লিব্রেবুট
লিব্রেবুট (ইংরেজি: Libreboot, পূর্বের গ্নু লিব্রেবুট[৩]) হলো অধিকাংশ কম্পিউটারে ব্যবহৃত মালিকানাধীন বাইওস ফার্মওয়্যারকে ওপেন সোর্স হালকা সিস্টেমের মাধ্যমে প্রতিস্থাপনের উদ্দেশ্যে শুরু করা একটি ওপেন সোর্স প্রকল্প। এটি শুধুনমাত্র আধুনিক ৩২-বিট ও ৬৪-বিট অপারেটিং সিস্টেম লোড হতে যে কার্যগুলো করা লাগে শুধু তাই করে থাকে।
মূল উদ্ভাবক | লিয়া রোয় |
---|---|
উন্নয়নকারী | লিব্রেবুট প্রকল্প |
প্রাথমিক সংস্করণ | ১২ ডিসেম্বর ২০১৩ |
রিপজিটরি | |
প্ল্যাটফর্ম | আইএ-৩২, এক্স৮৬-৬৪, এআরএমভি৭[১] |
ধরন | ফার্মওয়্যার |
লাইসেন্স | জিপিএল সংস্করণ ৩[২] |
ওয়েবসাইট | libreboot |
বৈশিষ্ট্য
সম্পাদনালিব্রেবুট কোরবুটের মালিকানাধীন বাইনারি ব্লব-বিহীন একটি ডিস্ট্রিবিউশন হিসেবে প্রতিষ্ঠিত।[৪][৫] লিব্রেবুট সরাসরি কোরবুটের কোন ফোর্ক নয়, বরং এটি একটি সমান্তরাল প্রচেষ্টা। মালিকানাধীন সফটওয়্যার সরানোর পাশাপাশি লিব্রেবুট ইন্সটলেশন প্রক্রিয়া ও বিল্ডকে স্বয়ংক্রিয়করণের মাধ্যমে কোরবুট ব্যবহারকে সহজতর করছে।[৬][৭]
কিছু থিংকপ্যাড, ক্রোমবুক, এবং ম্যাকবুক ল্যাপটপ, সাথে সাথে সার্ভার ও ওয়ার্কস্টেশন মাদারবোর্ডের পরিপূর্ণ ফ্রি সংস্করণ তৈরিতেও এ প্রকল্পের অবদান রয়েছে।[৮][৯] এর ডকুমেন্টেশন অনুযায়ী, গ্রাফিক্সের জন্যে কার্নেল মোড সেটিং ব্যবহার করা যেকোন গ্নু/লিনাক্স ডিস্ট্রোর সাথে এটি কাজ করতে সক্ষম। তবে মাইক্রোসফট উইন্ডোজ এটি সমর্থন করে না ও ব্যবহারকারীকে তা ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। বিএসডির জন্যে সমর্থন অপরীক্ষিত, যদিও ওপেনবিএসডি ও নেটবিএসডি বুটের ক্ষেত্রে সফলতার কথা শোনা গেছে।[১০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কোরবুট এআরএম"। কোরবুট। ১৫ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "লিব্রেবুটের কপিং ফাইল"। notabug.org। ২২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "গ্নু লিব্রেবুট"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬।
- ↑ "লিব্রেবুট"। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪।
- ↑ "লিব্রেবুট"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪।
- ↑ "লিব্রেবুট প্রকল্প সম্পর্কে"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৫।
- ↑ "আপনার মালিকানাধীন বাইওস লিব্রেবুট দিয়ে প্রতিস্থাপন করুন"। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। ৪ আগস্ট ২০১৪।
- ↑ Gay, Joshua (৯ অক্টোবর ২০১২)। "আপনার স্বাধীনতাকে সম্মান করা হার্ডওয়্যার পণ্যের অনুমোদন"। ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "হার্ডওয়্যার সমর্থন তালিকা"। লিব্রেবুট। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৬।
- ↑ "লিব্রেবুট সম্পর্কে বারবার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর"। লিব্রেবুট। ১৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৮।