লেভি পিন্টো

ভারতীয় অ্যাথলেট

লাভিনহো থমাস পিন্টো (২৩ শে অক্টোবর ১৯২৯ – ১৫ই ফেব্রুয়ারি ২০২০) ছিলেন একজন ভারতীয় মল্ল্ক্রীড়াবিদ। তিনি ১৯৫১ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতেছিলেন। [১] তিনি ১৯৫২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১] পিন্টো পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন, শিকাগোতে বসতি স্থাপন করেন। সেখানে তিনি ৯০ বছর বয়সে 2020 সালের ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লেভি পিন্টো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামল্যাভিনহো থমাস পিন্টো
জাতীয়তাভারতীয়
জন্ম(১৯২৯-১০-২৩)২৩ অক্টোবর ১৯২৯
নাইরোবি, কেনিয়া
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ২০২০(2020-02-15) (বয়স ৯০)
শিকাগো,ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়ামল্লক্রীড়া
বিভাগSprint
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা100 m: 10.6 (1952)
200 m: 21.5 (1956)
পদকের তথ্য
Men's মল্লক্রীড়া
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৫১ নতুন দিল্লি ১০০ মিটার
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৫১ নতুন দিল্লি ২০০ মিটার
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৫১ নতুন দিল্লি ৪×১০০ মিটার রিলে

প্রতিযোগিতার রেকর্ড সম্পাদনা

বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান নোট
  ভারত
১৯৫২ অলিম্পিক হেলসিঙ্কি, ফিনল্যান্ড হিটে চতুর্থ ১০০ মিটার ১০.৯৪/১০.৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ananth, Venkat (১ অক্টোবর ২০১৪)। "The untold story of Lavy Pinto - India's first (and only) 100m Asiad gold medallist"Livemint। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা