লেখিয়া গদাইস্ক
ক্লুব স্পোর্তোভি লেখিয়া গদাইস্ক স্পুকা আকৎসিয়না (পোলীয় উচ্চারণ: [ˈlɛxʲa ˈɡdaj̃sk], পোলীয়: Lechia Gdańsk; এছাড়াও লেখিয়া গদাইস্ক নামে পরিচিত) হচ্ছে গদাইস্ক ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে।[৩] এই ক্লাবটি ১৯৪৫ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। লেখিয়া গদাইস্ক তাদের সকল হোম ম্যাচ গদাইস্কের স্তাদিওন এনের্গা গদাইস্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪১,৬২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পিওত্র স্তোকভিয়েৎস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আদাম মান্দজিয়ারা। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় ফ্লাভিও পাইশাঁও এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ক্লুব স্পোর্তোভি লেখিয়া গদাইস্ক স্পুকা আকৎসিয়না[১] | |||
---|---|---|---|---|
ডাকনাম | গদাইস্কি লভি (গদানীয় সিংহ) বুদোভলানি (নির্মাণ শ্রমিক) বিয়াউ-জিয়েলোনি(সাদা-সবুজ) লেখিশৎসি (লেখিশৎস্তাস) | |||
প্রতিষ্ঠিত | ১ জুলাই ১৯৪৫ | |||
বিলুপ্তি | ১৯৯৮–২০০১ (লেখিয়া-পলোনিয়া গদাইস্ক) | |||
মাঠ | স্তাদিওন এনের্গা গদাইস্ক[২] | |||
ধারণক্ষমতা | ৪১,৬২০ | |||
সভাপতি | আদাম মান্দজিয়ারা | |||
ম্যানেজার | পিওত্র স্তোকভিয়েৎস | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ৩য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, লেখিয়া গদাইস্ক এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি পোলীয় কাপ, ২টি পোলীয় সুপার কাপ, ৩টি আই লিগা এবং ৩টি ২ লিগা শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- পোলীয় কাপ
- চ্যাম্পিয়ন: ১৯৮৩, ২০১৯
- রানার-আপ: ১৯৫৫
- পোলীয় সুপার কাপ:
- চ্যাম্পিয়ন: ১৯৮৩, ২০১৯
- আই লিগা
- চ্যাম্পিয়ন: ১৯৫১, ১৯৮৩–৮৪, ২০০৭–০৮
- রানার-আপ: ১৯৫৪, ১৯৭৪–৭৫, ১৯৭৫–৭৬, ১৯৭৭–৭৮
- ২ লিগা
- চ্যাম্পিয়ন: ১৯৭১–৭২, ১৯৮২–৮৩, ২০০৪–০৫
- রানার-আপ: ১৯৬৭–৬৮, ১৯৭০–৭১
ইউরোপ
সম্পাদনা- ইউরোপীয় কাপ উইনার্স কাপ:
- প্রথম পর্ব: ১৯৮৩–৮৪
- ইউরোপা লীগ
- দ্বিতীয় বাছাইপর্ব: ২০১৯–২০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ স্পুকা আকৎসিয়না = স্টক কর্পোরেশন
- ↑ "স্তাদিওন এনের্গা গদাইস্ক"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
- ↑ ক খ "লেখিয়া গদাইস্ক"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (পোলীয়)