শফিক সাইয়েদ

ভারতীয় অভিনেতা

শফিক সাইয়েদ (জন্ম ১৯৭৬) প্রাক্তন ভারতীয় শিশু অভিনেতা। আট বছর বয়সে তিনি মীরা নায়ার পরিচালিত, শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত সালাম বম্বে! (১৯৮৮) চলচ্চিত্রে কৃষ্ণা নামের একজন পথশিশুর চরিত্রে অভিনয় করেন, যার জন্য তিনি ১৯৮৯ সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।

শফিক সাইয়েদ
জন্ম১৯৭৬
জাতীয়তাভারতীয়
পেশা
  • অভিনেতা
  • অটোরিকশা চালক
পরিচিতির কারণসালাম বম্বে! (১৯৮৮)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৮৯)

জীবন সম্পাদনা

সাইয়েদ ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বস্তিতে বেড়ে উঠেছেন। ছেলেবেলায়, একসময় তিনি "হিন্দি সিনেমায় (বলিউড) দেখানো বিষয়াদির সত্যতা পরখ করতে" বন্ধুদের সঙ্গে বম্বে (বর্তমানে মুম্বই) চলে আসেন। পরবর্তী বছরগুলিতে, তিনি চার্চগেট রেলস্টেশনের নিকটবর্তী ফুটপাতে বাস করা পথশিশুদের একজন হিসাবে সেখানে বাস করেন।[১]

১৯৮৮ সালে, বম্বের বস্তিতে থাকাকালীন সময়ে, আট বছর বয়সে, তিনি মীরা নায়ারের সালাম বম্বে! চলচ্চিত্রে কৃষ্ণা নামের একজন পথশিশুর চরিত্যে অভিনয় করেন। এই অভিষেক চলচ্চিত্রের জন্যে ১৯৮৯ সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি।[২] ১৯৯৪ সালে, গৌতম ঘোষ পরিচালিত পাতং চলচ্চিত্রে কাজ করার পর, ১৯৯৩ সালে তিনি বেঙ্গালুরুরতে ফিরে আসেন। ২০০৯ সালে যুক্তরাজ্য-ভারত যৌথ প্রযোজিত স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের সাফল্যের পরে, বিশেষকরে এটির শিশু অভিনেতাদের জন্যও খ্যাতি লাভের পর, সাইয়েদ বেঙ্গালুরুতে অটোরিকশা চালক হিসাবে চিহ্নিত হয়েছিলেন এবং দ্য টাইমস অব ইন্ডিয়ায় তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল।[৩] ২০১২ সালের মে মাস থেকে তিনি কন্নড় টেলিভিশন সোপ তৈরির প্রযোজনা সংস্থাগুলিতে সহকারী হিসাবে কাজ করছেন।[১] এক প্রতিবেদনে জানা গেছে যে সাইয়েদ ১৮০ পৃষ্ঠার নিজের জীবনের গল্প লিখেছেন, যেটির শিরোনাম আফটার সালাম বম্বে[১][১][৪]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

পুরস্কার এবং মনোনয়নের তালিকা
সংগঠন অনুষ্ঠানের তারিখ বিভাগ ফলাফল সূত্র
জাতীয় চলচ্চিত্র পুরস্কার মে ১৯৮৯ শ্রেষ্ঠ শিশু শিল্পী বিজয়ী [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাকেশ, কে এম (১ মে ২০১২)। "Salaam Bombay tea boy to TV help - Mira Nair's child star earns living as floor assistant" (ইংরেজি ভাষায়)। দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯ 
  2. "৩৬তম জাতীয় চলচ্চিত্র উৎসব" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারত: চলচ্চিত্র উৎসব অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (ভারত)। ১৯৮৯। পৃষ্ঠা ৩৪। ৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯ 
  3. Seethalakshmi S. (৫ মার্চ ২০০৯)। "'Salaam' star now a rickshaw driver"The Times of India। ২০১৪-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫ 
  4. "Salaam Bombay actor Shafiq Syed lands in hard times"। India Today। ১ মার্চ ১৯৯৯। ২০১৬-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫ 
  5. Awards ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০১৭ তারিখে Internet Movie Database.

বহিঃসংযোগ সম্পাদনা