লেখ পজনান
কোলেয়োভি ক্লুব স্পোর্তোভি লেখ পজনান এসএ (পোলীয় উচ্চারণ: [lɛx ˈpɔznaj̃], পোলীয়: Lech Poznań; এছাড়াও লেখ পজনান নামে পরিচিত) হচ্ছে পজনান ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯২০ সালের ১লা আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। লেখ পজনান তাদের সকল হোম ম্যাচ পজনানের স্তাদিওন মিয়েস্কিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৩,২৬৯।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দারিউশ জুরাভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কারোল ক্লিমশাক। নরওয়েজীয় রক্ষণভাগের খেলোয়াড় থমাস রগনে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | কোলেয়োভি ক্লুব স্পোর্তোভি লেখ পজনান এসএ | |||
---|---|---|---|---|
ডাকনাম | কোলেয়জ (রেলের কর্মচারী) | |||
প্রতিষ্ঠিত | ১ আগস্ট ১৯২০ (কেএস লুতনিয়া দঁবিয়েৎস হিসেবে) | |||
মাঠ | স্তাদিওন মিয়েস্কি | |||
ধারণক্ষমতা | ৪৩,২৬৯[১] | |||
সভাপতি | কারোল ক্লিমশাক | |||
কোচ | দারিউশ জুরাভ | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ৮ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, লেখ পজনান এপর্যন্ত ১৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি একস্ত্রাকলাসা, ৫টি পোলীয় কাপ এবং ৬টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনাইউরোপ
সম্পাদনা- উয়েফা ইউরোপা লীগ:
- ৩২ দলের পর্ব (২): ২০০৯, ২০১১
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আর্কাইভ কপি"। ১৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২।
- ↑ "লেখ পজনান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
|url-status=সক্রিয়
অবৈধ (সাহায্য) - ↑ "লেখ পজনানের স্টেডিয়াম 'স্তাদিওন মিয়েস্কি'"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
|url-status=সক্রিয়
অবৈধ (সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (পোলীয়) (ইংরেজি)