লেনে হাউ

ডেনীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ

লেনে ভেস্টারগার্ড হাউ (ডেনীয়: Lene Vestergaard Hau; আ-ধ্ব-ব: [ˈle̝ːnə ˈvestɐˌkɒˀ ˈhɑw]; জন্ম ১৩ই নভেম্বর, ১৯৫৯) একজন ডেনীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি মার্কিন বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যালিংকরট পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞান অধ্যাপক।[]

লেনে হাউ
২০০৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিজ গবেষণাগারে লেনে হাউ
জন্ম (1959-11-13) ১৩ নভেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
জাতীয়তাডেনীয়
মাতৃশিক্ষায়তনআরহুস বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণSlow light, Bose–Einstein condensates, nanotechnology, quantum optics
পুরস্কারOle Rømer Medal
George Ledlie Prize
MacArthur Fellowship
Rigmor and Carl Holst-Knudsen Award for Scientific Research
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানন্যানোপ্রযুক্তি
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
রোল্যান্ড ইনস্টিটিউট ফর সায়েন্স
ডক্টরেট শিক্ষার্থীNaomi Ginsberg, Christopher Slowe, Zachary Dutton

১৯৯৯ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদলের নেতৃত্বদান করেন, যে দলটি একট বসু-আইনষ্টাইন ঘনীভূত পদার্থ ব্যবহার করে একটি আলোকরশ্মি পটির (বিম) গতিবেগ ধীর করে ১৭ মিটার/সেকেন্ডে নামিয়ে আনতে সমর্থ হয়। ২০০১ সালে তাঁর দল একটি আলোকরশ্মি পটিকে সম্পূর্ণ থামিয়ে দিতে সক্ষম হয়।[] এই পরীক্ষাগুলির উপর ভিত্তি করে পরবর্তী গবেষণাগুলিতে পদার্থে আলোর স্থানান্তর এবং পদার্থে থেকে আলো ফেরত আনা সম্ভব হয়।[] কোয়ান্টাম সংকেত-গুপ্তায়ন (এনক্রিপশন) ও কোয়ান্টাম পরিগণন (কম্পিউটিং) ক্ষেত্রে এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সাম্প্রতিক গবেষণাগুলিতে অতিশীতল পরমাণুগুলির মধ্যে নতুন আন্তঃক্রিয়া এবং ন্যানোবীক্ষণিক মাপনীর ব্যবস্থাগুলি প্রাধান্য পেয়েছে। পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শক্তি বিজ্ঞান পড়িয়ে থাকেন,[] যেখানে আলোক-ভোল্টীয় কোষ, নিউক্লীয় শক্তি ও তড়িৎকোষ (ব্যাটারি) নিয়ে কাজ করা হয়। নিজের সাধিত পরীক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি প্রায়শই আমন্ত্রিত বক্তা হিসেবে আন্তর্জাতিক সম্মেলনগুলিতে বক্তৃতা দিয়ে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন সংস্থার বিজ্ঞান নীতির কাঠামোদানের সাথে জড়িত আছেন।[]

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্কভার ম্যাগাজিন সাময়িকী ২০০২ সালে তাঁকে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০ নারীর একজন হিসেবে স্বীকৃতি দেয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Lene Vestergaard Hau"seas.harvard.edu। Harvard University। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০৮ 
  2. "Lene Hau"physicscentral.com। ২০২২-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Coherent control of optical information with matter wave dynamics" (পিডিএফ)harvard.edu। Harvard University। 
  4. "Physics 129. Energy Science"registrar.fas.harvard.edu। FAS Registrar's Office, Harvard University। ২০১৫-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Keynote speaker Lene Vestergaard Hau"eliteforsk.dk। ২০১৩-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Svitil, Kathy (১৩ নভেম্বর ২০০২)। "The 50 Most Important Women in Science"Discover – discovermagazine.com-এর মাধ্যমে।