সংগীত নাটক অকাদেমি পুরস্কার
এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি বাংলা ব্যতীত অন্য কোন ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ঐ নির্দিষ্ট ভাষা ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরি করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
সঙ্গীত নাটক একাদেমি পুরস্কার (আকাদেমি পুরস্কার) (IPA:Saṅgīta Nāṭaka Akādamī Puraskāra) সঙ্গীত নাটক একাদেমি, ভারতের জাতীয় সঙ্গীত, নৃত্য ও নাটক একাদেমি কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার। ভারতীয় শিল্পীদের সংস্কৃতি চর্চার এটাই সর্ব্বোচ্চ ভারতীয় স্বীকৃতি। [১] ২০০৩ সালে এর আগে পুরস্কার হিসাবে দেওয়া হতো নগদ ₹ ৫০,০০০ রুপি, একটি মানপত্র, একটি অঙ্গবস্ত্রম (একটি শাল) এবং একটি তাম্রপত্র (একটি পিতলের ফলক)। [২] ২০০৯ সাল থেকে নগদ পুরস্কার বাড়িয়ে ₹ ১,০০,০০০ করা হয়েছে। [৩] পুরস্কারগুলি সঙ্গীত, নৃত্য, নাট্যশালা, অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলা এবং পুতুলির জন্য এবং পারফর্মিং আর্টে অবদান/বৃত্তির জন্য দেওয়া হয়। [২]
সংগীত নাটক একাদেমি পুরস্কার | |
---|---|
পারফর্মিং আর্টসে অবদানের জন্য পুরস্কার | |
বিবরণ | ভারতের পারফর্মিং আর্টসের পুরস্কার |
পৃষ্ঠপোষক | সঙ্গীত নাটক অকাদেমি |
প্রথম পুরস্কৃত | ১৯৫২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
ওয়েবসাইট | https://www.sangeetnatak.gov.in/award-honours/ratna-awards |
ভারতের সঙ্গীত | |
---|---|
ধারা | |
| |
গণমাধ্যম ও অনুষ্ঠান | |
সঙ্গীত পুরস্কার | |
সঙ্গীত উৎসব | |
সঙ্গীত মাধ্যম | |
জাতীয়তাবাদী ও দেশাত্মবোধক গান | |
জাতীয় সঙ্গীত | জনগণমন |
অন্যান্য | বন্দে মাতরম্ |
অঞ্চলিক সঙ্গীত | |
| |
পুরস্কার প্রাপক
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাহিন্দুস্তানি সংগীত
সম্পাদনাকন্ঠ
সম্পাদনা- ১৯৫২ – মুস্তাক হুসেইন খান
- ১৯৫৩ – কেসরবাঈ কেরকার
- ১৯৫৪ – রজব আলি খান
- ১৯৫৫ – অনন্ত মনোহর যোশী
- ১৯৫৬ – রাজাভাইয়া পুঞ্চহাওয়ালে
- ১৯৫৭ – রসুলন বাই
- ১৯৫৮ – গণেশ রামচন্দ্র বেহের
- ১৯৫৯ – কৃষ্ণরাও শঙ্কর পণ্ডিত
- ১৯৬০ – আলতাফ হুসেন খান
- ১৯৬১ – Y. S. মিরাশি বুওয়া
- ১৯৬২ – বড়ে গুলাম আলী খান
- ১৯৬৩ – ওমকারনাথ ঠাকুর
- ১৯৬৪ – রহিমউদ্দিন খান ডাগার
- ১৯৬৫ – হীরাবাঈ বরোদাকর
- ১৯৬৬ – সিদ্ধেশ্বরী দেবী
- ১৯৬৭ – আমির খাঁ
- ১৯৬৮ – মগুবাই কুর্দিকার
- ১৯৬৯ – রামচাতুর মল্লিক
- ১৯৭০ – নিসার হুসেন খান
- ১৯৭১ – মল্লিকার্জুন মনসুর
- ১৯৭২ – বেগম আখতার
- ১৯৭৩ – গাঙ্গুবাঈ হাঙ্গল
- ১৯৭৪ – কুমার গন্ধর্ব
- ১৯৭৫ – ভীমসেন জোশী
- ১৯৭৫-৭৬ গাভরি দেবী (কন্ঠ) (যোধপুর, রাজস্থান)
- ১৯৭৬ – নারায়ণরাও ব্যাস
- ১৯৭৭ – গিরিজা দেবী
- ১৯৭৮ – খাদিম হুসেন খান
- ১৯৭৯ – Sarachchandra Arolkar
- ১৯৮০ – Nivruttibua Sarnaik
- ১৯৮১ – বাসবরাজ রাজগুরু
- ১৯৮২ – বসন্তরাও দেশপান্ডে
- ১৯৮৩ – মহাদেব প্রসাদ মিশ্র
- ১৯৮৪ – শরাফত হুসেন খান
- ১৯৮৫ – কিশোরী আমোনকর, আমিনুদ্দিন ডাগার
- ১৯৮৬ - গাভরি দেবী (কন্ঠ) (যোধপুর, রাজস্থান)
- ১৯৮৬ – আসগারি বাই, ফিরোজ দস্তুর, মানিক বর্মা
- ১৯৮৭ – C. R. ব্যাস, শোভা গুরতু, পণ্ডিত জসরাজ
- ১৯৮৮ – পদ্মাবতী গোখলে শালিগ্রাম
- ১৯৮৯ – জিতেন্দ্র অভিষেকি
- ১৯৯০ – K. G. Ginde, ধোনদুতাই কুলকার্নি
- ১৯৯১ – N. জাহিরউদ্দিন ডাগার, প্রভা আত্রে
- ১৯৯২ – রামারাও ভি নায়েক, শিব কুমার শুক্লা
- ১৯৯৩ – বালা সাহেব পুচওয়ালে, রহিম ফাহিমুদ্দিন ডাগার
- ১৯৯৪ – সুলোচনা বৃহস্পতি, জিয়া ফরিদউদ্দিন ডাগার
- ১৯৯৫ – A. Kanan
- ১৯৯৬ – দিনকার কৈকিনি, হাফিজ আহমেদ খান
- ১৯৯৭ – এল কে পণ্ডিত
- ১৯৯৮ – পুট্টারাজ গাওয়াইগালু, পারভিন সুলতানা, রাজন ও সাজন মিশ্র
- ১৯৯৯–২০০০ – অজয় চক্রবর্তী, রীতা গাঙ্গুলি, মালবিকা কনন
- ২০০১ – অভয় নারায়ণ মল্লিক, সঙ্গমেশ্বর গুরভ, মালিনী রাজুরকর
- ২০০২ – সুশীলা রানী প্যাটেল, শরায়ু কালেকার
- ২০০৩ – গুলাম মুস্তাফা খান, যশবন্ত বালকৃষ্ণ যোশী
- ২০০৪ – বলবন্ত রাই ভাট, তেজপাল সিং এবং সুরিন্দর সিং
- ২০০৫ – S. C. R. Bhat, রামাশ্রেয় ঝা
- ২০০৬ – বিজয় কুমার কিচলু, রশিদ খান
- ২০০৭ – বিদ্যাধর ব্যাস, গোবর্ধন মিশ্র
- ২০০৮ – Ulhas Kashalkar, M.R. Gautam
- ২০০৯ – আব্দুল রশিদ খান, বসুন্ধরা কমকালী
- ২০১০ – ছান্নুলাল মিশ্র, যশপল
- ২০১১ – শ্রুতি সদোলিকার, পণ্ডিত ভেঙ্কটেশ কুমার
- ২০১২ – রাজশেখর মনসুর, অজয় পোহানকর
- ২০১৩ – ঋত্বিক সান্যাল, বীণা সহস্রবুদ্ধে
- ২০১৪ – অশ্বিনী ভিদে-দেশপান্ডে, ইকবাল আহমেদ খান, নাথ নারেলকার
- ২০১৫ – মাশকুর আলি খান
- ২০১৬ – প্রভাকর কারেকার
- ২০১৭ – ললিত জে রাও, উমাকান্ত এবং রমাকান্ত গুন্ডেচা - গুন্ডেচা ব্রাদার্স
- ২০১৮ – মণি প্রসাদ, মধুপ মুদগল
যন্ত্র সংগীত
সম্পাদনা- ১৯৬৯ – ডাবির খান
- ১৯৭৭ – আসাদ আলী খান
- ১৯৮১ – জিয়া মহিউদ্দিন ডাগার
- ১৯৯৪ – পণ্ডিত গোপাল কৃষ্ণ
- ২০১২ – বাহাউদ্দিন ডাগার
- ১৯৮৩ – পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া
- ১৯৮৬ – দেবেন্দ্র মর্দেশ্বর
- ১৯৯৪ – রঘুনাথ শেঠ
- ২০১০ – নিত্যানন্দ হলদিপুর
- ২০১৪ – রনু মজুমদার
- ২০১৭ – শশাঙ্ক সুব্রহ্মণ্যম, রাজেন্দ্র প্রসন্ন
- ২০০৫ – ব্রিজ ভূষণ কাবরা
- ১৯৯৯–২০০০ – আপ্পা জলগাঁওকর
- ২০০৫ – তুলসীদাস বসন্ত বোরকার
- ১৯৫৫ – গোবিন্দ রাও বুরহানপুরকর
- ১৯৬৫ – সাখারাম তাভদে
- ১৯৬৭ – অযোধ্যা প্রসাদ
- ১৯৭৮ – পুরুষোত্তম দাস
- ১৯৮৮ – রামশঙ্করদাস পাগলদাস
- ১৯৯১ – ছত্রপতি সিং
- ১৯৯৩ – গোপালদাস পানসে
- ১৯৯৫ – রাম আশিস পাঠক
- ২০০৩ – ভবানী শঙ্কর
- ২০১১ – টোটারাম শর্মা
- ১৯৮৬ – শিবকুমার শর্মা
- ১৯৯৩ – ভজন সোপোরি
- ২০১৮ – তরুণ ভট্টাচার্য
- ১৯৬৬ – শাকুর খান
- ১৯৭৫ – রাম নারায়ণ
- ১৯৭৬ – গোপাল মিশ্র
- ১৯৮৬ – সাবরি খান
- ১৯৮৮ – হনুমান প্রসাদ মিশ্র
- ১৯৯০ – আব্দুল লতিফ খান
- ১৯৯২ – সুলতান খান
- ১৯৯৬ – ইন্দ্রলাল ধন্দ্রা, রামচন্দ্র মিশ্র
- ২০০৮ – রমেশ মিশ্র
- ২০১৩ – ধ্রুব ঘোষ
- ১৯৫২ – আলাউদ্দিন খাঁ
- ১৯৫৩ – হাফিজ আলি খান
- ১৯৬৩ – আলী আকবর খান
- ১৯৭১ – রাধিকা মোহন মৈত্র
- ১৯৮৬ – শরণ রানী ব্যাকলিওয়াল
- ১৯৮৮ – জারিন শর্মা
- ১৯৮৯ – আমজাদ আলি খান
- ১৯৯৩ – বুদ্ধদেব দাস গুপ্ত
- ১৯৯৯–২০০০ – রাজীব তারানাথ
- ২০০৪ – আশিস খান
- ২০১৮ – তেজেন্দ্র মজুমদার
- ১৯৫৬ – উস্তাদ বিসমিল্লাহ খান
- ১৯৮৫ – আলী হুসেন খান
- ১৯৮৯ – পণ্ডিত অনন্ত লাল
- ১৯৯৬ – পণ্ডিত রঘুনাথ প্রসন্ন
- ২০০৮ – কৃষ্ণ রাম চৌধুরী
- ২০০৯ – আলী আহমাদ হুসেন
- ২০১৭ – রাজেন্দ্র প্রসন্ন[৪]
- ১৯৫৮ – ইউসুফ আলী
- ১৯৬০ – ওয়াহিদ খান
- ১৯৬২ – রবিশঙ্কর
- ১৯৬৮ – মুস্তাক আলি খান
- ১৯৭৪ – নিখিল বন্দ্যোপাধ্যায়
- ১৯৮৭ – আব্দুল হালিম জাফর খান, ইমরাত খান (এছাড়াও সুরবাহার)
- ১৯৮৯ – বলরাম পাঠক
- ১৯৯২ – উমা শঙ্কর মিশ্র
- ১৯৯৪ – শামীম আহমেদ খান
- ১৯৯৬ – দেবু চৌধুরী
- ২০০১ – মণিলাল নাগ
- ২০০৩ – অরবিন্দ পারিখ
- ২০০৬ – শহীদ পারভেজ
- ২০১০ – বুধাদিত্য মুখার্জী
- ২০১৫ – কার্তিক কুমার
- ১৯৯১ – অন্নপূর্ণা দেবী
- ২০১১ – পুষ্পরাজ কোশতী
- ১৯৫৪ – উস্তাদ আহমেদ জান থিরাকওয়া
- ১৯৫৯ – উস্তাদ জাহাঙ্গীর খান
- ১৯৬১ – পন্ডিত কন্ঠে মহারাজ
- ১৯৭০ – মাসিত খান
- ১৯৭৬ – কারামাতুল্লা খান
- ১৯৭৯ – পণ্ডিত সামতা প্রসাদ
- ১৯৮২ – ওস্তাদ আল্লা রাখা
- ১৯৮৪ – পণ্ডিত কিষাণ মহারাজ
- ১৯৯০ – উস্তাদ জাকির হুসেন
- ১৯৯১ – শেখ দাউদ
- ১৯৯৭ – স্বপন চৌধুরী, লালজি গোখলে
- ১৯৯৮ – পান্ধারিনাথ গঙ্গাধর নাগেশকর
- ১৯৯৯–২০০০ – শঙ্কর ঘোষ
- ২০০১ – ঈশ্বর লাল মিশ্র
- ২০০২ – সুরেশ বি. গাইতোন্ডে, অনিন্দ্য চ্যাটার্জি
- ২০০৪ – পণ্ডিত সুরেশ তালওয়ালকর
- ২০০৬ – কুমার বোস
- ২০০৭ – নন্দন মেহতা
- ২০০৯ – লছমন সিং
- ২০১২ – সাবির খান (তবলা)
- ২০১৩ – হাশমত আলী খান
- ২০১৪ – পেক্ট নয়ন ঘোষ
- ২০১৬ – অরবিন্দ মুলগাঁওকর
- ২০১৭ – পন্ডিত যোগেশ সামসি
- ১৯৭২ – গজাননরাও জোশী
- ১৯৮০ – ভি জি জগ
- ১৯৯০ – এন রাজম
- ১৯৯৫ – ডি কে দাতার
- ১৯৯৬ – অন্নাভারাপু রাম স্বামী
- ১৯৯৭ – সিসির কানা ধর চৌধুরী
- ২০০৭ – রামু প্রসাদ শাস্ত্রী
- ২০১৬ – কালা রামনাথ
Carnatic music
সম্পাদনাকন্ঠ
সম্পাদনা- ১৯৫২ – আরিয়াকুদি রামানুজা আয়েঙ্গার
- ১৯৫৩ – সেমাংগুড়ি আর. শ্রীনিবাস আইয়ার
- ১৯৫৪ – মহীশূর কে বাসুদেবাচার্য
- ১৯৫৫ – মহারাজাপুরম বিশ্বনাথ আইয়ার
- ১৯৫৬ – এম. এস. সুব্বুলক্ষ্মী
- ১৯৫৭ – মুসিরি সুব্রহ্মণ্যম আইয়ার
- ১৯৫৮ – Chembai বৈদ্যনাথ ভাগবত
- ১৯৫৯ – জি. এন. বালাসুব্রহ্মণ্যম
- ১৯৬০ – মাদুরাই মণি আইয়ার
- ১৯৬১ – মুডিকোন্ডান সি ভেঙ্কটরমা আইয়ার
- ১৯৬২ – D. K. Pattammal
- ১৯৬৩ – B. দেবেন্দ্রপ্পা
- ১৯৬৪ – চিত্তুর এস সুব্রহ্মণ্যম
- ১৯৬৫ – টি. বৃন্দা
- ১৯৬৬ – মাদুরাই শ্রীরঙ্গম আয়েঙ্গার
- ১৯৬৭ – C. Venkata Rao
- ১৯৬৮ – আলাথুর শ্রীনিবাস আইয়ার
- ১৯৬৯ – দণ্ডপানি দেশিকার
- ১৯৭০ – এম. এল. বসন্তকুমারী
- ১৯৭১ – N. Channakeshaviah
- ১৯৭২ – টি. মুক্তা
- ১৯৭৩ – বিএস রাজা আয়েঙ্গার
- ১৯৭৪ – M. D. Ramanathan
- ১৯৭৫ – ম. বালামুরালি কৃষ্ণ
- ১৯৭৬ – K.V.Narayanaswamy
- ১৯৭৭ – শ্রীপদ পিনাকাপানি
- ১৯৭৮ – মাদুরাই এস. সোমাসুন্দরম
- ১৯৭৯ – R K শ্রীকান্তন
- ১৯৮০ – সিরখাজি এস. গোবিন্দরাজন
- ১৯৮১ – রাধা ও জয়লক্ষ্মী
- ১৯৮২ – T. M. থিয়াগারাজন
- ১৯৮৩ – D. K. জয়রামন
- ১৯৮৪ – মহারাজাপুরম ভি. সান্থানাম
- ১৯৮৫ – Voleti Venkatesvarulu
- ১৯৮৬ – B. Rajam Iyer
- ১৯৮৬ – Nedunuri Krishnamoorthy
- ১৯৮৭ – মাদুরাই এন. কৃষ্ণন
- ১৯৮৭ – মণি কৃষ্ণস্বামী
- ১৯৮৮ – নুকলা চিন্না সত্যনারায়ণ
- ১৯৮৯ – Titte Krishna Iyengar
- ১৯৯০ – T. V. শঙ্করনারায়ণন
- ১৯৯১ – S. Rajam
- ১৯৯২ – কে আর কুমারস্বামী আইয়ার
- ১৯৯৩ – ত্রিচি স্বামীনাথন আইয়ার
- ১৯৯৪ – C.S. Krishna Iyer
- ১৯৯৫ – R. Vedavalli
- ১৯৯৬ – টি কে গোবিন্দ রাও
- ১৯৯৭ – এম.এস. বালাসুব্রহ্মণ্য শর্মা
- ২০০০ - এস আর জানকিরামন
- ২০০১ - বি.ভি. রমন
- ২০০২ – T. R. Subramaniam
- ২০০৩ – ত্রিচুর ভি রামচন্দ্রন, এম. এ. নরসিংহচর
- ২০০৪ – তিরুভেঙ্গাদু এ. জয়রামন, সি সরোজা এবং সি ললিতা
- ২০০৫ – S. V. Parthasarrathy, P. S. Narayanaswamy
- ২০০৬ – D. পাসুপতি, চিঙ্গলপুট রঙ্গনাথন
- ২০০৭ – B. Krishnamoorti
- ২০০৮ – পূর্ণম পুরুষোত্তম শাস্ত্রী
- ২০০৯ – পরশলা বি পোন্নাম্মাল
- ২০১০ – সুগুনা পুরুষোত্তমান, মহীশূর নাগামণি শ্রীনাথ
- ২০১১ – জে ভেঙ্কটরমন
- ২০১২ – ও. এস. ত্যাগরাজন
- ২০১৩ – অরুণা সাইরাম, ডি. সেশচারী ও ডি রাঘবচারী (হায়দ্রাবাদ ব্রাদার্স)
- ২০১৪ – Neyveli Sanhanagopalan
- ২০১৫ – আর.এন. থারানাথন, সুগুনা বরদাচারী, আর.এন. থিয়াগারাজন
- ২০১৬ – নীলা রামগোপাল, কে. ওমানকুট্টি
- ২০১৭ – এম. এস. শীলা
- ২০১৮ – আলামেলু মণি, মাল্লাদি সুরিবাবু
যন্ত্র সংগীত
সম্পাদনা- ১৯৯৪ – এ কে সি নটরাজন
- ১৯৫৪ – পল্লাদম সঞ্জীব রাও
- ১৯৬১ – টি.এন. স্বামীনাথ পিল্লাই
- ১৯৬৫ – টি.আর. মহালিঙ্গম
- ১৯৮৪ – নাতেসান রামানি
- ১৯৮৭ – টি. বিশ্বনাথন
- ১৯৮৯ – সিক্কিল সিস্টারস - কুঞ্জুমনি ও নীলা
- ১৯৯৭ – কেসি নারায়ণস্বামী
- ১৯৯৯–২০০০ – টি.এস. শঙ্করন
- ২০০৪ – প্রপঞ্চম সীতারাম
- ২০১৭ – শশাঙ্ক সুব্রহ্মণ্যম
- ১৯৮৮ – থেটাকুডি হরিহর বিনায়করাম
- ১৯৯৫ – উমায়ালপুরম কে. নারায়ণস্বামী
- ২০১১ – ই.এম. সুব্রামানিয়াম
- ২০১৪ – সুকন্যা রামগোপাল
- ১৯৫৮ – বুদালুর কৃষ্ণমূর্তি শাস্ত্রী
- ২০০৬ – এন রবিকিরণ
- ২০০১ – গ. হরিশঙ্কর
- ২০০৯ – ইউ. শ্রীনিবাস
- ১৯৫৬ – পালঘাট মানি আইয়ার
- ১৯৭৫ – সি.এস. মুরুগাভুপতি
- ১৯৭৯ – Kolanka Venkata Raju
- ১৯৮৩ – Palghat R. Raghu
- ১৯৮৭ – টি কে মূর্তি
- ১৯৯০ – টি.ভি. গোপালকৃষ্ণন
- ১৯৯১ – ভেলোর জি রামাভদ্রন
- ১৯৯২ – উমায়ালপুরম কে. শিবরামন
- ১৯৯৪ – ডান্ডামুদি রাম মোহন রাও
- ১৯৯৬ – গুরুভায়ুর দোরাই
- ১৯৯৮ – কারাইকুড়ি মানি
- ১৯৯৯–২০০০ ভি. কমলাকর রাও
- ২০০২ – ইয়েল্লা ভেঙ্কটেশ্বর রাও
- ২০০৪ – মাদ্রাজ এ. কান্নন
- ২০০৬ – তিরুভারুর বখথাভাতসালাম
- ২০০৮ – মান্নারগুড়ি ঈশ্বরণ
- ২০০৯ – ডান্ডামুদি সুমাথি রাম মোহন রাও
- ২০১০ – শ্রীমুশনাম ভি রাজা রাও
- ২০১২ – K. V. Prasad
- ২০১৩ – ত্রিচি শঙ্করন
- ২০১৬ – জে বৈদ্যনাথন
- ২০১৭ – তিরুভারুর বৈদ্যনাথন
- ১৯৫৫ – টি.এন. রাজারথিনাম পিল্লাই
- ১৯৬২ – ডঃ থিরুভেনগাদু সুব্রহ্মণ্যম পিল্লাই
- ১৯৬৬ – পি.এস. বীরুস্বামী পিল্লাই
- ১৯৭২ – টি. এস. নটরাজসুন্দরম পিল্লাই
- ১৯৭৬ – শেখ চিন্না মৌলানা
- ১৯৮১ – নামগিরিপেত্তাই কৃষ্ণান
- ১৯৯৫ – ডোমাদা চিট্টিব্বায়ি
- ২০০৫ – ওঙ্গালে এন রাঙ্গাইয়াহ
- ২০০৭ – S. R. D. বৈদ্যনাথন
- ২০১১ – শেশামপট্টি টি শিবলিঙ্গম
- ২০১৩ – তিরুভিজা জয়শংকর
- ২০১৭ – এস.কাসিম, এস.বাবু - কাসিম-বাবু ব্রাদার্স
- ২০০৩ – কাদরী গোপালনাথ
- ১৯৮৫ – Valangaiman A. Shanmugasundaram Pillai
- ১৯৮৮ – Valayapatti A. R. Subramaniam
- ২০০১ – Haridwaramangalam A. K. Palanivel
- ২০১৪ – Thiruvalaputhur T A Kaliyamurthy
- ১৯৫২ – কারাইকুডি সাম্বাসিভা আইয়ার
- ১৯৬০ – এল. সুব্রহ্মণ্যম শাস্ত্রী
- ১৯৬৮ – কে. এস. নারায়ণস্বামী
- ১৯৬৯ – দেবকোট্টাই এ. নারায়ণ আয়েঙ্গার
- ১৯৭০ – মহীশূর ভি. দোরেস্বামী আয়েঙ্গার
- ১৯৭৩ – ইমানি শঙ্করা শাস্ত্রী
- ১৯৭৭ – এস বালাচন্দর
- ১৯৮০ – তাঞ্জাভুর কে.পি. শিবানন্দম
- ১৯৮৬ – রাজেশ্বরী পদ্মনাভন
- ১৯৮৮ – আর পিচুমনি আইয়ার
- ১৯৯০ – চিট্টি বাবু
- ১৯৯২ – এম কে কল্যাণকৃষ্ণ ভাগবত
- ১৯৯৩ – কল্পকম স্বামীনাথন
- ২০০১ – আর এন ডোরেস্বামী
- ২০০২ – ই. গায়ত্রী
- ২০০৭ – বিদ্যা শঙ্কর
- ২০১১ – আয়াগারি সিয়ামসুন্দরম
- ২০১৭ – সুমা সুধীন্দ্র
- ১৯৫৩ – দ্বারম ভেঙ্কটস্বামী নাইডু
- ১৯৫৭ – তিরুমাকুদালু চৌদিয়া
- ১৯৫৯ – কুম্বাকোনম রাজামানিকাম পিল্লাই
- ১৯৬৩ – টি.কে. জয়রাম আইয়ার
- ১৯৬৪ – কে. এন. চিন্নাস্বামী আইয়ার
- ১৯৬৭ – কে.এস. ভেঙ্কটরমাইয়া 'পাপা'
- ১৯৭১ – মাদুরাই এস সুব্রহ্মণ্যম আইয়ার
- ১৯৭৪ – টি এন কৃষ্ণান
- ১৯৭৮ – লালগুড়ি জয়রামন
- ১৯৮২ – এম. এস. গোপালকৃষ্ণন
- ১৯৮৬ – এম. চন্দ্রশেখরন
- ১৯৮৮ – চালাকুডি এন.এস. নারায়ণস্বামী
- ১৯৮৯ – আর কে ভেঙ্কটরাম শাস্ত্রী
- ১৯৯১ – কান্দাদেবী এস আলাগিরিস্বামী
- ১৯৯৩ – কুন্নাকুদি বৈদ্যনাথন
- ১৯৯৬ – অন্নাভারাপু রামস্বামী
- ১৯৯৭ – টি. রুক্মিণী
- ১৯৯৮ – এম এস অনন্তরামন
- ১৯৯৯–২০০০ – R. R. Keshavamurthy
- ২০০৩ – এ. কন্যাকুমারী
- ২০০৫ – ভি. ভি. সুব্রহ্মণ্যম
- ২০০৮ – B. Sasikumar
- ২০১০ – নাগাই মুরলীধরন
- ২০১২ – মহীশূর এম নাগরাজ
- ২০১৪ – দ্বারম দুর্গাপ্রসাদ রাও
- ২০১৫ – লালগুড়ি জি জে আর কৃষ্ণন
- ২০১৬ – মহীশূর মঞ্জুনাথ
- ২০১৮ – গণেশ ও কুমারেশ
সৃজনশীল এবং পরীক্ষামূলক সঙ্গীত
সম্পাদনা- ১৯৭৩ – বিষ্ণুদাস শিরালী
- ১৯৭৬ – তিমিরবরণ ভট্টাচার্য
- ১৯৭৮ – রাই চাঁদ বোরাল
- ১৯৮২ – বিজয় রাঘব রাও
- ১৯৮৩ – চিদাম্বরম এস জয়রামন
- ১৯৮৬ – অনিল বিশ্বাস
- ১৯৮৬ – এম.বি. শ্রীনিবাসন
- ১৯৮৬ – হেমন্ত মুখোপাধ্যায়
- ১৯৮৮ – ভাস্কর চন্দাভারকর
- ১৯৮৯ – বনরাজ ভাটিয়া
- ১৯৯০ – এল সুব্রামানিয়াম
- ১৯৯৪ – ভি বালসারা
- ১৯৯৫ – অতুল দেশাই
- ১৯৯৭ – সতীশ ভাটিয়া
- ১৯৯৮ – বিশ্ব মোহন ভট্ট
- ২০০১ – এস. রাজা রাম
- ২০০২ – কে. পি. উদয়ভানু
- ২০০৭ – খৈয়াম
- ২০১২ – ইলাইয়ারাজা
সঙ্গীত অন্যান্য প্রধান ঐতিহ্য
সম্পাদনা- ২০০৮ – নিংওম্বাম ইবোবি সিং (Nata Sankirtana, মণিপুর)
- ২০০৯ – এল. ইবোহালমাচা সিং ( Nata Sankirtana, মণিপুর)
- ২০১০ – M.V. Simhachala Sastry (হরিকাহথা, তিরুপতি)
- ২০১১ - গোপাল চন্দ্র পান্ডা (ওডিসি সঙ্গীত)
- ২০১২ - ভাই বলবীর সিং রাগি (গুরবানি)
- ২০১৩ - বঙ্কিম শেঠি (ওডিসি সঙ্গীত)
নৃত্য
সম্পাদনা- ১৯৫৫ – তাঞ্জোর বালাসরস্বতী
- ১৯৫৭ – রুক্মিণী দেবী অরুণ্ডেল
- ১৯৫৯ – ময়লাপুর গৌরী আম্মা
- ১৯৬২ – আর. মুথুরথনাম্বল
- ১৯৬৫ – পি চক্কলিঙ্গম পিল্লাই
- ১৯৬৬ – ভাজুভুর বি. রামিয়া পিল্লাই, স্বর্ণসারসোয়াথি
- ১৯৬৮ – কমলা
- ১৯৬৯ – টি কে স্বামীনাথ পিল্লাই
- ১৯৭০ – শান্তা রাও
- ১৯৭১ – টি. চন্দ্রকান্তম্মা
- ১৯৭২ – সিক্কিল রামাস্বামী পিল্লাই
- ১৯৭৩ – কুম্বাকোনম কে. ভানুমতি
- ১৯৭৪ – কে পি কিট্টপ্পা পিল্লাই
- ১৯৭৬ – এম. মুথাইয়া পিল্লাই
- ১৯৭৭ – ইয়ামিনি কৃষ্ণমূর্তি
- ১৯৭৯ – পান্ডানাল্লুর সুব্বারাইয়া পিল্লাই
- ১৯৮১ – ইন্দ্রানী রহমান
- ১৯৮২ – বৈজয়ন্তীমালা
- ১৯৮৩ – পদ্ম সুব্রহ্মণ্যম
- ১৯৮৪ – সুব্রহ্মণ্যম সারদা, সুধারানি রঘুপতি
- ১৯৮৫ – T. K. মহালিঙ্গম পিল্লাই
- ১৯৮৬ – কৃষ্ণভেনি লক্ষ্মণন
- ১৯৮৭ – ইউ. এস. কৃষ্ণ রাও এবং চন্দ্রভাগা দেবী, চিত্রা বিশ্বেশ্বরন
- ১৯৮৯ – ভি. এস. মুথুস্বামী পিল্লাই
- ১৯৯০ – কলানিধি নারায়ণন
- ১৯৯১ – আদিয়ার কে. লক্ষ্মণ
- ১৯৯২ – K. J. Saraasa
- ১৯৯৩ – গুরু কুবেরনাথ তানজোরকর (তানজাভুরকর), সি. ভি. চন্দ্রশেখর
- ১৯৯৪ – ভি. পি. ধনঞ্জয়ন এবং শান্তা ধনঞ্জয়ন
- ১৯৯৫ – এম কে সরোজা, ইন্দিরা রাজন
- ১৯৯৬ – সারদা হফম্যান
- ১৯৯৭ – কনক শ্রীনিবাসন
- ১৯৯৮ – লক্ষ্মী বিশ্বনাথন
- ১৯৯৯–২০০০ – K. কল্যাণসুন্দরম পিল্লাই, লীলা স্যামসন, H. R. Keshava Murthy
- ২০০১ – Alarmel Valli, প্রতিভা প্রহ্লাদ
- ২০০২ – মালবিকা সরুককাই
- ২০০৩ – C. K. Balagopalan
- ২০০৪ – নির্মলা রামচন্দ্রন
- ২০০৫ – R Rhadha
- ২০০৬ – এস নর্মদা
- ২০০৭ – সুচেতা ভিদে চাপেকর
- ২০০৮ – সরোজ বৈদ্যনাথন
- ২০০৯ – আনন্দ শংকর জয়ন্ত
- ২০১১ – নারথাকি নটরাজ (এসএন আকাদেমি পুরস্কার প্রাপ্ত প্রথম রূপান্তরকামী)
- ২০১২ – প্রিয়দর্শিনী গোবিন্দ
- ২০১৩ – যমুনা কৃষ্ণন, B. Herabhanathan
- ২০১৪ – Adayar Janardanan
- ২০১৫ – Ranganayaki জয়রামন
- ২০১৬ – গীতা চন্দ্রন
- ২০১৭ – রাম বৈদ্যনাথন
- ২০১৮ – রাধা শ্রীধর
- ১৯৬৩ – শুদ্ধেন্দ্র নারায়ণ সিং দেও (সেরাইকেল্লা)
- ১৯৭১ – অনন্ত চরণ সাঁই (ময়ূরভঞ্জ)
- ১৯৭৫ – কৃষ্ণচন্দ্র নায়েক (ময়ূরভঞ্জ)
- ১৯৮১ – কেদার নাথ সাহু (সেরাইকেল্লা)
- ১৯৮২ – গম্ভীর সিং মুরা (পুরুলিয়া)
- ১৯৮৭ – মদন মোহন লেনকা (ময়ূরভঞ্জ)
- ১৯৮৮ – শ্রীহরি নায়ক (ময়ূরভঞ্জ)
- ১৯৯০ – বিক্রম কুম্ভকার (সেরাইকেল্লা)
- ১৯৯১ – চন্দ্র শেখর ভঞ্জ (ময়ূরভঞ্জ)
- ২০০৪ – শশধর আচার্য
- ২০১২ – জয় নারায়ণ সামাল
- ২০১৪ – জগরু মাহাতো
- ২০১৫ – সদাশিব প্রধান
- ২০১৬ – গোপাল প্রসাদ দুবে
- ২০১৭ – জন্মজয় সাইবাবু
- ২০১৮ – তপন কুমার পট্টনায়ক (সেরাইকেল্লা)
সৃজনশীল নৃত্য/কোরিওগ্রাফি
সম্পাদনা- ১৯৬০ – উদয় শঙ্কর
- ১৯৭০ – মৃণালিনী সারাভাই
- ১৯৭৬ – নরেন্দ্র শর্মা
- ১৯৭৯ – প্রভাত গাঙ্গুলি
- ১৯৮০ – R. K. প্রিয়গোপাল সানা
- ১৯৮১ – পার্বতী কুমার
- ১৯৮৪ – রাজকুমার সিংহজিৎ সিং
- ১৯৮৯ – মায়া রাও
- ১৯৯১ – চন্দ্রলেখা
- ১৯৯২ – শচীন শঙ্কর
- ১৯৯৩ – মঞ্জুশ্রী চাকি সরকার
- ১৯৯৫ – Astad Deboo
- ১৯৯৯–২০০০ মল্লিকা সারাভাই
- ২০০১ – গুল বর্ধমান
- ২০০২ – শম্ভু ভট্টাচার্য
- ২০০৫ – Th. চাওতোম্বি সিং
- ২০০৬ – গোরিমা হাজারিকা
- ২০০৮ – যোগগসুন্দর দেশাই
- ২০০৯ – দক্ষ শেঠ
- ২০১০ – উত্তরা আশা কুরলাওয়ালা
- ২০১১ – তনুশ্রী শঙ্কর
- ২০১৪ – নবতেজ সিং জোহর
- ২০১৫ – W. লোকেন্দ্রজিৎ সিং
- ২০১৬ – অনিতা রত্নম
- ২০১৮ – দীপক মজুমদার
- ১৯৫৫ – শম্ভু মহারাজ
- ১৯৫৭ – বৈজনাথ প্রসাদ "লাচ্চু মহারাজ"
- ১৯৫৯ – সুন্দর প্রসাদ
- ১৯৬২ – মোহনরাও কালিয়ানপুরকর
- ১৯৬৪ – বিরজু মহারাজ
- ১৯৬৮ – দময়ন্তী জোশী
- ১৯৬৯ – সিতারা দেবী
- ১৯৭৪ – গৌরী শঙ্কর দেভিলাল কত্থক
- ১৯৭৫ – রোশন কুমারী
- ১৯৭৯ – রোহিনী ভাটে
- ১৯৮২ – কার্তিক রাম, কুমুদিনী লাখিয়া
- ১৯৮৪ – দুর্গালাল
- ১৯৮৭ – উমা শর্মা
- ১৯৯১ – রেবা বিদ্যার্থী
- ১৯৯৫ – রামলাল বেরেথ
- ১৯৯৬ – রানী কর্ণা
- ১৯৯৮ – সুন্দরলাল সত্যনারায়ণ গাংদানি
- ১৯৯৯–২০০০ – শোভানা নারায়ণ
- ২০০০ - সুরেন্দ্র সাইকিয়া
- ২০০২ – রাজেন্দ্র গাঙ্গানি
- ২০০৩ – সুনয়না হাজারীলাল আগরওয়াল, উর্মিলা নগর
- ২০০৪ – স্বাতী সেন
- ২০০৫ – তিরথ রাম আজাদ
- ২০০৬ – মুন্না শুক্লা
- ২০০৭ – গীতাঞ্জলি লাল
- ২০০৮ – শশী সংখলা
- ২০০৯ – প্রেরণা শ্রীমালি
- ২০১০ – মালবিকা মিত্র
- ২০১১ – মঞ্জুশ্রী চ্যাটার্জি
- ২০১২ – বিজয় শঙ্কর
- ২০১৩ – রাজশ্রী শিরকে
- ২০১৪ – উমা ডোগরা
- ২০১৬ – জিতেন্দ্র মহারাজ
- ২০১৭ – শোভা কোসার
- ২০১৮ – মৌলিক শাহ, ইশিরা পারিখ
- ১৯৫৬ – গুরু কুঞ্চু কুরুপ
- ১৯৫৮ – Thotton K. Chandu Panikkar
- ১৯৬১ – থেকিনকাট্টি রামুন্নি নায়ার
- ১৯৬৩ – চেঙ্গানুর রমন পিল্লাই
- ১৯৬৫ – গুরু গোপীনাথ
- ১৯৬৭ – কলামণ্ডলম কৃষ্ণন নায়ার
- ১৯৬৮ – কুরিচি কুঞ্জন প্যানিককর
- ১৯৬৯ – ভাঝেনকাদা কুঞ্চু নায়ার
- ১৯৭০ – এম. বিষ্ণু নাম্বুদিরি
- ১৯৭১ – কুদামালুর করুণাকরণ নায়ার
- ১৯৭২ – M. Madhava Panicer
- ১৯৭৩ – Velinezhi K. Nanu Nayar
- ১৯৭৩ – কাভুঙ্গল চাথুন্নি প্যানিকার
- ১৯৭৪ – কালামন্দালাম রামকুট্টি নায়ার
- ১৯৭৫ – K. Sankarankutty Panicer
- ১৯৮৩ – চম্পাকুলাম পাচু পিল্লাই
- ১৯৮৫ – Mankompu Sivasankara পিল্লাই
- ১৯৮৭ – কালামন্দালাম গোপী
- ১৯৮৮ – Keezhpadam Kumaran Nair
- ১৯৮৯ – Oyoor Kochugovinda পিল্লাই
- ১৯৯১ – চেন্নিথালা চেল্লাপান পিল্লাই
- ১৯৯৩ – কালামন্দালাম পদ্মনাভন নায়ার
- ১৯৯৬ – Kottakkal Krishnan Kutty Nair
- ১৯৯৭ – মাদভুর বাসুদেবন নায়ার
- ১৯৯৮ – কোট্টক্কাল শিবরামন
- ১৯৯৯–২০০০ নেলিওদে বাসুদেবন নাম্বুদিরি
- ২০০৩ – সদনাম পি ভি বালাকৃষ্ণান
- ২০০৪ – কালামন্দালাম ভাসু পিশারোদি
- ২০০৫ – [[[মাথুর গোবিন্দ কুট্টি]]
- ২০০৬ – Kottakkal চন্দ্রশেখরন
- ২০০৭ – সদনাম কৃষ্ণকুট্টি
- ২০০৮ – কালামন্দালাম কুট্টান
- ২০০৯ – কালামান্দালাম রাজন
- ২০১০ – কলামণ্ডলম কে. জি. বাসুদেবন
- ২০১১ – Thonnakkal Peethambaran
- ২০১২ – ভাঝেঙ্গাদা বিজয়ন
- ২০১৩ – কালামন্দালাম এম. পি. এস. নাম্বুদিরি
- ২০১৫ – কে. কুনহিরামন নায়ার
- ২০১৬ – কালামন্দালাম রামচন্দ্রন উন্নিথান
- ২০১৭ – মাদামবি সুব্রহ্মণ্যম নাম্বুদিরি
- ১৯৬১ – বেদান্তম সত্যনারায়ণ শর্মা 'সত্যম'
- ১৯৬৮ – চিন্তা কৃষ্ণমূর্তি
- ১৯৭৮ – সি রামাচর্যলু
- ১৯৮১ – ভেমপতি চিন্না সত্যম
- ১৯৮৩ – নটরাজ রামকৃষ্ণ (এছাড়াও ভরতনাট্যম)
- ১৯৮৫ – বেদান্তম প্রহ্লাদ শর্মা
- ১৯৮৭ – পাসুমারথি ভেনুগোপাল কৃষ্ণ শর্মা
- ১৯৯০ – শোভা নাইডু
- ১৯৯১ - রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি
- ১৯৯৩ – জোসয়ুলা সীতারামাইয়া
- ১৯৯৪ – বেদান্তম পার্বতীসম
- ১৯৯৮ – বীরনালা জয়রাম রাও এবং বনশ্রী রাও
- ১৯৯৯–২০০০ – স্বপ্নসুন্দরী রাও
- ২০০৩ – কে. উমা রামা রাও
- ২০০৪ – পাসুমারথি সীতা রামিয়াহ
- ২০০৫ – কোরাদা নরসিংহ রাও
- ২০০৬ – পাসুমারথি রথিয়া শর্মা
- ২০০৭ – ইয়েলেসারাপু নাগেশ্বর শর্মা
- ২০০৮ – বসন্তলক্ষ্মী ও নরসিংহচারী
- ২০০৯ – বৈজয়ন্তী কাশী
- ২০১০ – রত্না কুমার
- ২০১১ – আলেখ্য পুঞ্জলা
- ২০১২ – বেদান্তম রামলিঙ্গ শাস্ত্রী
- ২০১৩ – চিন্তা সীতা রামাঞ্জেয়ুলু
- ২০১৪ – বেদান্তম রাধেশ্যাম
- ২০১৫ – জি পদ্মজা রেড্ডি
- ২০১৬ – এ বি বালা কোন্ডালা রাও
- ২০১৭ – দীপিকা রেড্ডি
- ২০১৮ – পাসুমূর্তি রামলিঙ্গ শাস্ত্রী
- ১৯৫৬ – Maisnam Amubi Singh
- ১৯৫৮ – হাওবাম আতোম্বা সিং
- ১৯৬১ – টি. আমুদন শর্মা
- ১৯৬৩ – আতোম্বাপু শর্মা
- ১৯৬৫ – গুরু বিপিন সিং
- ১৯৬৯ – ওঝা থাংজাম চাওবা সিং
- ১৯৭২ – ক্ষেত্রী টোম্বি দেবী
- ১৯৭৩ – এল. কোয়েরেং সিং
- ১৯৭৪ – এল. ইবেমহল দেবী
- ১৯৭৫ – রজনী মাইবি
- ১৯৭৬ – ওঝা মৈবাম ইবুনগোহাল সিং
- ১৯৭৭ – নয়না সুশীল ঝাভেরি
- ১৯৮০ – L. Thouranishabi Devi
- ১৯৮২ – এল. টোম্বি দেবী
- ১৯৮৫ – খাইদেম লোকেশ্বর সিং
- ১৯৮৭ – তরুণ কুমার সিং
- ১৯৮৮ – ইবোপিশক শর্মা
- ১৯৯০ – থ. বাবু সিং
- ১৯৯৩ – এইচ. এনগাংবি দেবী
- ১৯৯৪ – টি. নাদিয়া সিং
- ১৯৯৫ – এল. থাম্বলনগুবি দেবী
- ১৯৯৬ – দর্শনা ঝাভেরি
- ১৯৯৭ – সামন্ডুরাম টন্ডন দেবী
- ১৯৯৮ – এন. মাধবী দেবী
- ১৯৯৯–২০০০ – সোরোখইবাম নরন সিং
- ২০০১ – চারু সিজা মাথুর
- ২০০২ – K. Ongbi Leipaklotpi Devi
- ২০০৩ – থিয়াম সূর্যমুখী দেবী, কলাবতী দেবী
- ২০০৫ – কে রাধামোহন শর্মা
- ২০০৯ – এল. বিনয় দেবী
- ২০১০ – ফানজুবাম ইবোটন সিং
- ২০১১ – প্রীতি প্যাটেল
- ২০১৪ – এন. আমুসানা দেবী
- ২০১৬ – মাইসনাম কামিনীকুমার সিং
- ২০১৭ – এল.এন. ওইনাম ওংদি ডোনি দেবী
- ২০১৮ – আখাম লক্ষ্মী দেবী
- ১৯৭২ – টি চিন্নামু আম্মা
- ১৯৭৮ – কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা
- ১৯৯৪ – কালামন্দালাম সত্যভামা
- ১৯৯৮ – কালামন্দালাম খুশেমাথি
- ১৯৯৯–২০০০ – ভারতী শিবাজি
- ২০০৪ – কলামণ্ডলম সুগন্ধি
- ২০০৬ – কলামণ্ডলম বিমলা মেনন
- ২০০৭ – দীপ্তি ওমচেরি ভাল্লা
- ২০০৮ – কালামন্দালাম লীলাম্মা
- ২০১১ – V. K. Hymavathy
- ২০১৫ – মন্দাকিনী ত্রিবেদী
- ২০১৮ – গোপীকা বর্মা[৫]
- ১৯৬৬ – কেলুচরণ মহাপাত্র
- ১৯৭০ – পঙ্কজ চরণ দাস
- ১৯৭৬ – সঞ্জুক্তা পানিগ্রাহী (ওডিসি সঙ্গীতের জন্য রঘুনাথ পানিগ্রাহী এর সাথে যৌথ পুরস্কার)
- ১৯৭৭ – দেবপ্রসাদ দাস
- ১৯৮৫ – মায়াধর রাউত
- ১৯৮৬ – প্রিয়ম্বদা মোহান্তি হেজমাদি
- ১৯৮৭ – সোনাল মানসিংহ
- ১৯৯২ – ডি. এন. পট্টনায়েক
- ১৯৯৪ – কুমকুম মোহান্তি
- ১৯৯৫ – রঘুনাথ দত্ত
- ১৯৯৭ – গঙ্গাধর প্রধান
- ১৯৯৯–২০০০ – মিনতি মিশ্র, মাধবী মুদগল
- ২০০২ – কিরণ সেগাল
- ২০০৩ – হরে কৃষ্ণ বেহেরা
- ২০০৪ – দুর্লভ চন্দ্র সিং
- ২০০৫ – দুর্গাচরণ রণবীর
- ২০০৬ – সুরেন্দ্র নাথ জেনা
- ২০০৭ – রঞ্জনা গওহর
- ২০০৮ – রামানি রঞ্জন জেনা
- ২০০৯ – গীতা মাহালিক
- ২০১০ – অরুণা মোহান্তি
- ২০১১ – রামলি ইব্রাহিম
- ২০১২ – শর্মিলা বিশ্বাস
- ২০১৩ – সঙ্গীতা দাশ
- ২০১৪ – সুধাকর সাহু
- ২০১৫ – অলোকা কানুনগো
- ২০১৬ – রতিকান্ত মহাপাত্র
- ২০১৭ – সুজাতা মহাপাত্র
- ২০১৮ – সুরুপা সেন
- ১৯৬৩ – Maniram Datta Moktar
- ১৯৭৮ – Bapuram Bayan Attai
- ১৯৮০ – Roseshwar Saikia Bayan Moktar
- ১৯৯৬ – Indira P. P. Bora
- ১৯৯৮ – Pradip Chaliha
- ১৯৯৯–২০০০ – Parmanand Borbayan
- ২০০১ – Ghanakanta Bora
- ২০০৪ – Jatin Goswami
- ২০০৭ – Ganakanta Dutta Borbayan
- ২০১০ – Manik Borbayan
- ২০১৩ – Jogen Dutta Bayan
- ২০১৪ – Anita Sharma
- ২০১৫ – Sharodi Saikia
- ২০১৬ – Haricharan Bhuyan Borbayan
- ২০১৭ – Ramkrishna Talukdar
- ২০১৮ – Tankeswar Hazarika Borbayan
Other major traditions of dance and dance theatre
সম্পাদনা- ২০০৭ – Kalamandalam Sivan Namboodiri (Kutiyattam)
- ২০০৯ – Kala Krishna (Andhranatyam)
- ২০১০ – Painkulam Rama Chakyar (Kutiyattam)
- ২০১২ – Painkulam Damodara Chakyar (Kutiyattam)
- ২০১৩ – Srinivasa Rangachariar (Arayer Sevai)
Music for dance
সম্পাদনা- ২০০৫ – Josyula Krishna Murthy (Kuchipudi Bhagavatha Maddalla)
- ২০০৬ – Kalamandalam Gangadharan (Kathakali Pattu)
- ২০০৮ – Ramhari Das (Odissi)
- ২০১০ – S. Rajeswari (Bharatanatyam)
- ২০১১ – Karaikudi Krishnamurthi
- ২০১২ – Jwala Prasad
- ২০১৩ – Dhaneshwar Swain
- ২০১৪ – Varanasi Vishnu Namboothiri (Kathakali)
- ২০১৫ – Rajkumar Bharathi
- ২০১৭ – Ashit Desai
থিয়েটার
সম্পাদনাঅভিনয়
সম্পাদনা১৯৫২–২০০৩ (ভাষা অনুযায়ী)
সম্পাদনাঅসমীয়া
সম্পাদনা- ১৯৬১ – মিত্রদেব মহন্ত অধিকারী
- ২০০১ – গিরিশ চৌধুরী
- ১৯৫৮ – অহীন্দ্র চৌধুরী
- ১৯৬২ – তৃপ্তি মিত্র
- ১৯৬৭ – সবিতাব্রত দত্ত
- ১৯৭০ – সরযূবালা দেবী
- ১৯৭৩ – শোভা সেন
- ১৯৭৫ – মলিনা দেবী
- ১৯৭৭ – কৃষ্ণা রায়
- ১৯৮৩ – কুমার রায়
- ১৯৮৯ – শেখর চট্টোপাধ্যায়
- ১৯৯৫ – সত্য বন্দ্যোপাধ্যায়
- ১৯৯৮ – সৌমিত্র চ্যাটার্জি
- ১৯৯৯–২০০০ – কেতকি দত্ত, সাবিত্রী চট্টোপাধ্যায়
- ২০০৩ – শাঁওলি মিত্র
- ১৯৬০ – আশরাফ খান
- ১৯৬৫ – মুলজিভাই খুশলভাই নায়ক
- ১৯৬৮ – যশবন্ত ঠাকুর
- ১৯৭৪ – প্রাণসুখ মণিলাল নায়ক
- ১৯৮০ – দিনা পাঠক (গান্ধী)
- ১৯৮৮ – Sarita Joshi
- ১৯৭৯ – অমরীশ পুরী
- ১৯৮২ – মনোহর সিং
- ১৯৮৪ – উত্তরা বাওকর
- ১৯৮৫ – ফিদা হুসেন
- ১৯৮৯ – সুরেখা সিক্রি
- ১৯৯০– নাসিরুদ্দিন শাহ (এছাড়াও উর্দু)
- ১৯৯৯–২০০০ সীমা বিশ্বাস
কন্নড়
সম্পাদনা- ১৯৫৫ – গুব্বি ভিরান্না
- ১৯৬১ – সুব্বাইয়া নাইডু
- ১৯৮৫ – বি. জয়াম্মা
- ১৯৯২ – আর. নাগরাথনাম্মা
- ১৯৯৪ – বালাপ্পা ইয়েনাগি
- ১৯৯৬ – বি. জয়শ্রী
- ২০০৩ – সি. আর. Simha
মালয়ালম
সম্পাদনা- ১৯৬০ – C. I. পরমেশ্বরন পিল্লাই
- ১৯৬৫ – ভি.টি. অরবিন্দক্ষ মেনন
- ১৯৬৯ – N. N. Pillai
মণিপুরী
সম্পাদনা- ১৯৯১ – সাবিত্রী হেইসনাম
- ১৯৯৭ – R. K. Bhogen
- ১৯৫৫ – Narayan Rao Rajhans 'Bal Gandharva'
- ১৯৫৬ – Ganesh Govind Bodas
- ১৯৫৭ – Chintaman Ganesh Kolhatkar
- ১৯৬০ – Gopal Govind Pathak
- ১৯৬৪ – Keshav Trimbak Date
- ১৯৭১ – Shreeram Lagoo
- ১৯৭৬ – Jyotsna Bhole
- ১৯৭৮ – Dattaram N. Walwaikar
- ১৯৮১ – Chintamani Govind Pendse
- ১৯৮৩ – Dattatray Ramachandra Bhat
- ১৯৮৬ – Prabhakar V. Panshikar
- ১৯৮৭ – Sulabha Deshpande (also Hindi)
- ১৯৯০ – Bhakti Barve Inamdar, Chhota Gandharva[৬]
- ১৯৯১ – Neelu Phule
- ১৯৯৬ – Mohan Agashe
- ২০১৮ – Suhas Joshi
Oriya
সম্পাদনা- ১৯৬১ – Samuel Sahu
Sanskrit
সম্পাদনাTamil
সম্পাদনা- ১৯৫৯ – Pammal Sambandha Mudaliar
- ১৯৬২ – T. K. Shanmugam
- ১৯৬৭ – S. V. Sahasranamam
- ১৯৯২ – Poornam Viswanathan
- ১৯৬১ – Sthanam Narasimha Rao
- ১৯৬৩ – Banda Kanakalingeswara Rao
- ১৯৭৩ – Kalyanam Raghuramaiah
- ১৯৮৬ – Peesapati Narasimha Murty
Urdu
সম্পাদনা- ১৯৬৩ – Zohra Sehgal
- ১৯৯৪ – Uzra Butt
From ২০০৪ onwards
সম্পাদনা- ২০০৪ – Rohini Hattangady, Ramcharan Nirmalkar
- ২০০৫ – Chindodi Leela
- ২০০৬ – Dharani Barman, Gita Dey, K. Kaladharan Nair
- ২০০৭ – Ramesh Mehta
- ২০০৮ – Markand Bhatt, Arundhati Nag
- ২০০৯ – Sudha Shivpuri, Neeta Mohindra
- ২০১০ – Dilip Prabhavalkar, Banwari Taneja, Maya Krishna Rao, Swatilekha Sengupta
- ২০১২ - Parvesh Seth, Nirmal Rishi, Purisai Kannappa Sambandan
- ২০১৩ - Vasant Josalkar, Kusum Haidar
- ২০১৪ - Debshankar Haldar, Ramdas Kamat
- ২০১৭ - Anil Tickoo
Mime
সম্পাদনা- ১৯৯৩ – যোগেশ দত্ত
- ২০০২ – নিরঞ্জন গোস্বামী
- ২০০৯ – Moinul Haque
পরিচালনা
সম্পাদনা- ১৯৫৭ - জয়শঙ্কর ভোজক 'সুন্দরী'
- ১৯৫৯ - শম্ভু মিত্র
- ১৯৬১ - কাসামভাই নাথুভাই মীর
- ১৯৬২ - ইব্রাহিম আলকাজি
- ১৯৬৪ - T. S. Rajamanikkam
- ১৯৬৯ - হাবিব তানভীর
- ১৯৭০ - আদি ফিরোজশাহ মারজবান
- ১৯৭১ - সত্যদেব দুবে
- ১৯৭২ - শ্যামানন্দ জালান
- ১৯৭৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়
- ১৯৭৪ - দামোদর কাশীনাথ কেনকরে
- ১৯৭৫ - বিজয়া মেহতা
- ১৯৭৬ - B. V. Karanth
- ১৯৭৭ - রাজিন্দর নাথ
- ১৯৭৮ - জব্বার প্যাটেল
- ১৯৭৯ - B. M. Shah
- ১৯৮০ - রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
- ১৯৮১ - আর.এস. মনোহর
- ১৯৮২ - শীলা ভাটিয়া
- ১৯৮৩ - কাভালাম নারায়ণ পানিক্কর
- ১৯৮৫ - হেইসনাম কানহাইলাল
- ১৯৮৬ - Alyque Padamsee
- ১৯৮৭ - তরুণ রায়
- ১৯৮৭ - রতন থিয়াম
- ১৯৮৯ - বিভাস চক্রবর্তী
- ১৯৯০ - জিওফ্রে কেন্ডাল এবং লরা কেন্ডাল (যৌথ পুরস্কার)
- ১৯৯১ - Fritz Bennewitz
- ১৯৯২ - মোহন মহর্ষি
- ১৯৯৩ - কৈলাশ পান্ডিয়া
- ১৯৯৩ - ব্যারি জন
- ১৯৯৫ - এম কে রায়না
- ১৯৯৫ - বংশী কৌল
- ১৯৯৬ - পুরুষোত্তম দারহুহেকার
- ১৯৯৭ - ভানু ভারতী
- ১৯৯৮ - অমল আলানা
- ১৯৯৮ - দুলাল রায়
- ১৯৯৮ - উষা গাঙ্গুলি
- ১৯৯৯–২০০০ - বলবন্ত ঠাকুর
- ১৯৯৯–২০০০ - নাদিরা জাহির বব্বর
- ১৯৯৯–২০০০ - প্রসন্ন
- ২০০১ - শান্তা গান্ধী
- ২০০২ - অরুণ মুখোপাধ্যায়, সতীশ আনন্দ,
- ২০০৩ - দেবেন্দ্র রাজ অঙ্কুর, নীলম মানসিংহ চৌধুরী
- ২০০৪ - অনুরাধা কাপুর, আরামবাম লোকেন্দ্র সিং, রাজ বেসারিয়া
- ২০০৫ - রঞ্জিত কাপুর, ভি কে শর্মা
- ২০০৬ - ই জয়চন্দ্র সিং, আর নাগেশ, অমিতাভ দাশগুপ্ত
- ২০০৭ - হরিমাধব মুখোপাধ্যায়, এন সি ঠাকুর
- ২০০৮ - এস রামানুজম, প্রবীর গুহ
- ২০০৯ - জয় মাইকেল, দীনেশ ঠাকুর
- ২০১০ - বীণাপাণি চাওলা, উর্মিলাল কুমার থাপলিয়াল
- ২০১১ - আলাখানন্দন, কীর্তি জৈন
- ২০১২ - ত্রিপুরারি শর্মা, ওয়ামান কেন্দ্রে
- ২০১৩ - কমলকার মুরলীধর সোনটাক্কে, কেওয়াল ধালিওয়াল, প্রসন্ন রামস্বামী
- ২০১৪ - সূর্য মোহন কুলশ্রেষ্ঠ, চিদাম্বর রাও জাম্বে
- ২০১৫ - পারভেজ আখতার, মুশতাক কাক
- ২০১৮ - প্রফেসর সত্যব্রত রাউত, রাজকমল নায়ক
নাট্য রচনা
সম্পাদনা- অসমিয়া
- ১৯৮৬ – সত্য প্রসাদ বড়ুয়া
- ২০০৩ – অরুণা শর্মা
- বাংলা
- ১৯৬৮ – বাদল সরকার
- ১৯৬৯ – মন্মথ রায়
- ১৯৭৫ – বিজন ভট্টাচার্য
- ১৯৮৫ – মনোজ মিত্র
- ১৯৯১ – মোহিত চট্টোপাধ্যায়
- ডোগরি
- ২০০৮ – নরসিংহ দেব জামওয়াল
- গুজরাটি
- ১৯৬১ – প্রভুলাল দয়ারাম দ্বিবেদী
- ১৯৭১ – C. C. Mehta, প্রাগজি দোসা,
- হিন্দি
- ১৯৬৫ – উপেন্দ্র নাথ আশক
- ১৯৬৮ – মোহন রাকেশ
- ১৯৭৭ – লক্ষ্মী নারায়ণ লাল
- ১৯৮৮ – ধরমবীর ভারতী
- ১৯৯২ – সুরেন্দ্র ভার্মা
- ২০০১ – ভীষ্ম সাহনি, ডি.পি. সিনহা
- ২০০৬ – প্রভাত কুমার ভট্টাচার্য
- ২০০৪ – স্বদেশ দীপক
- ২০০৭ – রেওটি শরণ শরণ শরণ
- ২০০৮ – মুদ্রা রাক্ষস
- কন্নড়
- ১৯৬৩ – আদ্যা রঙ্গাচার্য 'শ্রীরাঙ্গা'
- ১৯৭২ – গিরিশ কারনাড
- ১৯৮৩ – চন্দ্রশেখর কাম্বারা
- ১৯৮০ – নরসিংহ রাও পরওয়াথাভানি
- ১৯৮৯ – G. B. Joshi
- ১৯৯৭ – H. S. Shivaprakash
- কাশ্মীরি
- ১৯৯৭ – Moti Lal Kemmu
- মালায়ালাম
- ১৯৭৯ – জি. শঙ্কর পিল্লাই
- ১৯৮৩ - কাভালাম নারায়ণ পানিক্কর
- ১৯৮৬ – কে. টি. মুহাম্মাদ
- ১৯৯৭ – N. Krishna Pillai
- ২০০৯ – ভায়ালা বাসুদেবন পিল্লাই
- মণিপুরী
- ২০০৭ – Yumnam Rajendra Singh
- মারাঠি
- ১৯৫৮ – বি.ভি. 'মামা' ওয়ারকার
- ১৯৬৭ – P. L. deshpande
- ১৯৭০ – বিজয় টেন্ডুলকার
- ১৯৭৬ – C. T. Khanolkar
- ১৯৮২ – M.G. Rangnekar
- ১৯৮৪ – বসন্ত শংকর কানেতকর
- ১৯৮৭ – V.V. Shirwadkar
- ১৯৮৯ – মহেশ এলকুনচওয়ার
- ১৯৯৪ – সতীশ আলেকর
- ১৯৯৬ – G.P. deshpande
- ২০০৩ – রত্নাকর রামকৃষ্ণ মাতকারি
- ২০০৯ – শঙ্কর নারায়ণ নাভরে
- মিজো
- ২০০৭ – Lathangfala Sailo
- ওড়িয়া
- ১৯৮১ – মনোরমাজন দাস
- ১৯৮২- বিশ্বজিৎ দাস
- ১৯৮৭ – গোপাল ছোত্রয়
- পাঞ্জাবি
- ১৯৯৩ – গুরশরণ সিং
- ১৯৯৮ – বলবন্ত গার্গী
- ২০১০ – অতমজিৎ সিং
- তামিল
- ১৯৭৪ – এস.ডি. সুন্দরম
- ১৯৯৯–২০০০ – না. মুথুস্বামী
২০০৪ – ইন্দিরা পার্থসারথি
- তেলুগু
- ২০১০ – D. ভাইজাই ভাস্কর
২০১২-এর পর থেকে
সম্পাদনা- ২০১২ - অর্জুন দেও চরণ
- ২০১৩ - রামেশ্বর প্রেম, পুণ্ডলিক নারায়ণ নায়েক
- ২০১৪ - আসগর ওয়াজাহাত
অ্যালাইড থিয়েটার আর্টস
সম্পাদনা- আলোকসজ্জা
- ১৯৭৪ – তাপস সেন
- ১৯৭৭ – ভি, রামমূর্তি
- ১৯৮৯ – জি এন দাশগুপ্ত
- ১৯৯৪ – কনিষ্ক সেন
- ১৯৯৭ – মনসুখ যোশী (প্রাকৃতিক নকশার জন্যও)
- ১৯৯৯–২০০০ – আর.কে. ধিংরা
- ২০০২ – অশোক সাগর ভগত
- ২০০৩ – শ্রীনিবাস জি. কাপান্না
- ২০০৫ – সুরেশ ভরদ্বাজ
- ২০০৬ - গৌতম ভট্টাচার্য
- ২০১১ - কমল জৈন
- দর্শনীয় নকশা
- ১৯৮৫ – Goverdhan Panchal
- ১৯৮৬ – খালেদ চৌধুরী
- ১৯৮৮ – দত্তাত্রেয় গণেশ গডসে
- ১৯৯৭ – মনসুখ যোশী
- ১৯৯৯–২০০০ – রবিন দাস
- ২০০৭ – মহেন্দ্র কুমার
- পোষাক / মেক আপ
- ১৯৮১ – অশোক শ্রীবাস্তব (মেক-আপ)
- ১৯৯০ – রোশান আলকাজি (কস্টিউম ডিজাইন)
- ১৯৯৯–২০০০ – শক্তি সেন (মেক-আপ)
- ২০০১ – ডলি অহলুওয়ালিয়া (কস্টিউম ডিজাইন)
- ২০০৩ – অনন্ত গোপাল শিন্ডে (মেক-আপ)
- ২০০৪ – প্রেমা কারান্থ (কস্টিউম ডিজাইন)
- ২০০৮ - অম্বা সান্যাল (কস্টিউম ডিজাইনিং)
- ২০০৯ – কমল অরোরা (মেক-আপ)
- ২০১৩ - কৃষ্ণ বোরকার (মেক-আপ)
- থিয়েটারের জন্য সঙ্গীত
- ১৯৯৯–২০০০ – কাজল ঘোষ, কমল তেওয়ারি
- ২০০৫ - R. পরমাশিবণ
- ২০০৯ – কুলদীপ সিং
- ২০১২ - মুরারি রায়চৌধুরী
- ২০১৪ - আমোদ ভট্ট, অমরদাস মানিকপুরী (ছত্তীসগঢ়)
- মঁচ শিল্প
- ১৯৯৩ – এম.এস. সাথিয়ু
- ১৯৯৫ – এন. কৃষ্ণমূর্তি
- ২০০২ – নিসার আলানা
- ২০০৫ - এইচ ভি শর্মা
থিয়েটারের প্রধান ঐতিহ্য
সম্পাদনা- ২০০৭ – কলিউর রামচন্দ্র রাও (যক্ষগান)
- ২০০৮ – বংশীলাল খিলাড়ি, খেয়াল (রাজস্থান)
- ২০১২ - গুলাম রসুল ভগত ( Bhand Pather)
- ২০১৪ - মঞ্জুনাথ ভাগবত হোস্টোটা (যক্ষগান)
অন্যান্য ঐতিহ্যবাহী /লোকসঙ্গীত/ উপজাতি/ নৃত্য/ সঙ্গীত/ থিয়েটার এবং পুতুল নাচ
সম্পাদনা- ১৯৬৪ – মণি মাধব চাকিয়ার (কুটিয়াত্তম), কেরালা
- ১৯৬৯ – গহন চন্দ্র গোস্বামী (আনকিয়া নাট, আসাম)
- ১৯৭২ – কুদামালুর করুণাকরণ নায়ার (কথাকলি), কেরালা
- ১৯৭৬ – রঘুনাথ পানিগ্রাহী (ওডিসি সঙ্গীত, উড়িষ্যার জন্য সঞ্জুক্তা পানিগ্রাহী এর সাথে যৌথ পুরস্কার)
- ১৯৮১ – কামিনী কুমার নার্জারি (বোডো ট্রাইবাল ডান্স, আসাম)
- ১৯৮৩ – ধর্মিকলাল চুনিলাল পান্ডিয়া (আখানা), গুজরাট
- ১৯৮৩ – ললিত চন্দ্র ওঝা (ওজাপালি ও দেওধানি নৃত্য, আসাম)
- ১৯৮৪ – বালাকৃষ্ণ দাশ (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
- ১৯৮৫ – মোহন চন্দ্র বর্মন (ভাওনা, আসাম)
- ১৯৮৪ – ভুবনেশ্বর মিশ্র (ওডিশি সঙ্গীত, উড়িষ্যা)
- ১৯৮৭ – ভূপেন হাজারিকা (লোকসঙ্গীত, আসাম)
- ১৯৮৮ – প্রতিমা বড়ুয়া পান্ডে (লোকসঙ্গীত, আসাম)
- ১৯৮৯ – রাজেন পাম (উপজাতীয় সঙ্গীত, আসাম)
- ১৯৯০ – রামেশ্বর পাঠক (লোকসঙ্গীত, আসাম)
- ১৯৯১ – Puranchand Wadali & Pyarelal Wadali (লোক সঙ্গীত), পাঞ্জাব
- ১৯৯২ – খগেন মহন্ত (লোকসঙ্গীত, আসাম)
- ১৯৯৪ – M. Boyer (Tiatr), Goa
- ১৯৯৫ – তিজন বাই (পান্ডাবাণী), মধ্য প্রদেশ
- ১৯৯৭ – অর্ঘ্য সেন [রবীন্দ্রসঙ্গীত], পশ্চিমবঙ্গ
- ১৯৯৭ – পি. আর. থিলাগাম, কুরাভানজি পারফরমার, তামিলনাড়ু
- ১৯৯৮ – গুলাম মোহাম্মদ সাজনওয়াজ, জম্মু ও কাশ্মীর[৭]
- ২০০২ - দিলীপ শর্মা ও সুদক্ষিণা শর্মা (জ্যোতি সঙ্গীত, আসাম - যৌথ পুরস্কার)
- ২০০৩ – প্রভাত শর্মা (ঐতিহ্যবাহী ও লোকসঙ্গীত, আসাম)
- ২০০৩ – কোশা কান্ত দেব গোস্বামী (মুখোশ মেকিং ভাওনা, আসাম)
- ২০০৩ – বনমালী মহারানা (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
- ২০০৫ – খিরোদ খাখলারি (বোড়ো ডান্স অ্যান্ড মিউজিক, আসাম)
- ২০০৫ – কাশীনাথ পূজাপান্ডা (ওডিসি সঙ্গীত, উড়িষ্যা)
- ২০০৫ – [[[Mathoor Govindn Kutty]] (কথাকলি), কেরালা
- ২০০৭ – সুবোধ দেববর্মা (লোকনৃত্য), ত্রিপুরা
- ২০০৭ – অমর পাল (লোকসংগীত, পশ্চিমবঙ্গ)
- ২০০৮ – কর্তার সিং[৮]
- ২০০৮ – মাঙ্গি বাই আর্য ( মান্দ), রাজস্থান
- ২০০৮ – লাখা খান মাঙ্গনিয়ার, (লোকসঙ্গীত), রাজস্থান
- ২০০৮ – বংশী লাল খিলারি (খাইয়াল), রাজস্থান
- ২০০৯ – ভিখুদান গাধভি (লোকসঙ্গীত), গুজরাট
- ২০১০ – হরভজন সিং নামধারী (গুরবানি কীর্তন), পাঞ্জাব
- ২০১০ – নাজির আহমেদ খান ওয়ারসি এবং নাছির আহমেদ খান ওয়ারসি ([[[কওয়ালি]]), অন্ধ্র প্রদেশ
- ২০১০ – দ্বিজেন মুখোপাধ্যায় (রবীন্দ্র সঙ্গীত), পশ্চিমবঙ্গ
- ২০১০ – চন্দাবাই তিওয়াদি (ভারুদ), মহারাষ্ট্র
- ২০১০ – টি. সোমাসুন্দরম (লোকনৃত্য), তামিলনাড়ু
- ২০১০ – কৃষ্ণ কুমারী (লোকসঙ্গীত: ভাখা), জম্মু ও কাশ্মীর
- ২০১০ – চাঁদ জগদীশ তিওয়াদি (লোক থিয়েটার: ভরুদ), মহারাষ্ট্র
- ২০১১ – ট্রিপেকুলাম আচুতা মারার (কেরলা)
- ২০১১ – লোকসঙ্গীতের জন্য হেমন্ত চৌহান (গুজরাট)
- ২০১১ – গুরমিত বাওয়া ফোক মিউজিকের জন্য (পাঞ্জাব)
- ২০১১ – লোক থিয়েটারের জন্য কাশীরাম সাহু (ছত্তীসগঢ়)
- ২০১১ – মিফাম ওটসাল ফর ট্র্যাডিশনাল থিয়েটার (জম্মু ও কাশ্মীর)
- ২০১১ – বেলাগালু ভিরান্না for Togalu Gombeyatta, Puppetry (কর্ণাটক)
- ২০১১ – পুতুল নাচ (ত্রিপুরা) এর জন্য গোপাল চন্দ্র দাস
- ২০১১ – মেকিং অফ মিউজিকাল ইন্সট্রুমেন্ট (ডিহি) এর জন্য কাসমি খান নিয়াজি
- ২০১২ – গো রু চান্নাবাসাপ্পা (লোকসঙ্গীত - কর্ণাটক)
- ২০১২ – কিনারাম নাথ ওজা (সুকনানি ওজাপালি - আসাম)
- ২০১২ – প্রেম সিং দেহাটি (লোকসঙ্গীত - হরিয়ানা)
- ২০১২ – সুলোচনা চহ্বান (লাভানি - মহারাষ্ট্র)
- ২০১২ – মাত্তান্নুর শঙ্করন কুট্টি মারার (থায়াম্বাকা - কেরল)
- ২০১২ – গোবিন্দ রাম নির্মলকর (নাচা - ছত্তীসগঢ়)
- ২০১২ – হীরা দাস নেগি (মাস্ক মেকিং - হিমাচল প্রদেশ)
- ২০১৩ – মেইনাক্ষী কে. (ইন্সট্রুমেন্ট মেকিং - ঘাটম - তামিলনাড়ু)[৯]
- ২০১৩ – রাজ বেগম, ঐতিহ্যবাহী, লোকসঙ্গীত/নৃত্য ও থিয়েটার (জম্মু ও কাশ্মীর)
- ২০১৩ - টি.এ.আর. নাদি রাও এবং এন জিভা রাও (যৌথ পুরস্কার), লোকসঙ্গীত (তামিলনাড়ু)
- ২০১৩ – গুরদয়াল সিং, ইন্সট্রুমেন্ট মেকিং (পাঞ্জাব)
- ২০১৩ - মোহন সিং খাঙ্গুরা, রবীন্দ্র সংগীত (পশ্চিমবঙ্গ)
- ২০১৩ - উমাকান্ত গগৈ (বৈরাগী), টোকারি গীত এবং দেহবিচার গীত, (আসাম)
- ২০১৩ - শেখ রিয়াজউদ্দিন ওরফে রাজুবাবা, লোক থিয়েটার (মহারাষ্ট্র)
- ২০১৪ – পুরান শাহ কোটি (ঐতিহ্যবাহী সঙ্গীত - পাঞ্জাব)
- ২০১৪ – কলামণ্ডলম রাম মোহন (কত্থকলির জন্য মেকআপ/কস্টিউম)
- ২০১৪ – Reba Kanta Mohanta (মুখোশ তৈরি - আসাম)
- ২০১৪ – আব্দুল রশিদ হাফিজ (লোকসঙ্গীত - জম্মু ও কাশ্মীর)
- ২০১৪ – কে.শানাথোইবা শর্মা (থাং-তা - মণিপুর)
- ২০১৪ – রামদয়াল শর্মা (নওট্যাঙ্কি - উত্তর প্রদেশ)
- ২০১৪ – থাঙ্গা দারলং (লোকসঙ্গীত - ত্রিপুরা)
- ২০১৫ – রামচন্দ্র সিং (লোক থিয়েটার - বিহার)
- ২০১৭ – মুকুন্দ নায়ক (লোকসঙ্গীত - ঝাড়খণ্ড)
- ২০১৭ – প্রকাশ খান্ডে (লোকশিল্প - মহারাষ্ট্র)
- ২০১৮ – নরেন্দ্র সিং নেগি (লোকসঙ্গীত - উত্তরাখণ্ড)
পুতুলনাচ /মূকাভিনয়/চিরাচরিত ফর্মের মিত্র শিল্প
সম্পাদনা- ১৯৭৮ – কাথিনান্দা দাস (রাবণছায়া পুতুলনাচ), ওড়িশা
- ১৯৭৯ – U. Kogga Devanna Kamath (Gombeatta পুতুলনাচ), কর্ণাটক
- ১৯৮০ – কে.এল. কৃষ্ণান কুট্টি পুলাভার (থলপাভা কুথু), কেরালা
- ১৯৮১ – এম.আর. রঙ্গনাথ রাও, কর্ণাটক
- ১৯৮৩ – মেহের রুস্তম কন্ট্রাক্টর, গুজরাট
- ১৯৮৭ – সুরেশ দত্ত, পশ্চিমবঙ্গ
- ১৯৯২ – দাদি দোরাব পুদুমজি, দিল্লি
- ১৯৯৫ – T. Hombiah, কর্ণাটক
- ১৯৯৮ – কোলহচরণ সাহু (রাবণছায়া পুতুলনাচ), উড়িষা
- ১৯৯৯ – বি.এইচ. পুট্টাশামাচার, কর্ণাটক
- ২০০১ – হিরেন ভট্টাচার্য, আসাম
- ২০০৩ – পুরাণ ভট্ট, রাজস্থান
- ২০০৫ - Ganpat Sakharam Masge, মহারাষ্ট্র
- ২০১০ – কে. চিন্না অঞ্জনাম্মা (ছায়া পুতুলনা: টলু বোমালতা), অন্ধ্র প্রদেশ
- ২০১০ – কে.ভি. রামকৃষ্ণন এবং কে.সি. রামকৃষ্ণন (গ্লোভ পুতুলনাচ: পাভা কথাকলি), কেরালা
- ২০১২ – প্রফুল্ল কর্মকার (ঐতিহ্যবাহী পুতুলনাচ - পশ্চিমবঙ্গ)
- ২০১৩ – লীলাবতী এম কবি (বাজাজ), পুতুলনাচ
- ২০১৪ – K. Kesavasamy (পুতুলনাচ - পুদুচেরি)
- ২০১৬ – প্রভিতাংসু দাস (সমসাময়িক পুতুলনাচ - ত্রিপুরা)
- ২০১৮ – অনুপমা হোসকেরে (কর্ণাটকের ধ্রুপদী স্ট্রিং পুতুলনাচ, বেঙ্গালুরু)
Overall Contribution/Scholarship
সম্পাদনাYear | Recipient | Field |
---|---|---|
১৯৯৪ | Kanak Rele | Dance |
১৯৯৪ | K. V. Subbanna | Theatre |
১৯৯৫ | Sunil Kothari | Dance |
১৯৯৬ | Ram Gopal Bajaj | Theatre |
২০০০ | B. V. K. Sastry | Performing Arts |
২০০০ | Nemi Chandra Jain | Performing Arts |
২০০০ | Shanta Serbjeet Singh | Performing Arts |
২০০১ | Suresh Awasthi | Performing Arts |
২০০২ | Romesh Chander | Theatre |
২০০২ | J. N. Kaushal | Theatre |
২০০৩ | Subbudu | Performing Arts |
২০০৪ | Sushil Kumar Saxena | Performing Arts |
২০০৫ | Pratibha Agrawal | Theatre |
২০০৬ | Rekha Jain | Performing Arts |
২০০৭ | Mukund Lath | Performing Arts |
২০০৮ | R. Sathyanarayana | Performing Arts |
২০০৯ | Leela Venkataraman | Performing Arts |
২০১০ | Ashok Ranade | Performing Arts - Music |
২০১০ | Jaidev Taneja | Performing Arts - Theatre |
২০১১ | Shrivatsa Goswami | |
২০১১ | Sundari K. Shridharani | |
২০১২ | Arun Kakade | |
২০১২ | Nandini Ramani | |
২০১৩ | N. Ramanathan | |
২০১৩ | Mysore V. Subramanya | |
২০১৪ | Indudhar Nirody | |
২০১৪ | Akshara K. V. | |
২০১৫ | Chaman Lal Ahuja | Performing Arts |
২০১৫ | Shanta Gokhale | Performing Arts |
২০১৫ | Rani Balbir Kaur | Theatre |
২০১৭ | Sandhya Purecha | Dance |
২০১৮ | Puru Dadheech | Dance |
Films
সম্পাদনা # Indicates an award for the performing arts in the media
|
---|
Year | Recipient | Field |
---|---|---|
১৯৫৭ | দেবকী বসু | নির্দেশনা |
১৯৫৭ | Gajanan Digambar Madgulkar | Screenplay |
১৯৫৮ | শচীন দেববর্মণ | Music Direction |
১৯৫৮ | Durga Khote | Acting |
১৯৫৯ | অশোক কুমার | Acting |
১৯৫৯ | সত্যজিৎ রায় | Direction |
১৯৬০ | ছবি বিশ্বাস | Acting |
১৯৬১ | Lalita Pawar | Acting |
১৯৬১ | Kavi Pradeep | Lyricist |
১৯৬১ | Mukhram Sharma | Screenplay |
১৯৮৮ | সলিল চৌধুরী# | Music |
১৯৯১ | Sudhir Phadke# | Music |
১৯৯২ | নওশাদ# | Music |
১৯৯২ | কে জে যেসুদাস# | Music |
২০০১ | Prem Matiyani# | Theatre |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ United News of India, Press Trust of India (২০০৭-০৩-০১)। "Gursharan gets 'Akademi Ratna'"। The Tribune। Chandigarh। ৪ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১১।
- ↑ ক খ "Guidelines for Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar"। Sangeet Natak Akademi। ২০১১-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২।
- ↑ "Sangeet Natak Akademi honour for Jasraj, Shreeram Lagoo"। The Hindu (ইংরেজি ভাষায়)। PTI। ২০১০-০২-১৭। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৬।
- ↑ "Archived copy" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৮।
|আর্কাইভের-ইউআরএল=
ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য) - ↑ "The General Council of the Sangeet Natak Akademi Announces Sangeet Natak Akademi Fellowships (Akademi Ratna) and Sangeet Natak Akademi Awards (Akademi Puraskar) for the Year ২০১৮"। pib.gov.in।
- ↑ "Artist - Saudagar Nagnath Gore 'Chhota Gandharva' (কন্ঠ), Gharana - Gwalior"।
- ↑ https://www.sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=১৩৬৪&at=২ [অকার্যকর সংযোগ]
- ↑ "Sangeet Natak Academy Annual Report ২০০৮-০৯" (পিডিএফ)। sangeetnatak.gov.in। Govt. of India। ২০০৯।
- ↑ "List of Sangeet Natak Akademi Puraskar awardees ২০১৩" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩।
|আর্কাইভের-ইউআরএল=
ত্রুটিপূর্ণভাবে গঠিত: timestamp (সাহায্য) - ↑ ক খ "Sangeet Natak Akademi Awards"। New Delhi: Sangeet Natak Akademi। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
5 ^ Find Biography of Pandit Hanuman Prasad Mishra
বহিঃসংযোগ
সম্পাদনা- "SNA: List of Akademi Awardees"। Sangeet Natak Akademi Official website। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।