লাসিনা ট্রাওরে
লাসিনা চামাসটে সওডিন ফ্রাঙ্ক ট্রাওরে (জন্ম ১২ জানুয়ারী ২০০১) হলেন একজন বুর্কিনাবে ফুটবলার, যিনি বর্তমানে ডাচ্ ফুটবল ফুটবল লিগ এরেডিভিসি-এর ক্লাব এজাক্স এমস্টারডেম-এ খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লাসিনা চামাসটে সওডিন ফ্রাঙ্ক ট্রাওরে | ||
জন্ম | ১২ জানুয়ারি ২০০১ | ||
জন্ম স্থান | বোকো-ডিওলাসো, বুর্কিনা ফাসো | ||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | এজাক্স | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
সাল | দল | ম্যাচ | (গোল) |
২০১৯– | এজাক্স | ||
জাতীয় দল | |||
২০১৭– | বুূকিনা ফাসো | ৪ | (৩) |
* শুধুমাত্র ঘরোয়া লীগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যানসম্পাদনা
২০১৯ সালের ৪ঠা জানুয়ারী, ট্রাওরে জনপ্রিয় ডাচ্ ক্লাব এজাক্স-এ সাড়ে তিন বছরের চুক্তিতে যোগ দেন। ২০১৯ সালের ১০ই জানুয়ারী, ফ্লেমেনগো ক্লাবের বিপক্ষে একটি বন্ধুত্বপূর্ণ খেলায় এজাক্সের হয়ে ট্রাওরের অভিষেক হয়।
আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনসম্পাদনা
২০১৭ সালের ৪ঠা মে, বেনিন-এর সাথে এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে, ট্রাওরের বুর্কিনা ফাসো-এর হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়।
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- সকারওয়েতে লাসিনা ট্রাওরে (ইংরেজি)