চার্চগেট স্টেশন

মুম্বাই উপনগরীয় রেলের স্টেশন

চার্চগেট মুম্বাই উপনগরীয় রেলের সর্বদক্ষিণ থেকে প্রথম ও উত্তর থেকে অন্তিম স্টেশন। এই স্টেশনটি মুম্বাইয়ের উপনগর এলাকা চার্চগেটে অবস্থিত।

চার্চগেট
चर्चगेट
মুম্বাই উপনগরীয় রেলের স্টেশন
চার্চগেট স্টেশন
স্থানাঙ্ক১৮°৫৬′৫.৫৯″ উত্তর ৭২°৪৯′৩৭.৭৯″ পূর্ব / ১৮.৯৩৪৮৮৬১° উত্তর ৭২.৮২৭১৬৩৯° পূর্ব / 18.9348861; 72.8271639
মালিকানাধীনভারতীয় রেল, রেল মন্ত্রক, ভারত সরকার
লাইনপশ্চিম লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনসাধারণ
অন্য তথ্য
স্টেশন কোডCCG
ভাড়ার স্থানপশ্চিম রেল
ইতিহাস
চালু১৮৬৭
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   মুম্বাই উপনগরীয় রেল   পরবর্তী স্টেশন
শেষ স্টেশনটেমপ্লেট:মুম্বাই উপনগরীয় রেল লাইন
অবস্থান
চার্চগেট মুম্বাই-এ অবস্থিত
চার্চগেট
চার্চগেট
মুম্বাইয়ে অবস্থান

ইতিহাস সম্পাদনা

প্রাথমিককাল সম্পাদনা

 
চার্চগেট স্টেশন ১৯৩০ সালে।

চার্চগেট নামটি স্টেশনের ঠিক পর্শের রোড চার্চ গেট স্ট্রিটের নামানুসারে রখা হয়েছে। এই স্টেশনটি পশ্চিম রেল তথা মুম্বাই উপনগরীয় রেলের প্রথম স্টেশন।[১][২]

ভারতে প্রথম রেল ১৮৫৩ সালে চালু হয় এবং তার দুইবছর পরে ১৮৫৫ সালে বোম্বাই বড়োদা রেল চালু করা হয়। প্রথমত চার্চগেট থেকে অঙ্কলেশ্বর ও উত্তরণ পর্যন্ত ২৯ মাইল রেলপথ শুরু করা হয়।

 
১৯১০ সালে চার্চগেট স্টেশন

বর্তমানকাল সম্পাদনা

 
 
২০১৫ সালের ২৮ জুন তারিখের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাম্পার পোস্ট।

বর্তমানে এটি মুম্বাইয়ের ব্যস্ততম স্টেশনগুলির একটি যেখানে প্রতি মিনিটে ট্রেন আসাযাওয়া করে। পশ্চিম রেলের সদরদপ্তর এখানেই অবস্থিত।

 
স্টশনের নামাঙ্কিত বোর্ড

মুম্বাইতে স্থানীয় ট্রেনের বগি সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৫ করার জন্য স্টেশনের প্লাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে ২০১০ সালে।[৩]

২৮ জুন ২০১৫ সালে চয়র্চগেট স্টেশনে একটি ট্রেন প্লাটফর্মের শেষে এসে ধাক্কা দেই; এই দুর্ঘটনায় ৫ জন যাত্রি জখম হন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Railway gazette international, Volume 101। Reed Business Pub.। ১৯৫৪। Page 12
  2. John Murray (Firm) (১৯৬৫)। A handbook for travellers in India, Pakistan, Burma and Ceylon। John Murray। পৃষ্ঠা 632। Page 6
  3. "Churchgate platform extension"DNA। ১৩ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৬ 
  4. http://indianexpress.com/article/cities/mumbai/mumbai-local-train-crashes-into-platform-at-churchgate-five-injured/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]