সংগীত নাটক অকাদেমি পুরস্কার

(সংগীত নাটক আকাদেমি পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)

সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার (আকাদেমি পুরস্কার) (IPA:Saṅgīta Nāṭaka Akādamī Puraskāra) সঙ্গীত নাটক একাদেমি, ভারতের জাতীয় সঙ্গীত, নৃত্য ও নাটক একাদেমি কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। ভারতীয় শিল্পীদের সংস্কৃতি চর্চার এটাই সর্ব্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। [] ২০০৩ সালে এর আগে পুরস্কার হিসাবে দেওয়া হতো নগদ ₹ ৫০,০০০ রুপি, একটি মানপত্র, একটি অঙ্গবস্ত্রম (একটি শাল) এবং একটি তাম্রপত্র (একটি পিতলের ফলক)। [] ২০০৯ সাল থেকে নগদ পুরস্কার বাড়িয়ে ₹ ১,০০,০০০ করা হয়েছে। [] পুরস্কারগুলি সঙ্গীত, নৃত্য, নাট্যশালা, অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলা এবং পুতুলির জন্য এবং পারফর্মিং আর্টে অবদান/বৃত্তির জন্য দেওয়া হয়। []

সংগীত নাটক একাদেমি পুরস্কার
পারফর্মিং আর্টসে অবদানের জন্য পুরস্কার
বিবরণভারতের পারফর্মিং আর্টসের পুরস্কার
পৃষ্ঠপোষকসঙ্গীত নাটক অকাদেমি
প্রথম পুরস্কৃত১৯৫২
সর্বশেষ পুরস্কৃত২০১৮
ওয়েবসাইটhttps://www.sangeetnatak.gov.in/award-honours/ratna-awards উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভারতের সঙ্গীত
তানপুরা বাদনরত এক নারী, ১৭৩৫ খৃঃ; (রাজস্থান)
ধারা
ঐতিহ্যবাহী
আধুনিক
গণমাধ্যম ও অনুষ্ঠান
সঙ্গীত পুরস্কার
সঙ্গীত উৎসব
সঙ্গীত মাধ্যম
জাতীয়তাবাদী ও দেশাত্মবোধক গান
জাতীয় সঙ্গীতজনগণমন
অন্যান্যবন্দে মাতরম্‌
অঞ্চলিক সঙ্গীত

পুরস্কার প্রাপক

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা

হিন্দুস্তানি সংগীত

সম্পাদনা
যন্ত্র সংগীত
সম্পাদনা
যন্ত্র সংগীত
সম্পাদনা

সৃজনশীল এবং পরীক্ষামূলক সঙ্গীত

সম্পাদনা

সঙ্গীত অন্যান্য প্রধান ঐতিহ্য

সম্পাদনা

সৃজনশীল নৃত্য/কোরিওগ্রাফি

সম্পাদনা
  • ১৯৬১ – বেদান্তম সত্যনারায়ণ শর্মা 'সত্যম'
  • ১৯৬৮ – চিন্তা কৃষ্ণমূর্তি
  • ১৯৭৮ – সি রামাচর্যলু
  • ১৯৮১ – ভেমপতি চিন্না সত্যম
  • ১৯৮৩ – নটরাজ রামকৃষ্ণ (এছাড়াও ভরতনাট্যম)
  • ১৯৮৫ – বেদান্তম প্রহ্লাদ শর্মা
  • ১৯৮৭ – পাসুমারথি ভেনুগোপাল কৃষ্ণ শর্মা
  • ১৯৯০ – শোভা নাইডু
  • ১৯৯১ - রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি
  • ১৯৯৩ – জোসয়ুলা সীতারামাইয়া
  • ১৯৯৪ – বেদান্তম পার্বতীসম
  • ১৯৯৮ – বীরনালা জয়রাম রাও এবং বনশ্রী রাও
  • ১৯৯৯–২০০০ – স্বপ্নসুন্দরী রাও
  • ২০০৩ – কে. উমা রামা রাও
  • ২০০৪ – পাসুমারথি সীতা রামিয়াহ
  • ২০০৫ – কোরাদা নরসিংহ রাও
  • ২০০৬ – পাসুমারথি রথিয়া শর্মা
  • ২০০৭ – ইয়েলেসারাপু নাগেশ্বর শর্মা
  • ২০০৮ – বসন্তলক্ষ্মী ও নরসিংহচারী
  • ২০০৯ – বৈজয়ন্তী কাশী
  • ২০১০ – রত্না কুমার
  • ২০১১ – আলেখ্য পুঞ্জলা
  • ২০১২ – বেদান্তম রামলিঙ্গ শাস্ত্রী
  • ২০১৩ – চিন্তা সীতা রামাঞ্জেয়ুলু
  • ২০১৪ – বেদান্তম রাধেশ্যাম
  • ২০১৫ – জি পদ্মজা রেড্ডি
  • ২০১৬ – এ বি বালা কোন্ডালা রাও
  • ২০১৭ – দীপিকা রেড্ডি
  • ২০১৮ – পাসুমূর্তি রামলিঙ্গ শাস্ত্রী
  • ১৯৫৬ – Maisnam Amubi Singh
  • ১৯৫৮ – হাওবাম আতোম্বা সিং
  • ১৯৬১ – টি. আমুদন শর্মা
  • ১৯৬৩ – আতোম্বাপু শর্মা
  • ১৯৬৫ – গুরু বিপিন সিং
  • ১৯৬৯ – ওঝা থাংজাম চাওবা সিং
  • ১৯৭২ – ক্ষেত্রী টোম্বি দেবী
  • ১৯৭৩ – এল. কোয়েরেং সিং
  • ১৯৭৪ – এল. ইবেমহল দেবী
  • ১৯৭৫ – রজনী মাইবি
  • ১৯৭৬ – ওঝা মৈবাম ইবুনগোহাল সিং
  • ১৯৭৭ – নয়না সুশীল ঝাভেরি
  • ১৯৮০ – L. Thouranishabi Devi
  • ১৯৮২ – এল. টোম্বি দেবী
  • ১৯৮৫ – খাইদেম লোকেশ্বর সিং
  • ১৯৮৭ – তরুণ কুমার সিং
  • ১৯৮৮ – ইবোপিশক শর্মা
  • ১৯৯০ – থ. বাবু সিং
  • ১৯৯৩ – এইচ. এনগাংবি দেবী
  • ১৯৯৪ – টি. নাদিয়া সিং
  • ১৯৯৫ – এল. থাম্বলনগুবি দেবী
  • ১৯৯৬ – দর্শনা ঝাভেরি
  • ১৯৯৭ – সামন্ডুরাম টন্ডন দেবী
  • ১৯৯৮ – এন. মাধবী দেবী
  • ১৯৯৯–২০০০ – সোরোখইবাম নরন সিং
  • ২০০১ – চারু সিজা মাথুর
  • ২০০২ – K. Ongbi Leipaklotpi Devi
  • ২০০৩ – থিয়াম সূর্যমুখী দেবী, কলাবতী দেবী
  • ২০০৫ – কে রাধামোহন শর্মা
  • ২০০৯ – এল. বিনয় দেবী
  • ২০১০ – ফানজুবাম ইবোটন সিং
  • ২০১১ – প্রীতি প্যাটেল
  • ২০১৪ – এন. আমুসানা দেবী
  • ২০১৬ – মাইসনাম কামিনীকুমার সিং
  • ২০১৭ – এল.এন. ওইনাম ওংদি ডোনি দেবী
  • ২০১৮ – আখাম লক্ষ্মী দেবী
  • ১৯৬৩ – Maniram Datta Moktar
  • ১৯৭৮ – Bapuram Bayan Attai
  • ১৯৮০ – Roseshwar Saikia Bayan Moktar
  • ১৯৯৬ – Indira P. P. Bora
  • ১৯৯৮ – Pradip Chaliha
  • ১৯৯৯–২০০০ – Parmanand Borbayan
  • ২০০১ – Ghanakanta Bora
  • ২০০৪ – Jatin Goswami
  • ২০০৭ – Ganakanta Dutta Borbayan
  • ২০১০ – Manik Borbayan
  • ২০১৩ – Jogen Dutta Bayan
  • ২০১৪ – Anita Sharma
  • ২০১৫ – Sharodi Saikia
  • ২০১৬ – Haricharan Bhuyan Borbayan
  • ২০১৭ – Ramkrishna Talukdar
  • ২০১৮ – Tankeswar Hazarika Borbayan

Other major traditions of dance and dance theatre

সম্পাদনা
  • ২০০৭ – Kalamandalam Sivan Namboodiri (Kutiyattam)
  • ২০০৯ – Kala Krishna (Andhranatyam)
  • ২০১০ – Painkulam Rama Chakyar (Kutiyattam)
  • ২০১২ – Painkulam Damodara Chakyar (Kutiyattam)
  • ২০১৩ – Srinivasa Rangachariar (Arayer Sevai)
  • ২০০৫ – Josyula Krishna Murthy (Kuchipudi Bhagavatha Maddalla)
  • ২০০৬ – Kalamandalam Gangadharan (Kathakali Pattu)
  • ২০০৮ – Ramhari Das (Odissi)
  • ২০১০ – S. Rajeswari (Bharatanatyam)
  • ২০১১ – Karaikudi Krishnamurthi
  • ২০১২ – Jwala Prasad
  • ২০১৩ – Dhaneshwar Swain
  • ২০১৪ – Varanasi Vishnu Namboothiri (Kathakali)
  • ২০১৫ – Rajkumar Bharathi
  • ২০১৭ – Ashit Desai

থিয়েটার

সম্পাদনা

অভিনয়

সম্পাদনা
১৯৫২–২০০৩ (ভাষা অনুযায়ী)
সম্পাদনা
অসমীয়া
সম্পাদনা
  • ১৯৬১ – মিত্রদেব মহন্ত অধিকারী
  • ২০০১ – গিরিশ চৌধুরী
কন্নড়
সম্পাদনা
মালয়ালম
সম্পাদনা
  • ১৯৬০ – C. I. পরমেশ্বরন পিল্লাই
  • ১৯৬৫ – ভি.টি. অরবিন্দক্ষ মেনন
  • ১৯৬৯ – N. N. Pillai
মণিপুরী
সম্পাদনা
  • ১৯৬১ – Samuel Sahu
From ২০০৪ onwards
সম্পাদনা

পরিচালনা

সম্পাদনা

নাট্য রচনা

সম্পাদনা

২০০৪ – ইন্দিরা পার্থসারথি

২০১২-এর পর থেকে
সম্পাদনা
  • ২০১২ - অর্জুন দেও চরণ
  • ২০১৩ - রামেশ্বর প্রেম, পুণ্ডলিক নারায়ণ নায়েক
  • ২০১৪ - আসগর ওয়াজাহাত

অ্যালাইড থিয়েটার আর্টস

সম্পাদনা
  • পোষাক / মেক আপ
    • ১৯৮১ – অশোক শ্রীবাস্তব (মেক-আপ)
    • ১৯৯০ – রোশান আলকাজি (কস্টিউম ডিজাইন)
    • ১৯৯৯–২০০০ – শক্তি সেন (মেক-আপ)
    • ২০০১ – ডলি অহলুওয়ালিয়া (কস্টিউম ডিজাইন)
    • ২০০৩ – অনন্ত গোপাল শিন্ডে (মেক-আপ)
    • ২০০৪ – প্রেমা কারান্থ (কস্টিউম ডিজাইন)
    • ২০০৮ - অম্বা সান্যাল (কস্টিউম ডিজাইনিং)
    • ২০০৯ – কমল অরোরা (মেক-আপ)
    • ২০১৩ - কৃষ্ণ বোরকার (মেক-আপ)
  • থিয়েটারের জন্য সঙ্গীত
    • ১৯৯৯–২০০০ – কাজল ঘোষ, কমল তেওয়ারি
    • ২০০৫ - R. পরমাশিবণ
    • ২০০৯ – কুলদীপ সিং
    • ২০১২ - মুরারি রায়চৌধুরী
    • ২০১৪ - আমোদ ভট্ট, অমরদাস মানিকপুরী (ছত্তীসগঢ়)
  • মঁচ শিল্প
    • ১৯৯৩ – এম.এস. সাথিয়ু
    • ১৯৯৫ – এন. কৃষ্ণমূর্তি
    • ২০০২ – নিসার আলানা
    • ২০০৫ - এইচ ভি শর্মা

থিয়েটারের প্রধান ঐতিহ্য

সম্পাদনা
  • ২০০৭ – কলিউর রামচন্দ্র রাও (যক্ষগান)
  • ২০০৮ – বংশীলাল খিলাড়ি, খেয়াল (রাজস্থান)
  • ২০১২ - গুলাম রসুল ভগত ( Bhand Pather)
  • ২০১৪ - মঞ্জুনাথ ভাগবত হোস্টোটা (যক্ষগান)

অন্যান্য ঐতিহ্যবাহী /লোকসঙ্গীত/ উপজাতি/ নৃত্য/ সঙ্গীত/ থিয়েটার এবং পুতুল নাচ

সম্পাদনা
  • ১৯৬৪ – মণি মাধব চাকিয়ার (কুটিয়াত্তম), কেরালা
  • ১৯৬৯ – গহন চন্দ্র গোস্বামী (আনকিয়া নাট, আসাম)
  • ১৯৭২ – কুদামালুর করুণাকরণ নায়ার (কথাকলি), কেরালা
  • ১৯৭৬ – রঘুনাথ পানিগ্রাহী (ওডিসি সঙ্গীত, উড়িষ্যার জন্য সঞ্জুক্তা পানিগ্রাহী এর সাথে যৌথ পুরস্কার)
  • ১৯৮১ – কামিনী কুমার নার্জারি (বোডো ট্রাইবাল ডান্স, আসাম)
  • ১৯৮৩ – ধর্মিকলাল চুনিলাল পান্ডিয়া (আখানা), গুজরাট
  • ১৯৮৩ – ললিত চন্দ্র ওঝা (ওজাপালি ও দেওধানি নৃত্য, আসাম)
  • ১৯৮৪ – বালাকৃষ্ণ দাশ (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
  • ১৯৮৫ – মোহন চন্দ্র বর্মন (ভাওনা, আসাম)
  • ১৯৮৪ – ভুবনেশ্বর মিশ্র (ওডিশি সঙ্গীত, উড়িষ্যা)
  • ১৯৮৭ – ভূপেন হাজারিকা (লোকসঙ্গীত, আসাম)
  • ১৯৮৮ – প্রতিমা বড়ুয়া পান্ডে (লোকসঙ্গীত, আসাম)
  • ১৯৮৯ – রাজেন পাম (উপজাতীয় সঙ্গীত, আসাম)
  • ১৯৯০ – রামেশ্বর পাঠক (লোকসঙ্গীত, আসাম)
  • ১৯৯১ – Puranchand Wadali & Pyarelal Wadali (লোক সঙ্গীত), পাঞ্জাব
  • ১৯৯২ – খগেন মহন্ত (লোকসঙ্গীত, আসাম)
  • ১৯৯৪ – M. Boyer (Tiatr), Goa
  • ১৯৯৫ – তিজন বাই (পান্ডাবাণী), মধ্য প্রদেশ
  • ১৯৯৭ – অর্ঘ্য সেন [রবীন্দ্রসঙ্গীত], পশ্চিমবঙ্গ
  • ১৯৯৭ – পি. আর. থিলাগাম, কুরাভানজি পারফরমার, তামিলনাড়ু
  • ১৯৯৮ – গুলাম মোহাম্মদ সাজনওয়াজ, জম্মু ও কাশ্মীর[]
  • ২০০২ - দিলীপ শর্মা ও সুদক্ষিণা শর্মা (জ্যোতি সঙ্গীত, আসাম - যৌথ পুরস্কার)
  • ২০০৩ – প্রভাত শর্মা (ঐতিহ্যবাহী ও লোকসঙ্গীত, আসাম)
  • ২০০৩ – কোশা কান্ত দেব গোস্বামী (মুখোশ মেকিং ভাওনা, আসাম)
  • ২০০৩ – বনমালী মহারানা (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
  • ২০০৫ – খিরোদ খাখলারি (বোড়ো ডান্স অ্যান্ড মিউজিক, আসাম)
  • ২০০৫ – কাশীনাথ পূজাপান্ডা (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
  • ২০০৫ – [[[Mathoor Govindn Kutty]] (কথাকলি), কেরালা
  • ২০০৭ – সুবোধ দেববর্মা (লোকনৃত্য), ত্রিপুরা
  • ২০০৭ – অমর পাল (লোকসংগীত, পশ্চিমবঙ্গ)
  • ২০০৮ – কর্তার সিং[]
  • ২০০৮ – মাঙ্গি বাই আর্য ( মান্দ), রাজস্থান
  • ২০০৮ – লাখা খান মাঙ্গনিয়ার, (লোকসঙ্গীত), রাজস্থান
  • ২০০৮ – বংশী লাল খিলারি (খাইয়াল), রাজস্থান
  • ২০০৯ – ভিখুদান গাধভি (লোকসঙ্গীত), গুজরাট
  • ২০১০ – হরভজন সিং নামধারী (গুরবানি কীর্তন), পাঞ্জাব
  • ২০১০ – নাজির আহমেদ খান ওয়ারসি এবং নাছির আহমেদ খান ওয়ারসি ([[[কওয়ালি]]), অন্ধ্র প্রদেশ
  • ২০১০ – দ্বিজেন মুখোপাধ্যায় (রবীন্দ্র সঙ্গীত), পশ্চিমবঙ্গ
  • ২০১০ – চন্দাবাই তিওয়াদি (ভারুদ), মহারাষ্ট্র
  • ২০১০ – টি. সোমাসুন্দরম (লোকনৃত্য), তামিলনাড়ু
  • ২০১০ – কৃষ্ণ কুমারী (লোকসঙ্গীত: ভাখা), জম্মু ও কাশ্মীর
  • ২০১০ – চাঁদ জগদীশ তিওয়াদি (লোক থিয়েটার: ভরুদ), মহারাষ্ট্র
  • ২০১১ – ট্রিপেকুলাম আচুতা মারার (কেরলা)
  • ২০১১ – লোকসঙ্গীতের জন্য হেমন্ত চৌহান (গুজরাট)
  • ২০১১ – গুরমিত বাওয়া ফোক মিউজিকের জন্য (পাঞ্জাব)
  • ২০১১ – লোক থিয়েটারের জন্য কাশীরাম সাহু (ছত্তীসগঢ়)
  • ২০১১ – মিফাম ওটসাল ফর ট্র্যাডিশনাল থিয়েটার (জম্মু ও কাশ্মীর)
  • ২০১১ – বেলাগালু ভিরান্না for Togalu Gombeyatta, Puppetry (কর্ণাটক)
  • ২০১১ – পুতুল নাচ (ত্রিপুরা) এর জন্য গোপাল চন্দ্র দাস
  • ২০১১ – মেকিং অফ মিউজিকাল ইন্সট্রুমেন্ট (ডিহি) এর জন্য কাসমি খান নিয়াজি
  • ২০১২ – গো রু চান্নাবাসাপ্পা (লোকসঙ্গীত - কর্ণাটক)
  • ২০১২ – কিনারাম নাথ ওজা (সুকনানি ওজাপালি - আসাম)
  • ২০১২ – প্রেম সিং দেহাটি (লোকসঙ্গীত - হরিয়ানা)
  • ২০১২ – সুলোচনা চহ্বান (লাভানি - মহারাষ্ট্র)
  • ২০১২ – মাত্তান্নুর শঙ্করন কুট্টি মারার (থায়াম্বাকা - কেরল)
  • ২০১২ – গোবিন্দ রাম নির্মলকর (নাচা - ছত্তীসগঢ়)
  • ২০১২ – হীরা দাস নেগি (মাস্ক মেকিং - হিমাচল প্রদেশ)
  • ২০১৩ – মেইনাক্ষী কে. (ইন্সট্রুমেন্ট মেকিং - ঘাটম - তামিলনাড়ু)[]
  • ২০১৩ – রাজ বেগম, ঐতিহ্যবাহী, লোকসঙ্গীত/নৃত্য ও থিয়েটার (জম্মু ও কাশ্মীর)
  • ২০১৩ - টি.এ.আর. নাদি রাও এবং এন জিভা রাও (যৌথ পুরস্কার), লোকসঙ্গীত (তামিলনাড়ু)
  • ২০১৩ – গুরদয়াল সিং, ইন্সট্রুমেন্ট মেকিং (পাঞ্জাব)
  • ২০১৩ - মোহন সিং খাঙ্গুরা, রবীন্দ্র সংগীত (পশ্চিমবঙ্গ)
  • ২০১৩ - উমাকান্ত গগৈ (বৈরাগী), টোকারি গীত এবং দেহবিচার গীত, (আসাম)
  • ২০১৩ - শেখ রিয়াজউদ্দিন ওরফে রাজুবাবা, লোক থিয়েটার (মহারাষ্ট্র)
  • ২০১৪ – পুরান শাহ কোটি (ঐতিহ্যবাহী সঙ্গীত - পাঞ্জাব)
  • ২০১৪ – কলামণ্ডলম রাম মোহন (কত্থকলির জন্য মেকআপ/কস্টিউম)
  • ২০১৪ – Reba Kanta Mohanta (মুখোশ তৈরি - আসাম)
  • ২০১৪ – আব্দুল রশিদ হাফিজ (লোকসঙ্গীত - জম্মু ও কাশ্মীর)
  • ২০১৪ – কে.শানাথোইবা শর্মা (থাং-তা - মণিপুর)
  • ২০১৪ – রামদয়াল শর্মা (নওট্যাঙ্কি - উত্তর প্রদেশ)
  • ২০১৪ – থাঙ্গা দারলং (লোকসঙ্গীত - ত্রিপুরা)
  • ২০১৫ – রামচন্দ্র সিং (লোক থিয়েটার - বিহার)
  • ২০১৭ – মুকুন্দ নায়ক (লোকসঙ্গীত - ঝাড়খণ্ড)
  • ২০১৭ – প্রকাশ খান্ডে (লোকশিল্প - মহারাষ্ট্র)
  • ২০১৮ – নরেন্দ্র সিং নেগি (লোকসঙ্গীত - উত্তরাখণ্ড)

পুতুলনাচ /মূকাভিনয়/চিরাচরিত ফর্মের মিত্র শিল্প

সম্পাদনা

Overall Contribution/Scholarship

সম্পাদনা
List of recipients, showing the year and field[১০]
Year Recipient Field
১৯৯৪ Kanak Rele Dance
১৯৯৪ K. V. Subbanna Theatre
১৯৯৫ Sunil Kothari Dance
১৯৯৬ Ram Gopal Bajaj Theatre
২০০০ B. V. K. Sastry Performing Arts
২০০০ Nemi Chandra Jain Performing Arts
২০০০ Shanta Serbjeet Singh Performing Arts
২০০১ Suresh Awasthi Performing Arts
২০০২ Romesh Chander Theatre
২০০২ J. N. Kaushal Theatre
২০০৩ Subbudu Performing Arts
২০০৪ Sushil Kumar Saxena Performing Arts
২০০৫ Pratibha Agrawal Theatre
২০০৬ Rekha Jain Performing Arts
২০০৭ Mukund Lath Performing Arts
২০০৮ R. Sathyanarayana Performing Arts
২০০৯ Leela Venkataraman Performing Arts
২০১০ Ashok Ranade Performing Arts - Music
২০১০ Jaidev Taneja Performing Arts - Theatre
২০১১ Shrivatsa Goswami
২০১১ Sundari K. Shridharani
২০১২ Arun Kakade
২০১২ Nandini Ramani
২০১৩ N. Ramanathan
২০১৩ Mysore V. Subramanya
২০১৪ Indudhar Nirody
২০১৪ Akshara K. V.
২০১৫ Chaman Lal Ahuja Performing Arts
২০১৫ Shanta Gokhale Performing Arts
২০১৫ Rani Balbir Kaur Theatre
২০১৭ Sandhya Purecha Dance
২০১৮ Puru Dadheech Dance
Key
   # Indicates an award for the performing arts in the media
List of recipients, showing the year and field[১০]
Year Recipient Field
১৯৫৭ দেবকী বসু নির্দেশনা
১৯৫৭ Gajanan Digambar Madgulkar Screenplay
১৯৫৮ শচীন দেববর্মণ Music Direction
১৯৫৮ Durga Khote Acting
১৯৫৯ অশোক কুমার Acting
১৯৫৯ সত্যজিৎ রায় Direction
১৯৬০ ছবি বিশ্বাস Acting
১৯৬১ Lalita Pawar Acting
১৯৬১ Kavi Pradeep Lyricist
১৯৬১ Mukhram Sharma Screenplay
১৯৮৮ সলিল চৌধুরী# Music
১৯৯১ Sudhir Phadke# Music
১৯৯২ নওশাদ# Music
১৯৯২ কে জে যেসুদাস# Music
২০০১ Prem Matiyani# Theatre

তথ্যসূত্র

সম্পাদনা
  1. United News of India, Press Trust of India (২০০৭-০৩-০১)। "Gursharan gets 'Akademi Ratna'"The Tribune। Chandigarh। ৪ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১১ 
  2. "Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar"Sangeet Natak Akademi। ২০১১-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২ 
  3. "Sangeet Natak Akademi honour for Jasraj, Shreeram Lagoo"The Hindu (ইংরেজি ভাষায়)। PTI। ২০১০-০২-১৭। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬ 
  4. "Archived copy" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮  |আর্কাইভের-ইউআরএল= ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য)
  5. "The General Council of the Sangeet Natak Akademi Announces Sangeet Natak Akademi Fellowships (Akademi Ratna) and Sangeet Natak Akademi Awards (Akademi Puraskar) for the Year ২০১৮"pib.gov.in 
  6. "Artist - Saudagar Nagnath Gore 'Chhota Gandharva' (কন্ঠ), Gharana - Gwalior" 
  7. https://www.sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=১৩৬৪&at=২ [অকার্যকর সংযোগ]
  8. "Sangeet Natak Academy Annual Report ২০০৮-০৯" (পিডিএফ)sangeetnatak.gov.in। Govt. of India। ২০০৯। 
  9. "List of Sangeet Natak Akademi Puraskar awardees ২০১৩" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩  |আর্কাইভের-ইউআরএল= ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য)
  10. "Sangeet Natak Akademi Awards"। New Delhi: Sangeet Natak Akademi। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭ 

5 ^ Find Biography of Pandit Hanuman Prasad Mishra

বহিঃসংযোগ

সম্পাদনা