লেভি (চলচ্চিত্র)

নাইজেরীয় চলচ্চিত্র

লেভি (ইংরেজি: Levi) একটি নাইজেরীয় নাট্য চলচ্চিত্র। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ইংরেজি ভাষার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওকেচুক্বু ওকু। এতে অভিনয় করেছেন রামসে নোয়াহ, ন্যান্সি ইসিমে, দেইয়েমি ওকানলাওন, লিডিয়া ফোরসনবিম্বো ম্যানুয়েল প্রমুখ।[১][২]

লেভি
Levi
পরিচালকওকেচুক্বু ওকু
রচয়িতাবেথরজার্স
চিত্রনাট্যকারওকেচুক্বু ওকু
শ্রেষ্ঠাংশে
সুরকারআবিওলা
সম্পাদকওকে ওকু
প্রযোজনা
কোম্পানি
  • ওরাকল ফিল্মস
  • ওকে ওকু ফিল্মস
মুক্তি
  • ১৩ জানুয়ারি ২০১৯ (2019-01-13) (নাইজেরিয়া)
দৈর্ঘ্য৯৩ মিনিট
দেশনাইজেরিয়া
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৮৫ হাজার ডলার (আনুমানিক)

প্রেক্ষাপটসম্পাদনা

লেভি চলচ্চিত্রের মূল কাহিনী হচ্ছে লেভি ও সোমির প্রেম। ছোটবেলা থেকেই লেভি (রামসে নোয়াহ) সোমি (ন্যান্সি ইসিমে)-কে ভালোবাসত। লেভি তার স্বপ্নের পেছনে ছুটতে থাকে এবং একপর্যায়ে সফলতা অর্জন করে। সে তার কাজ ভালোভাবেই চালিয়ে যাচ্ছিল, কিন্তু এমতাবস্থায় যার জীবনে একটি বিপর্যয় নেমে আসে। লেভি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যা মারাত্মক হতে পারে। খারাপ পরিণতির ভয়ে, সে মৃত্যুর আগেই তার শৈশবের ক্রাশ সোমিকে খুঁজে বের করে বিয়ে করার এবং একটি পরিবার গঠন করার দ্রুত সিদ্ধান্ত নেয়। কিন্তু সোমি ইতিমধ্যেই বিয়ে করে নিয়েছিল। এটি লেভির প্রথম ব্যর্থতা হতে পারত, কারণ তিনি কখনও কোনও বিষয়ে ব্যর্থ হননি। কিন্তু লেভি এ ব্যর্থতা মেনে নিতে চান না।[৩]

কুশীলবসম্পাদনা

  • রামসে নোয়াহ: লেভি চরিত্রে
  • ন্যান্সি ইসিমে: সোমি চরিত্রে
  • লিডিয়া ফোরসন: বস চরিত্রে
  • দেইয়েমি ওকানলাওন: ইসরিয়েল চরিত্রে
  • বেঞ্জামিন জোসেফ: জ্যাসপার চরিত্রে
  • বোলাজি ওগুনমলা: গিনা চরিত্রে
  • লিসা ওমোরোডিওন: এবেরে চরিত্রে
  • বিম্বো ম্যানুয়েল

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

সাল পুরস্কার বিভাগ ফলাফল তথ্যসূত্র
২০১৯ বেস্ট অব নলিউড অ্যাওয়ার্ড প্রধান চরিত্রে সেরা অভিনেতা – ইংরেজি মনোনীত [৪]
সেরা পার্শ্ব অভিনেতা – ইংরেজি বিজয়ী
সেরা চিত্রনাট্য সম্বলিত চলচ্চিত্র মনোনীত
সেরা সিনেমাটোগ্রাফি সম্বলিত চলচ্চিত্র মনোনীত
বর্ষসেরা চলচ্চিত্র মনোনীত
বর্ষসেরা পরিচালক মনোনীত
সেরা সাউন্ডট্র্যাক সম্বলিত চলচ্চিত্র মনোনীত
জুলু আফ্রিকান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরা চিত্র সম্পাদক বিজয়ী [৫]
সেরা চলচ্চিত্র বিজয়ী

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. দায়ো, বার্নার্ড (৯ জানুয়ারি ২০১৯)। "Ramsey Nouah is frightening in the trailer for 'Levi' and this may be the best we have ever seen him"YNaija (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 
  2. nollywoodreinvented (৭ জানুয়ারি ২০১৯)। "Coming Soon: Levi" [শীঘ্রই আসছে: লেভি]। নলিউড রিইনভেন্টেড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 
  3. "লেভি"ইন্টারনেট মুভি ডেটাবেজ — আইএমডিবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 
  4. বাদা, জিবেঙ্গা (১৫ ডিসেম্বর ২০১৯)। "BON Awards 2019: 'Gold Statue', Gabriel Afolayan win big at 11th edition" [বন অ্যাওয়ার্ডস ২০১৯: 'গোল্ড স্ট্যাচু', ১১তম সংস্করণে গ্যাব্রিয়েল আফোলায়ানের বড় জয়]। পালস নাইজেরিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 
  5. "ZAFAA Global Awards 2019 Winners" [জাফা গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০১৯-এর বিজয়ীগণ]। জুলু আফ্রিকান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা