লোবাত বালা (জন্ম: ১৯৩০, তেহরানে) একজন ইরানি কবি,[১][২] এবং ইরানের নারী মুক্তি ও সমান অধিকারের প্রচারক

লোবাত বালা

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

১৯৭৯ থেকে ইরান থেকে নির্বাসিত হওয়ার পর, বালা লন্ডনে বসবাস কর শুরু করেন,[২] এর মধ্যে তিনি ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মেলবোর্নে ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] সেখানে থাকাকালীন তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে মিডল ইস্টার্ন স্টাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন এবং লন্ডনে তিনি ২০০৬ সাল পর্যন্ত কিহান সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিক ও লেখক হিসেবে কাজ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] বালা ফার্সি ভাষায় বেশ কয়েকটি কবিতার বইও প্রকাশ করেছেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kalbasi, Sheema (২০০৯)। The Poetry of Iranian Womenআইএসবিএন 978-1-4421-0709-0 
  2. "Literature event with five Iranian exile authors in Vienna"। NetNative। ২০০৮-১০-০৯। ২০১৭-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-০৬ 

বহিংসংযোগ সম্পাদনা