শরণ খ্রিষ্টীয় দ্বাদশ শতাব্দীর একজন সংস্কৃত কবি ছিলেন যিনি বাংলায় বাস করতেন। তিনি ছিলেন লক্ষ্মণসেনের রাজসভার পঞ্চরত্নের একজন।[১]

জীবনী সম্পাদনা

জয়দেব শরণকে তার সহকর্মীদের একজন বলে অভিহিত করেছেন এবং তার কাব্যের প্রশংসা করেছেন।[২] শরণের কোনো মুখ্য রচনার সন্ধান পাওয়া যায় নি।

শ্রীধরদাস সদুক্তিকর্ণামৃত এ শরণ রচিত শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রীধরদাস লক্ষ্মণসেনের অধীনস্থ এক শাসক ছিলেন। এছাড়াও, রূপ গোস্বামীর পদাবলীতেও শরণের রচনার উদ্ধৃতি প্রদান করা হয়েছে।[২] এটা ধারণা করা হয়ে থাকে যে, শরণের অন্য নাম শরণ দত্ত ও চিরন্তন শরণ। এছাড়া, তিনি দুর্ঘটবৃত্তি নামক একটি গ্রন্থ রচনা করেছেন বলে ধারণা করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জয়দেব"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯ 
  2. "শরণ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৯