শতজিৎ রানা
জেনারেল শতজিৎ শমশের জং বাহাদুর রানা (১৯৩৪-২০০৭)[১] ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত নেপালি সেনাবাহিনী প্রধান ছিলেন।[২] তিনি ১৯৫৩ সালে ব্রিটেনের স্যান্ডহার্স্ট সামরিক প্রশিক্ষণ একাডেমীতে যোগ দিয়েছিলেন এবং নেপালি সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন ১৯৫৫ সালের ২২শে জুলাই। তিনি ছিলেন দ্বিতীয় নেপালি ব্যক্তি যিনি যুক্তরাজ্য থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি সেনাবাহিনীতে মোট ৩৬ বছর চাকরি করার পর ১৯৯১ সালের ১৫ মে তারিখে অবসরে যান এবং এরপর তাকে বার্মা (বর্তমানে মায়ানমার) তে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় নেপালের সরকার, এছাড়া তিনি ভিয়েতনামেও নেপালের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন।
জেনারেল শতজিৎ রানা | |
---|---|
স্থানীয় নাম | महारथी श्री सत्चित शम्शेर जङ्गबहादुर राणा |
জন্ম | তানসেন দরবার, লুম্বিনী প্রদেশ, নেপাল | ১৫ জানুয়ারি ১৯৩৪
মৃত্যু | ৪ মে ২০০৭ বীরেন্দ্র হাসপাতাল, নেপাল | (বয়স ৭৩)
আনুগত্য | নেপাল |
সেবা/ | নেপালি সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৫৫-১৯৯১ |
পদমর্যাদা | জেনারেল |
ইউনিট | পদাতিক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Satchit Rana Marriages and Divorces"। www.strictlyweddings.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬।
- ↑ "Opinion | Armed and unrestrained"। kathmandupost.com (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬।