লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের নড়াইল জেলার শিক্ষা প্রতিষ্ঠান

লোড়াগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়[৩] বিদ্যালয়টি নড়াইল জেলার একটি প্রাচীন বিদ্যালয় যা ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২]

লোড়াগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
Lohagara Govt. Pilot High School
অবস্থান
ওয়ার্ড নং ০৪, লোহাগড়া
,
৭৫১১

তথ্য
প্রাক্তন নামলোহাগড়া উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১ আগস্ট ১৯০২; ১২১ বছর আগে (1902-08-01)[১]
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[১]
বিদ্যালয় জেলানড়াইল জেলা
ইআইআইএন১১৮৩৯০[১]
প্রধান শিক্ষকএস. এম হায়াতুজ্জামান[২]
শিক্ষার্থী সংখ্যা১৫২৫[১]
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ২৪টি[১]
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৫.৩৮ একর (২১,৮০০ মি)[১]
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.lphs.edu.bd

ইতিহাস সম্পাদনা

পটভূমি সম্পাদনা

কথিত আছে ১৮৭৪-১৮৭৫ সালের দিকে বিদ্যালয়টির ভিত্তি গড়ে উঠেছিল। কিন্তু সরকারি তথ্যানুসারে ১৯০২ সালের আগস্ট মাসের ০১ তারিখে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ট্রাস স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন পায়। তখন বিদ্যালয়ের নাম ছিল লোহাগড়া হাই ইংলিশ স্কুল[২]

জাতীয়করণ সম্পাদনা

২০১৮ সালের মে মাসের ০৭ তারিখে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।[২]

উল্লেখযোগ্য শিক্ষার্থী সম্পাদনা

  • রিতু খানম (বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক)[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে বিদ্যালয়ের পরিচিতি"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১০ 
  2. "বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১০ 
  3. নড়াইল, প্রতিনিধি (২০১৯-০১-৩১)। "লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন"অধিকার নিউজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১০ 
  4. মারুফ সামদানী, লোহাগড়া, নড়াইল (২০২১-১১-০৬)। "খেলায় দেশসেরা নড়াইলের যে বিদ্যালয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১০