মুকুট

শাসকের ক্ষমতার প্রতীকস্বরূপ মাথায় পড়ার মূল্যবান পরিধান বিশেষ

মুকুট হল রাজা বা কোন বীর কর্তৃক তার ক্ষমতা এবং মর্যাদার প্রতীকরূপে মাথায় পড়ার এক প্রকার ঐতিহ্যবাহী অলঙ্করণ বা টুপি বিশেষ। বিস্তৃতভাবে বললে, মুকুট একজন রাজার আধিপত্য বা আধিপত্যের সমর্থক কিছু বিশেষ বিষয়ের প্রতীক। সচরাচর এটি সোনা, রূপা কিংবা হীরার ন্যায় মূল্যবান ধাতু সহযোগে তৈরি করা হয়। চিত্রশিল্পে রাজাকে প্রায়শই মুকুট পরিহিত অবস্থায় চিত্রিত করা হয়।

মুকুট পরিহিত বাহাদুর শাহ জাফর
নেপালের প্রাচীন মুকুট

প্রকার ও ভিন্নতা সম্পাদনা

ইতিহাস সম্পাদনা

বিভিন্ন ছবি সম্পাদনা

 
যুক্তরাজ্যর ইম্পেরিয়াল স্টেট ক্রাউন (মুকুট)
 
(নকল ২০১২)রাশিয়ার রাজমুকুট
 
প্রাচীন নেপাল এর বজ্রচার্যের রীতির মুকুট
 
The Seobongchong Golden Crown of Ancient Silla, which is 339th National Treasure of South Korea. It is basically following the standard type of Silla's Crown. It was excavated by Swedish Crown Prince Gustaf VI Adolf in 1926.
 
Replica of the crown designed for the Finnish monarch, who was never chosen. A contemporary crown was never crafted, but the replica was made from original drawings in the 1980s.[১]

তথ্যসূত্র সম্পাদনা