শশিভূষণ দাশগুপ্ত

লেখক, অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক ও সাহিত্যিক।

শশিভূষণ দাশগুপ্ত (১৯১১-১৯৬৪) লেখক, অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক ও সাহিত্যিক।

শশিভূষণ দাশগুপ্ত
জন্ম১৯১১
মৃত্যু১৯৬৪(1964-00-00) (বয়স ৫২–৫৩)

শশিভূষণ দাশগুপ্ত ১৯১১ সালে বরিশাল জেলার চন্দ্রহার গ্রামে তার জন্ম।

শিক্ষাজীবন

সম্পাদনা

তিনি বরিশাল বি এম কলেজ থেকে আই.এ পাশ করেন। কলকাতা|কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে বি.এ (অনার্স)করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেনিতে এম.এ (১৯৩৫) ডিগ্রি লাভ করেন। ১৯৩৯ সালে তিনি এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন[]

সাহিত্যকর্ম

সম্পাদনা

তার উল্লেখযোগ্য গবেষণামূলক বই হল-

  • Obscure Religious Cults: As a Background of Bengali Literature (১৯৪৬),
  • An Introduction to Tantric Buddhism (১৯৫০),
  • Aspects of Indian Religious Thought,
  • শ্রীরাধার ক্রমবিকাশ: দর্শনে ও সাহিত্যে (১৯৫২) এবং
  • ভারতের শক্তিসাধনা ও শাক্ত সাহিত্য (১৯৬০)[]

মৃত্যু

সম্পাদনা

শশিভূষণ দাশগুপ্ত গবেষণা, গ্রন্থ রচনা এবং সাহিত্যচর্চার জন্য ১৯৬১ সালে তিনি সাহিত্য 'আকাদমি পুরস্কার' (১৯৬১) লাভ করেন। ১৯৬৪ সালের ২১ জুলাই কলকাতায় তার মৃত্যু হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণঃ ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা-৩৩৫, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬
  2. শশিভূষণ "দাশগুপ্ত, শশিভূষণ" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)বাংলাপিডিয়াবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৫ তারিখে  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]