লেফট্যানেন্ট কর্নেল (যুক্তরাজ্য)

লেফটেন্যান্ট কর্নেল ব্রিটিশ সেনাবাহিনী এবং রাজকীয় মেরিন কোরের একটি পদ; যা কমনওয়েলথভূক্ত অনেক সদস্যদেশেও ব্যবহৃত হয়। পদটির মর্যাদা মেজর থেকে উচ্চতর এবং কর্নেলের অধীনস্থ।[১] এটি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীকমান্ডার, এবং দেশটির রয়্যাল এয়ার ফোর্স ও অনেক কমনওয়েলথভূক্ত দেশের বিমান বাহিনীর উইং কমান্ডার সমমানের বা সমতূল্য পদ।

লেফট্যানেন্ট কর্নেল
সেনা ও রাজকীয় মেরিন কোরের পরিচয়চিহ্ন
দেশ যুক্তরাজ্য
সেবার শাখা ব্রিটিশ সেনাবাহিনী
রাজকীয় মেরিন কোর
ন্যাটো পদবি কোডঅএফ-৪
পরবর্তী উচ্চতর পদবিকর্নেল
পরবর্তী নিম্নতর পদবিমেজর
সমমানের পদবি

আধুনিক ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে, একটি রেজিমেন্ট বা ব্যাটালিয়নের প্রতিষ্ঠিত কমান্ডার হলেন একজন লেফটেন্যান্ট কর্নেল। একজন লেফটেন্যান্ট কর্নেলের অধীনে ৬৫০ জন্য সৈন্য থাকে।[২] রয়্যাল এয়ার ফোর্সে ১৯১৮ সালের ১ এপ্রিল হতে ১৯১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল পদ অধিষ্ঠিত ছিল। পরে সেবছর ১ আগস্ট হতে পদটি বাতিল করে উইং কমান্ডারের পদমর্যাদা তৈরী করা হয়েছিল।[২]

পরিচয়চিহ্ন সম্পাদনা

ব্রিটিশ সেনাবাহিনী ও রাজকীয় মেরিন কোর, সেইসাথে অনেক কমনওয়েলথ দেশগুলিতে এই পদবীর পরিচয়চিহ্নে চার কর্ণযুক্ত "বাথ" তারকার উপরে একটি মুকুট, আছে। অতীতে যুক্তরাজ্যের বিভিন্ন রাজাদের শাসনামলের সাথে মুকুটের পরিবর্তিত হয়েছে; বর্তমানটি সেন্ট এডওয়ার্ডের মুকুট। বেশিরভাগ কমনওয়েলথভূক্ত দেশ একই চিহ্ন ব্যবহার করে, তবে মুকুটের পরিবর্তে সেদেশের রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করে।[৩]

আনুষ্ঠানিক ব্যবহার সম্পাদনা

ব্রিটিশ সেনাবাহিনীর কিছু রেজিমেন্টে রেজিমেন্টাল লেফটেন্যান্ট কর্নেল এবং ডেপুটি রেজিমেন্টাল লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সম্মানসূচক নিয়োগ রয়েছে। পদগুলির প্রকৃতি এইপদের মতই তবে রেজিমেন্টের কর্নেলের চেয়ে কম পদমর্যাদার।

ঐতিহাসিক পরিচয়চিহ্ন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ranks"British Army Website। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৩ 
  2. "Ranks"www.army.mod.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৯ 
  3. "British Army ranks"www.nam.ac.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৯