ডাকঘর (নাটক)

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক

ডাকঘর (১৯১১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। মোট তিনটি দৃশ্যে ও ৩৯৯টি সংলাপে সমগ্র নাটকটি সম্পূর্ণ হয়েছে।[]ডাকঘর রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা জনপ্রিয় যা দেশে তো বটেই, বিদেশেও অনূদিত ও অভিনীত হয়েছিল।

ডাকঘর
রচয়িতারবীন্দ্রনাথ ঠাকুর
চরিত্রমাধব দত্ত
অমল, তাঁর পালিত শিশু
সুধা, একটি ছোট ফুল-সংগ্রহকারী মেয়ে
ফকির
দইওয়ালা
প্রহরী
গ্রামের মোড়ল, একটি উত্পীড়ক
রাজকবিরাজ
ছেলের দল
মূল ভাষাবাংলা
প্রেক্ষাপটসমসাময়িক গ্রামীণ বাংলা

অনুবাদ

সম্পাদনা

দেবব্রত মুখোপাধ্যায় দ্য পোস্ট অফিস (১৯১১ খ্রিস্টাব্দ) নামে এর অনুবাদ করেন। ভূমিকায় কবি ইয়েটস্ লেখেন, It conveys to the right audience an emotion of gentleness and peace.[]

বিষয়বস্তু

সম্পাদনা

'অমল' নামে একটি ছয়-সাত বছরের ছেলে, তারই ক্ষয় অবসন্নতা ও মৃত্যুর ঘটনা নিয়ে এই নাটক। শারীরিক বদ্ধতার মধ্যে, ক্লান্তি ও অসহায়তার মধ্যে, তার মনটি কেমন উজ্জ্বল চঞ্চলতায় দেশবিদেশ পরিক্রমায় ছুটে যেতে চাইছে, এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তোলেন লেখক রবীন্দ্রনাথ।
নাটকে মৃত্যুর উপস্থিতি প্রতীকী; মুক্তির কথাটা এসেছে ব্যঞ্জনায়। রাজার ডাকঘর, ডাকঘরের নানা ডাকহরকরা, এবং তাদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি, সবই এই প্রতীকের অঙ্গ।

প্রযোজনা ও বিদেশে সমাদর

সম্পাদনা
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এ জার্মান নাৎসি বাহিনীর কবলগ্রস্ত পারি শহরের রেডিওতে এর অভিনয় হয়।
  • ১৯৯৩-৯৪ সালে জার্মান প্রযোজক মেরিং এর প্রযোজনায়।
  • ১৯৯৪ সালে লন্ডনে উইলিয়াম রাডিচে ও জিল ফারবিনের উপস্থাপনায়।[]

সমালোচনা

সম্পাদনা
  • প্রভাতকুমার মুখোপাধ্যায় —"আধ্যাত্মিক দিক থেকে ডাকঘরের একটা সুষ্ঠু ব্যাখ্যা করা যায়।"[]
  • উপেন্দ্রনাথ ভট্টাচার্য —"মৃত্যুই অমলের মুক্তির দূত — তাঁর পরমবন্ধু।"[]
  • আশুতোষ ভট্টাচার্য —"অমলও মানবাত্মার প্রতীক, বন্ধনই আত্মার পীড়া। অমলের পীড়া শারীরিক কোন বিকার মাত্র নহে, ইহা মনের অস্বস্তি-অবস্থা, চারিদিকের বন্ধন হইতেই অস্বস্তির জন্ম। এই বন্ধন হইতে মুক্তিই আত্মার চিরন্তন কাম্য; একমাত্র মৃত্যুর মধ্য দিয়াই এ মুক্তি সম্ভব হইয়া থাকে।"[]
  • আবু সয়ীদ আইয়ুব —"এই বালক শিশুটি আর সব ভুলে গিয়ে অনন্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য লালায়িত হয়ে উঠবে — এমন কল্পনাও আমার পক্ষে পীড়াদায়ক।"[]

আরও পড়ুন

সম্পাদনা

ডাকঘর (হিন্দি চলচ্চিত্র)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sarkar, Pabitra। 'ডাকঘর': নাস্তিকের নিবিড় পাঠ। 'পশ্চিমবঙ্গ', রবীন্দ্র সংখ্যা। পৃষ্ঠা 96-97।  অজানা প্যারামিটার |Year= উপেক্ষা করা হয়েছে (|year= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. mukherjee, Devabrata (১৯১৪)। The post office। Macmillan and co. Ltd.। পৃষ্ঠা vi। 
  3. mukherjee, Pravatkumar (1976, 3rd edition)। রবীন্দ্রজীবনী(দ্বিতীয় খন্ড)। পৃষ্ঠা 337।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. vattacharjee, Upendranath (1972 edition)। রবীন্দ্র নাট্য পরিক্রমা। orient book company। পৃষ্ঠা 254।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. vattacharjee, Asutosh (1971 edition)। বাংলা নাট্যসাহিত্যের ইতিহাস। A Mukherjee and Co.। পৃষ্ঠা 279।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. Aiyub, Abu sayid (1992 edition)। পান্থজনের সখা। Dey's publishing, Calcatta। পৃষ্ঠা 74।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা