শহীদুল ইসলাম (উদ্ভিদ রোগতত্ত্ববিদ)

বাংলাদেশী উদ্ভিদ রোগতত্ত্ববিদ

শহীদুল ইসলাম (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৭০) একজন বাংলাদেশী উদ্ভিদ রোগতত্ত্ববিদ। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশালের উপাচার্য।[১]

শহীদুল ইসলাম
উপাচার্য
ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশাল
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ ফেব্রুয়ারি ২০২৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-12-30) ৩০ ডিসেম্বর ১৯৭০ (বয়স ৫৩)
আলমনগর, সদর উপজেলা, যশোর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন সম্পাদনা

শহীদুল ১৯৭০ সালের ৩০ ডিসেম্বর যশোর জেলার সদর উপজেলার আলমনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে মাধ্যমিক ও ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে বিএসসি এজি (স্নাতক) ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

শহীদুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ডের সদস্য, মৎস্যবিজ্ঞান অনুষদ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, হল প্রভোস্ট, আইকিউএসি এবং রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় সভাপতি এবং পরিবহন কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[৩]

২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশালের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[৪]

প্রকাশনা সম্পাদনা

দেশ ও বিদেশের বিভিন্ন জার্নালে শহীদুল ইসলামের ২০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা"প্রতিদিনের সংবাদ। ১৪ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "ট্রাস্ট ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শহীদুল ইসলাম"যায়যায়কাল। ১ ফেব্রুয়ারি ২০২৩। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি হলেন শহীদুল ইসলাম"আজকের বার্তা। ২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের যোগদান"আজকের পরিবর্তন। ২০ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩