্দ্র সংখ্যা। পৃষ্ঠা 96-97। অজানা প্যারামিটার
|Year=
উপেক্ষা করা হয়েছে (|year=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) - ↑ mukherjee, Devabrata (১৯১৪)। The post office। Macmillan and co. Ltd.। পৃষ্ঠা vi।
- ↑ mukherjee, Pravatkumar (1976, 3rd edition)। রবীন্দ্রজীবনী(দ্বিতীয় খন্ড)। পৃষ্ঠা 337। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ vattacharjee, Upendranath (1972 edition)। রবীন্দ্র নাট্য পরিক্রমা। orient book company। পৃষ্ঠা 254। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ vattacharjee, Asutosh (1971 edition)। বাংলা নাট্যসাহিত্যের ইতিহাস। A Mukherjee and Co.। পৃষ্ঠা 279। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ Aiyub, Abu sayid (1992 edition)। পান্থজনের সখা। Dey's publishing, Calcatta। পৃষ্ঠা 74। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)