শত্রুজিৎপুর ইউনিয়ন
শত্রুজিৎপুর ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।
শত্রুজিৎপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | মাগুরা সদর উপজেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৬০৪ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাশত্রুজিৎপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- নড়াইল মহাসড়কের ১৪ কিলোমিটার পূর্ব দিকে শত্রুজিৎপুর বাজার নামক স্থানে ১০নং শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন প্রায় ১৮.১৮ বর্গ কিলোমিটার[১]
ইতিহাস
সম্পাদনাপ্রচলিত আছে যে, ইংরেজদের আমলে এই গ্রামের মানুষ খুবই বেপরোয়া টাইপের ছিল। তারা তাদের শত্রুদেরকে তাড়িয়ে ইউনিয়নকে জয় করে সেখান থেকেই এই গ্রামের নাম শত্রুজিৎপুর নামকরণ করা হয়। বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০০৬ সাল।
প্রশাসনিক বিন্যাস
সম্পাদনা২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ১৮,৬০৪ জন। শত্রুজিৎপুর ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৪ টি এবং মোট গ্রাম সংখ্যা ১৩ টি। গ্রামের নাম সমূহঃ-
ক্রমিক | গ্রামের নাম | ওয়ার্ড নম্বর | ডাকঘর |
---|---|---|---|
১ | শত্রুজিৎপুর | ১ নং ওয়ার্ড | শত্রুজিৎপুর |
২ | বারইখালী | ২ নং ওয়ার্ড | বারইখালী |
৩ | পয়ারী | ৩৫
নং ওয়ার্ড || পয়ারী | |
৪ | কালুপাড়া | ৪ নং ওয়ার্ড | কালুপাড়া |
৫ | ফাজিলা | ৪ নং ওয়ার্ড | ফাজিলা |
৬ | রুপদাহ | ৫ নং ওয়ার্ড | রুপদাহ |
৭ | সিংহডাঙ্গা | ৫ নং ওয়ার্ড | সিংহডাঙ্গা |
৮ | বনগ্রাম | ৬ নং ওয়ার্ড | বনগ্রাম |
৯ | দুর্গাপুর | ৬ নং ওয়ার্ড | বনগ্রাম |
১০ | ভাটপাড়া | ৭ নং ওয়ার্ড | ভাটপাড়া |
১১ | বিষ্ণুপুর | ৮ নং ওয়ার্ড | বিষ্ণুপুর |
১২ | খাঁনপুর | ৯ নং ওয়ার্ড | খাঁনপুর |
১৩ | ধর্মদাহ | ১০ নং ওয়ার্ড | ধর্মদাহ |
শিক্ষা
সম্পাদনা২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার- ৪১.২০%
- সরকারি প্রাথমিক বিদ্যালয়: ০৫টি
- বেসরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৪ টি
- উচ্চ বিদ্যালয়: ২টি
- মাদ্রাসা: ১টি
- কলেজ: ১টি
- এতিম খানা: ০২টি
- গুরুত্ব পুর্ন ধর্মীয় স্থান: ৩টি
কৃষি
সম্পাদনাশত্রুজিৎপুর ইউনিয়নের জনসংখ্যার অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান কৃষি পণ্য ধান পাট এবং সবজির পাশাপাশি প্রচুর পান উৎপন্ন হয়। যা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।
যোগাযোগ
সম্পাদনামাগুরা-নড়াইল সড়কের মাগুরা শহরের চাউলিয়া বাস স্ট্যান্ড থেকে শত্রুজিৎপুর বাজারের দুরুত্ব ১৪ কিলোমিটার। মাগুরা জেলা শহর থেকে শত্রুজিৎপুর বাজারে যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, ভ্যান ইত্যাদি।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনা- শত্রুজিৎপুর আম বাগান
- পয়ারী হাজরা তলা নাট মন্দির
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এক নজরে শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০১ আগস্ট ২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ এপ্রিল ২০১৬ তারিখে